ইউরোপীয়ান ফুটবলে গতরাত।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইউটিউব থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন লীগের ম্যাচ। শীতের রাতে চ্যাম্পিয়ন লীগের ম্যাচ দেখার মধ্যে যেন আলাদা একটা অনূভুতি আলাদা একটা মজা রয়েছে। আন্তর্জাতিক বিরতি শেষে আবার জমে উঠেছে ইউরোপীয়ান ফুটবলের লড়াই। যদিও প্রথমদিনও বেশ কয়েকটা দল খেলেছিল। কিন্তু আমার পছন্দের দল রিয়াল মাদ্রিদের খেলা ছিল আজ। যদিও ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত দুইটার সময়। তবে তার আগে ম্যান ইউনাইটেড এর ম্যাচ দেখে সময় টা কেটে গিয়েছিল আমার। আজ আমি স্পেশালি এই দুইটা ম্যাচ নিয়ে কথা বলব। ইংলিশ প্রিমিয়ার লীগের সেটা দল ম্যান ইউনাইটেড এর সাম্প্রতিক অবস্থা খুবই করুন। চ্যাম্পিয়ন লীগ থেকে তো বাদ এখন এমন অবস্থা যে ইউরোপা লীগ টাও খেলতে পারবে না। গ্রুপ পর্বের রাউন্ড ৫ এ রিয়াল মাদ্রিদ এর ম্যাচ ছিল ইতালিয়ান জায়ান্ট নাপোলির সঙ্গে। ম্যাচ টা ছিল রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে।
মাদ্রিদে অনেক গুলো ইঞ্জুরি সমস্যা আছে। আন্তর্জাতিক বিরতিতে ইঞ্জুরিতে পড়ে দলের বাইরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। যাইহোক গতকাল রিয়াল মাদ্রিদ ৪-২-২-২ ফর্মেশনে খেলতে নামে। এবং নাপোলির ফর্মেশন ছিল ৪-৩-৩। ম্যাচের শুরুতেই মাএ ৯ মিনিটে গোল করে নাপোলি কে এগিয়ে নেয় সিমিয়নে। যদিও রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরতে সময় লাগেনি। ম্যাচের ১১ মিনিটে অসাধারণ একটা শর্টে গোল করে রদ্রিগো। অসাধারণ সময় কাটছে তার রিয়াল মাদ্রিদের হয়ে। ফলাফল ১-১ গোলের সমতা দাঁড়ায়। এরপর ২২ মিনিটে ডেভিড আলাবা এর অসাধারণ অ্যাসিস্টে হেডে গোল করে জুড বেলিংহাম। এই সিজেনে এটা তার ১৫ তম গোল। রিয়াল ম্যাচে ২-১ গোলে লিড নেয়। এরপর আর কোন গোল না হলে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলওির দল। বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটে গোল করে সমতায় ফেরে নাপোলি। তখন ম্যাচে আবার সমতা ফিরিয়ে নিয়ে আসে নাপোলি।
ম্যাচ তখন ২-২ গোলে ড্র। রিয়াল বেশ আক্রমণ চালিয়ে গেলেও গোল আদায় করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে পেজ এবং শেষের দিকে অতিরিক্ত সময় ৯৪ মিনিটে জোসেলু গোল করে আবার রিয়াল মাদ্রিদ কে দুই গোলের লিড এনে দেয়। ম্যাচে রিয়াল তখন ৪-২ গোলে এগিয়ে। এই নিয়ে চ্যাম্পিয়ন লীগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের টানা ৫ জয়। রিয়াল মাদ্রিদ যেন এককথায় অপ্রতিরোধ্য হা হা। এই নিয়ে ৫ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাদ্রিদ অপরদিকে ৭ ও ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নাপোলি ও বারগা। চ্যাম্পিয়ন লীগে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে গ্যালাটাসারির সঙ্গে ৩-৩ গোলের ড্র করেছে ম্যান ইউনাইটেড। এই ড্র তে মোটামুটি চ্যাম্পিয়ন লীগ থেকে ম্যান ইউনাইটেড ছিটকে গেল বলা যায়। ম্যান ইউ ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে নামে।
ম্যাচের শুরুতেই ১১ মিনিটে আর্জেন্টাইন ওয়ান্ডার কিড গার্নাচোর গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যান ইউ। পরে ম্যাচের ১৮ মিনিটে বুনো ফার্নান্দেজ এর গোলে আবার লিড নেয় ম্যান ইউ। এরপর ম্যাচের ২৯ মিনিটে গ্যালাটাসারির হয়ে গোল করে হাকিম জিয়াচিস। শেষ পযর্ন্ত ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ম্যান ইউ। তখন পযর্ন্ত আমার মনে হচ্ছিল না ম্যান ইউ আজকে ম্যাচটা জিতবে। বিরতি থেকে ফিরেই ৫৫ মিনিটে মিক টমিনে এর গোলে আবার এগিয়ে যায় ম্যান ইউ। ম্যান ইউ তখন দুই গোলের লিড নিয়ে ৩-১ গোলে এগিয়ে রয়েছে। এরপর ম্যাচের ৬২ ও ৭১ মিনিটে নয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে গ্যালাটাসারি। ম্যাচ তখন ৩-৩ গোলের সমতায়। পরবর্তীতে অনেক চেষ্টা করলেও কোন লাভ হয়নি। আর গোল করতে সক্ষম হয়নি ম্যান ইউ। ফলাফল ৩-৩ গোলের ড্র তে শেষ হয় ম্যাচ। এবং এই সপ্তাহের চ্যাম্পিয়ন লীগের খেলাও শেষ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গতকাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ ছিল । খেলাটি আমিও উপভোগ করেছি সত্যিই এরকম খেলা উপভোগ করতে সবাই পছন্দ করবে। অনেক রাতে খেলা দেখার অভ্যাসটা সত্যিই অনেক বড় একটি নেশা। অনেক প্লেয়ার ইনজুরি থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ খুবই ভালো খেলেছে।