রিয়াল মাদ্রিদ এর গোল-উৎসব।

in আমার বাংলা ব্লগ10 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ১২ ই নভেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_20231112_020057.jpg

Sportszy থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


কী অবস্থা সবার কেমন আছেন সবাই। রবিবারের উষ্ণ দিনে আপনাদের কে স্বাগতম। ইউরোপীয়ান ফুটবলে শনিবার রাত চলে গিয়েছে আজ রবিবার রাত। আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লীগ এবং লা লীগায় বেশ কিছু ভালো ম‍্যাচ আছে। তার সঙ্গে রয়েছে আমার রাইভাল দল বার্সেলোনার খেলা। কিন্তু আমার দল রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে ম‍্যাচ খেলে ফেলেছে। গতকাল শনিবার রাতে যদিও বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার হয়ে গেছিল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল লা লীগার আরেক দল ভ‍্যালেন্সিয়া এর। গত সিজেনে শেষের দিকে ভ‍্যালেন্সিয়ার মাঠে গিয়ে বর্নবাদের শিকার হয়ে কান্না করতে করতে মাঠ ছেড়েছিল ভিনিসিয়াস জুনিয়র। যাইহোক সেগুলো নিয়ে না বলি। এই সিজেনে লীগে রিয়াল মাদ্রিদের ১৩ তম ম‍্যাচ ছিল গতকাল। যদিও গতকাল রিয়াল মাদ্রিদ হয়ে ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেনি জুড বেলিংহাম।


Screenshot_20231112_020229.jpg

Screenshot_20231112_020220.jpg

Screenshot_20231112_020157.jpg

Screenshot_20231112_020152.jpg

Screenshot_20231112_020142.jpg


ম‍্যাচটা ছিল মাদ্রিদ এর ঘরের মাঠে। রিয়াল এর গোলকিপার হিসেবে গতকাল ছিল লুনিন। একেবারে চিরচেনা ফর্মেশনে ৪-৪-২ তে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম‍্যাচ শুরু হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদ যেন দূরন্ত ফর্মে ছিল। ফলাফল ম‍্যাচের দুই মিনিটেই দানি কার্ভাহাল এর অসাধারণ একটা শটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটার পেছনে ছিল জার্মান স্নাইপার টনি ক্রুস এর অসাধারণ একটা লং বল। যাইহোক গোলটা দেওয়ার পরেই মাদ্রিদ এর খেলার আরও উন্নতি হয়। কিছুক্ষণ পরেই ডি বক্সের বাইরে থেকে একটা ফ্রি কিক পাই মাদ্রিদ। ফ্রি কিক টা নেয় টনি ক্রুস। কিন্তু কপাল খারাপ ক্রস বারে লেগে প্রতিহত হয় শর্টটা। ততক্ষণে ভ‍্যালেন্সিয়াও বেশ কয়েকটা আক্রমণ করে। কিন্তু লুনিন এর অসাধারণ সেভে গোল করতে পারেনি ভ‍্যালেন্সিয়া। পরবর্তীতে ম‍্যাচের ৪২ মিনিটে গোল করে ভিনিসিয়াস জুনিয়র। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।


Screenshot_20231112_020409.jpg

Screenshot_20231112_020359.jpg

Screenshot_20231112_020350.jpg

Screenshot_20231112_020321.jpg

Screenshot_20231112_020241.jpg


তখন ঘড়িতে প্রায় তিনটা। আমার চোখে ঘুম। কিন্তু এইরকম একটা ম‍্যাচ শেষ না করে ঘুমাই কীভাবে বলেন হা হা। বিরতি থেকে ফিরেই দ্বিতীয় হাফের প্রথমেই আরও একটা অসাধারণ গোল করে ভিনিসিয়াস জুনিয়র। ম‍্যাচের ৪৯ মিনিটে অসাধারণ একটা গোল করে ভিনিসিয়াস জুনিয়র। ফলে ম‍্যাচে ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোল হয়ে যায় । এবং মাদ্রিদ ৩-০ গোলে এগিয়ে যায়। ঠিক তার পরের মিনিটেই ভ‍্যালেন্সিয়া গোলকিপারের ভুলে একটা বল পেয়ে যায় রদ্রিগো। এবং গোল করে এগিয়ে নেয় মাদ্রিদ কে। ফিনিশিং টা বেশ দারুণ করে রদ্রিগো। তারপর যথারীতি দুই দলই খেলতে থাকে। এরই মধ্যে আরও কয়েকবার গোল করার চেষ্টা করলেও সেই প্রচেষ্টা ব‍্যর্থ হয় ভ‍্যালেন্সিয়ার। কিন্তু মাদ্রিদ ততক্ষণে ৪-০ গোলে এগিয়ে ছিল।


Screenshot_20231112_021704.jpg

Screenshot_20231112_021623.jpg

Screenshot_20231112_021622.jpg

Screenshot_20231112_020049.jpg


এরপর ম‍্যাচের ৮৪ মিনিটে আরেকটা গোল করে রদ্রিগো। এই নিয়ে ম‍্যাচে জোড়া গোল করে রদ্রিগো। দুই ব্রাজিলিয়ানের জোড়া গোলে ৫-০ তে এগিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি সময় টা কার্লো আনচেলওি গুরুত্বপূর্ণ খেলোয়ার গুলোকে সাব করতে থাকে। কারণ আগে থেকেই দলে রয়েছে অনেক গুলো ইঞ্জুরি সমস্যা। কিন্তু শেষ দিকে অনেক চেষ্টার পরে একটা গোল করতে সক্ষম হয় ভ‍্যালেন্সিয়া। ম‍্যাচের ৮৮ মিনিটে গোল টা হয়। ম‍্যাচের বাকি সময়ে কোন অঘটন ঘটেনি। ফলে ম‍্যাচ শেষে ৫-১ গোলের বিশাল ব‍্যবধানে জয়লাভ করে মাদ্রিদ। এবং এই নিয়ে ১৩ ম‍্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ থেকে ৫ পয়েন্ট পিছিয়ে থাকা রাইভাল বার্সেলোনা রয়েছে তৃতীয় স্থানে। যদিও তারা একটা ম‍্যাচ কম খেলেছে। তবে সবাইকে চমকে গিয়ে এই সিজেনে অসাধারণ খেলে ১৩ ম‍্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। দেখা যাক শেষ পযর্ন্ত শীর্ষস্থানে কে থাকে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

রিয়াল মাদ্রিদ এবারের আসরে খুবই ভালো খেলছে । তাদের পারফরম্যান্স খুবই ভালো ইয়াং প্লেয়ার দ্বারা পরিপূর্ণ। সবাই খুবই ভালো পারফরম্যান্স করছে। বিশেষ করে ভিনিসিয়াস রদরি গো জুট বোলিং হাম তাদের পারফরম্যান্সে মুগ্ধ হচ্ছি ।আমিও উপভোগ করেছি আপনার রিভিউটি সেটাই প্রকাশ করে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একেবারে ঠিক বলেছেন ভাই। আশাকরি মাদ্রিদ এবার উচল এবং লা লীগা দুইটাই নেবে। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54408.81
ETH 2291.50
USDT 1.00
SBD 2.35