আমার সংগ্রহে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ৪ ঠা আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20230804_194555.JPG


পৃথিবীর বয়স যত বেড়েছে সভ‍্যতা যত এগিয়েছে মানুষের জীবনযাপন এর ধরণ ততই পাল্টে গেছে। একেবারে সৃষ্টির শুরুতে মানুষ যখন সমাজবদ্ধ ভাবে সভ‍্যভাবে জীবন যাপন শুরু করে তখন থেকেই কিন্তু টাকা বা কাগজের মুদ্রার প্রচলণ ছিল না। প্রথমদিকে মানুষ ব‍্যবহার করত বিনিময় প্রথা। এক জন মানুষ অন্য আরেকজন এর সঙ্গে তার প্রয়োজনীয় পণ‍্য বিনিময় করত। কিন্তু এটাতেও ছিল অনেক সমস্যা। কিন্তু যখন এই বানিজ‍্য দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায় তখন চালু হয় মুদ্রা ব‍্যবস্থা। এই মুদ্রাগুলো সাধারণত স্বর্ণ, রৌপ‍্য, তামা এইধরনের ধাতু গুলো ব‍্যবহার করে তৈরি করা হতো। তখন মানুষ এগুলোর মাধ‍্যমেই পণ‍্যের ক্রয় বিক্রয় করত। এই মুদ্রা ব‍্যবস্থা থেকেই আসে ব‍্যাংক ব‍্যবস্থা। ভিন্ন দেশ বা অন্য কোন দেশ থেকে যখন মানুষ ব‍্যবসার উদ্দেশ্য আরেক দেশে যেত তখন তারা স্বর্ণ বা রৌপ‍্য দিয়ে ঐ দেশের ব‍্যাংক থেকে ঐ দেশের চলিত মুদ্রা সংগ্রহ করত এবং সেটা দিয়েই ক্রয় বিক্রয় করত।


IMG_20230804_194608.JPG


এটা বেশ দীর্ঘদিন স্থায়ী হয়েছিল। কিন্তু ঐ যে বললাম না সভ‍্যতার বয়স যত বেড়েছে মানুষের জীবন যাপন ততটাই পাল্টে গেছে। মুদ্রা ব‍্যবস্থার পরেই শুরু হয় কাগজের টাকার প্রচলণ। আর এখন তো প্রতিটা দেশেরই নিজস্ব কগজের মুদ্রা রয়েছে যেমন বাংলাদেশের টাকা ভারতের রুপি আমেরিকার ডলার, ইংল‍্যান্ডের পাউন্ড ইউরোপের বিভিন্ন দেশের জন্য ইউরো। এর পাশাপাশি এখন আবার চালু হয়েছে ডিজিটাল কারেন্সি যাকে আমরা ক্রিপ্টোকারেন্সি নামেও জানি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয়। পৃথিবীর অসংখ্য দেশ এটার বৈধতা দিয়েছে। কারণ এই ডিজিটাল কারেন্সি ব‍্যবহারের রয়েছে অসংখ্য সুবিধা। হয়তো অচিরেই এই ডিজিটাল কারেন্সির কাছে কাগজের মুদ্রাও হারিয়ে যাবে। সব দেশের কাগজের মুদ্রা যেমন এক না। আবার সব দেশের কাগজের মুদ্রার মানও এক না। পুরো বিশ্ব জুড়ে আমেরিকান ডলার এর একটা বিশাল প্রভাব রয়েছে।


IMG_20230804_194647.JPG

IMG_20230804_194637.JPG

IMG_20230804_194628.JPG


যাইহোক আজ আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলব। সেজন্য এই মুদ্রা টাকা এগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা প্রথম থেকে আমার বাংলা ব্লগে আছেন তাদের অনেকেই জানেন আমার একটা শখ আছে। শখ প্রতিটা মানুষেরই থাকে। আমার বেশ কয়েকটা শখ আছে তার মধ্যে একটা হলো বিভিন্ন দেশের টাকা কয়েন এগুলো সংগ্রহ করা। এই শখটা যে শুধু আমারই আছে বিষয়টি তেমন না। আমার দেখা আরও অনেক মানুষ আছে যারা এইরকম বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করে। আমি মূলত ২০১৬-১৭ সাল থেকে বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করি। এই শখটা আমার মধ্যে জাগে আমার চাচাতো ভাইকে দেখে। আমার চাচাতো ভাই অনেক আগে থেকে এগুলো সংগ্রহ করত। এবং একদিন ও আমাকে কিছু নোট উপহার দেয়। এবং তারপর থেকেই আমার মধ্যে এই শখটার উদয় হয়। আমি বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করতে থাকি। এবং ২০২০ আসল থেকে আমি এই সংক্রান্ত বেশ কিছু ফেসবুক গ্রুপে এড হয় এবং বিভিন্ন দেশের নোট সংগ্রহ শুরু করি।

