ঘুমটাই নষ্ট!!

in আমার বাংলা ব্লগ9 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১৩ ই অক্টোবর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_20231013_064720.jpg

Sporszfy থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


আপনি যদি চাকরি করেন অথবা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শুক্রবার দিনটা আপনার জন্য। হ‍্যা শুক্রবার দিনটা আমার জন্য। টানা একটা সপ্তাহ ক্লাস পরীক্ষা এই সেই দিয়ে সময় পাই না। তার উপর কাজ রাত জাগা সকালে উঠা এগুলো লেগেই থাকে। শুক্রবার দিনটা স্পেশালি ঘুমের জন্য আমি রেখে দেয়। শুধু আমি না অধিকাংশই শুক্রবারে অনেক দেরিতে ঘুম থেকে উঠে। আজ শুক্রবার। যথারীতি প্ল‍্যান ছিল দেরিতে ঘুম থেকে উঠব। কিন্তু সমস্যা হলো অন্য জায়গাই। ইন্টারন‍্যাশনাল ব্রেক চলছে ক্লাব ফুটবলে। অর্থাৎ খেলোয়ার রা সব তাদের দলের হয়ে বিশ্বকাপ বাছাই বা ইউরো বাছাই খেলতে দেশে পাড়ি জমিয়েছে। আমি একজন ফুটবল ভক্ত। ফুটবল টা বেশ উপভোগ করি। আমার পরিচিত এবং আমার বন্ধুরা বলে তুই ফুটবল সম্পর্কে এতো কিভাবে জানিস এতো খবর কীভাবে রাখিস হা হা। এটা কিন্তু প্রশংসা করলাম না।


Screenshot_20231013_063226.jpg

Screenshot_20231013_063152.jpg

Screenshot_20231013_062934.jpg


যাইহোক আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার। আর যারা ফুটবল বোঝে তারা ব্রাজিলই সাপোর্ট করে। আজ সকালে দক্ষিণ আমেরিকা এর বাছাই পর্বে ব্রাজিল ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার। এবং ব্রাজিল দলে সবাই ছিল। বলতে পারেন পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে। অনেকদিন বাদে ব্রাজিল এর খেলা সেজন্য বেশ উৎসুখ ছিলাম। ব্রাজিলের খেলা ছিল আজ সকাল সাড়ে ছয়টাই একটু বেশিই তাড়াতাড়ি। বিশ্বকাপ ব‍্যর্থতার পরে ব্রাজিলের সাবেক কোচ তিতে পদত্যাগ করার পর ব্রাজিল প্রায় আট মাস কোন কোচ নিয়োগ দেয়নি। শেষ পযর্ন্ত মাস্টারমাইন্ড কোচ বস কার্লো অ‍্যানচেলওি ব্রাজিল দলের কোচ হতে রাজি হয়। তবে তিনি দায়িত্ব নিবেন আগামী বছর। এই একবছর ব্রাজিল দলের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তার খেলার কৌশল একেবারেই আলাদা। তার অধীনে গত মাসে ব্রাজিল দুইটা ম‍্যাচ বেশ ভালো খেলেছে। ব্রাজিল ভালো খেলবে সেই আশায় আজ সকালে খেলা দেখতে উঠা।


Screenshot_20231013_063057.jpg

Screenshot_20231013_063008.jpg

Screenshot_20231013_062907.jpg


খেলা দেখা শুরু করলাম। সেই চিরচেনা ফরমেশন 4-2-3-1 এ ব্রাজিল খেলতে নামল। অন‍্যদিকে ভেনেজুয়েলার দলটাও বেশ ভালো ছিল। ম‍্যাচের শুরতেই ব্রাজিল একটা অ‍্যাটাক করে। কিন্তু কোন কাজ হয়নি। পরবর্তীতে ব্রাজিল দলটা যেন একেবারে খেই হারিয়ে ফেলে। খেলোয়ারদের মধ্যে কোন বোঝাপড়া নেই তারপর পাস মিস। অ‍্যাটাকিং জোনে গিয়ে বল হারিয়ে ফেলা সবকিছুই ছিল ব্রাজিলের খেলায়। একপর্যায়ে আমার বিরক্তি ধরে গিয়েছিল। এটা কী খেলা। এভাবেই গোলশূণ‍্য ড্র নিয়ে শেষ হয় প্রথম অর্ধের ম‍্যাচ। পরবর্তী হাফে খেলতে নেমেই গোল করে ব্রাজিল। ব্রাজিল এর হয়ে গোলটা করে ডিফেন্ডার গাব্রিয়েল। গোল করলেও ব্রাজিল দলের অগোছালো খেলার উন্নতি হয়নি হা হা। এরপর ভিনিয়াস জুনিয়র একটা গোল করলেও সেটা অফসাইডের জন্য বাতিল হয়। যত টা মনে হচ্ছিল ব্রাজিল 1-0 তেই ম‍্যাচটা জিতবে। কিন্তু আমার ধারণা একেবারেই ভুল ছিল।


Screenshot_20231013_070513.jpg

Screenshot_20231013_070454.jpg

Screenshot_20231013_070248.jpg

Screenshot_20231013_070238.jpg


ম‍্যাচের একেবারে শেষের দিকে ভেনেজুয়েলা বেশ দারুণ একটা গোল করে এবং সমতা ফেরায় ম‍্যাচে। পরবর্তী সময় টুকু ব্রাজিল একটু চেষ্টা করলেও আর কোন গোল আসেনি। ফলে ঘরের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে পয়েন্ট হারালো ব্রাজিল। সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিল এর শীর্ষস্থান টাও। ব্রাজিল ফুটবল দলের এইরকম অধঃপতন আমি একেবারেই মেনে নিতে পারছি না। না একটা দল ড্র করতেই পারে সেটা কোন ব‍্যাপার না। তাই বলে এতো নিম্নমানের ফুটবল খেলবে। খেলোয়াদের মধ্যে কোন বোঝাপড়া থাকবে না এটা কখনোই আশা করি নাই। খেলার মধ্যে কোন ছন্দ নেই খেলোয়াদের মধ্যে বোঝাপড়া নেই একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা। খেলা শেষ করে ব্রাজিল দলের চেয়ে আমার নিজের উপরই বেশি রাগ হচ্ছিল। কেন ঘুম থেকে উঠে এই খেলা দেখলাম। একেবারেই বিরক্তিকর। তাই ঠিক করেছি পরের ম‍্যাচ আর এভাবে উঠে দেখব না। জানি এইটা আমি পারব না। তবে আশা করব ব্রাজিল ফুটবল দলের এই অবস্থা দ্রুতই কেটে যাবে। সেলেসাওরা আবার তাদের পুরানো রুপে ফিরবে।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

জানি ঘুমটা নষ্ট হবে তাইতো আর রাত জেগে এভাবে ভুল করে কোন খেলাধুলা আমি দেখি না। আগে আমার সত্যি ক্রিকেট খেলা দেখার প্রতি বেশ ভালই নেশা ছিল এখন সেই নেশা কবে কখন যেন কেটে গেছে। দেখলে জামের মধ্যে একটা তাড়াহুড়ো ও আফসোস কাজ করে টেনশন এক কথায়। কিন্তু ঘুম থেকে উঠলে নিউজ শোনা যায় হয় জিতেছে না হয় হেরে গেছে আর সেটা শুনেই শান্ত থাকি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66917.83
ETH 3499.90
USDT 1.00
SBD 2.89