বর্তমানে আমার কাছে পৃথিবীর প্রায় ৬৩ টা দেশের ১৫০ এর অধিক নোট রয়েছে। এবং বেশ কিছু দেশের কয়েন রয়েছে। এর আগেও ২০২১ সালে আমি আমার সংগ্রহে থাকা বেশ কিছু নোট সম্পর্কে পোস্ট করেছিলাম। কিন্তু গত দুইবছর আর ওটা কোনো পোস্ট করিনি। তবে এই দুইবছর আমি আমার সংগ্রহ আরও বেশ কিছুটা বাড়িয়েছি। সেজন্য ভাবলাম আবার আমি আমার সংগ্রহ করা নোটের সিরিজ পোস্ট শুরু করব। প্রতি সপ্তাহে আমার সংগ্রহে থাকা বিভিন্ন দেশের নোট সম্পর্কে দুইটা পোস্ট করব কমিউনিটিতে। এতে করে আপনারা আরও কিছু নতুন দেশের নোট বা মুদ্রার সঙ্গে পরিচিত হবেন। আমি আমার এই শখটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই পৃথিবীর সকল দেশের টাকা যেন আমার সংগ্রহে থাকে।





-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 last year 

আপনার সংগ্রহে দেখছি অনেক দেশের মুদ্রা রয়েছে। আপনার সংগ্রহে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা দেখে খুব ভালো লাগলো। আসলে বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করা আমারও খুব শখের। ৬৩ টি দেশের মুদ্রা সংগ্রহ করতে পেরেছেন নিশ্চয়ই আপনি প্রশংসার দাবিদার। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

বর্তমানে আমার কাছে পৃথিবীর প্রায় ৬৩ টা দেশের ১৫০ এর অধিক নোট রয়েছে।

ব্যাপারটা আসলেই দারুন লেগেছে। সবকিছুই মানুষ কারো না কারো থেকে দেখেই শিখে। আপনি যেমন আপনার চাচাতো ভাইয়ের থেকে এই বিষয়টি সম্পর্কে মনে আগ্রহ জাগিয়েছিলেন যে বিভিন্ন দেশের মুদ্রা আপনি সংগ্রহ করবেন।

 last year 

এই শখ টি আমারো আছে ভাইয়া। তবে আমি সংগ্রহ করি পুরানো মুদ্রা।আমার কাছেও এমন বেশ কিছু মুদ্রা আছে। নিজের মত কাউকে দেখে অনেক ভাল লাগল। আপনার সংগ্রহ আরো অনেক বৃদ্ধি পাক এই প্রার্থনা করি। ধন্যবাদ ভাইয়া আপনার শখ ও সংগ্রহ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পৃথিবীর জন্ম লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তন শুধু সামাজিক ধর্মীয় নয়, প্রতিটা ক্ষেত্রে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা সময় মুদ্রার প্রচলন ছিল সে থেকে এখন বর্তমানে নোটের প্রচলন রয়েছে। আপনি পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করেছেন। এতগুলো দেশের মুদ্রা সংগ্রহ করে রাখা দেখে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার এই শখ তার কথা শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। ছোটবেলায় এমন শখ আমারও ছিল কিন্তু পরবর্তীতে সেটা আর করে উঠতে পারিনি। এটা শুনে ভালো লাগলো যে ৬৩ টি দেশের টাকা এখন আপনার কাছে রয়েছে।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার সংগ্রহে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা। আপনি প্রায় ৭-৮ বছর ধরে টাকাগুলো সংগ্রহ করছেন আসলে অনেক ধৈর্য সম্পন্ন ব্যক্তি আপনি ভাই। আপনার কাছে ৬৩ দেশের টাকা রয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনি ২১ সালে যে এই পোস্টটি করেছিলেন হয়তো দেখেছিলাম না তবে এই পোস্টটি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো । আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 last year 

ভাই আপনার সংগ্রহে থাকা পৃথিবীর ৬৩ টি দেশের টাকা ও মুদ্রা দেখে তোমার মনটা ভরে গেলো। সেই ২০১৬-১৭ সাল থেকে শুরু করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের টাকা ও মুদ্রা গুছানো এই কাজটি বেশ দুর্দান্ত লেগেছে আমার কাছে। আসলে এটা একটা শখ। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ভাই আপনি অনেক দেশের অনেক টাকা সংরক্ষণ করেছেন বিভিন্ন জনার মাধ্যমে, বেশ ভালো লাগলো আপনার এই আজকের অসাধারণ পোস্ট দেখে কিন্তু আমি যেন খুঁজে পেলাম না আমার দেশের এক টাকার নোট! যদি হরিণ মারর্কা এক টাকার নোট এর মধ্যে থাকতো তাও জানতাম বাংলাদেশী একটা টাকা রয়েছে আপনার কাছে।

 last year 

অনেক পুরাতন মুদ্রা এবং বিভিন্ন দেশের নোট আমার কাছে ও কয়েকটি ছিল কিন্তু এখন সেগুলো আর নেই । কোথায় যে হারিয়ে ফেলেছি নিজেও জানিনা ।আসলে যে কোন জিনিস মানুষের শখে পরিণত হলে সে সেগুলো যত্ন করে রাখতে পারে। যেমনটা আপনি রেখেছেন ৬৩ দেশের নোট এবং বিভিন্ন দেশের মুদ্রা আসলে অনেক ভালো লাগা কাজ করে বিভিন্ন দেশের এই ধরনের টাকার নোট থাকলে ভালো লাগলো।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.040
BTC 100333.63
ETH 3343.54
SBD 6.28