পরিস্থিতির স্বীকার!!

in আমার বাংলা ব্লগlast month


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ২৪ ই জুলাই, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000558862.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো
আছি। এই একুশ শতকে এসে কোন দেশের সব মানুষ পুরো এক সপ্তাহ ইন্টারনেটবিহীন রয়েছে এটা একেবারে অবিশ্বাস্য একটা ব‍্যাপার। আমার মনে হয় না এটা আদেও স্বাভাবিক কোন বিষয়। কিন্তু হ‍্যা এটাই হয়েছে। পুরো একটা সপ্তাহ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল পুরো বাংলাদেশ। স্মার্টফোন কেনার পর থেকে এমন অবস্থা এই প্রথম হলো। সত্যি বলতে করোনার ঐ মহামারীর সময়েও এমন অবস্থা হয়নি। ঐসময় টা ইন্টারনেট সচল থাকাই সেরকম কিছু মনে হয়নি। কিন্তু এই সপ্তাহ পুরো অস্বস্তিতে কেটেছে। একদিকে যেমন অফিস বন্ধ তার উপর বাইরে যাওয়া একেবারে নিষেধ। সারাদিন পুরো বিরক্ত হয়েছি।

স্টিমিটে জয়েন করার পর এটাই দীর্ঘসময় আমি স্টিমিটে পোস্ট করিনি। শেষ পোস্ট করেছি গত বৃহস্পতিবার সেটাও অনেক কষ্টে। এই একটা সপ্তাহ তো কোন ইন্টারনেট নেই। এই সময় টা আমার বাংলা ব্লগ এবং স্টিমিট কে খুবই মিস করেছি। যাইহোক অবশেষে মোটামুটি ব্রডব‍্যান্ড ইন্টারনেট দেওয়া হয়েছে তবে সেটা খুবই দূর্বল। ঠিকমতো কোন কাজ হচ্ছে না বললেই চলে। প্রায় একঘণ্টা চেষ্টা করার পর স্টিমিট একাউন্টে গিয়ে নোটিফিকেশন গুলো দেখতে পেরেছি। যারা নিজের বাড়িতে ছিল গ্রামে ছিল তাদের সময় টা যে খুব ভালো কেটেছে সেটা ভালোই বুঝতে পারছি। কিন্তু আমার মতো যারা শহরে ছিল তাদের অবস্থা নাজেহাল।


1000558860.jpg


যদিও সময় টা আরও বিরক্তিকর হতে পারত আমার যদি না আমি ফোনে এবং ল‍্যাপটপে আগে থেকে কিছু মুভি ওয়েব সিরিজ ডাউনলোড করে না রাখতাম। সর্বোপরি এই কদিন মোটামুটি অনেক টা সময় বই পড়েছি। জবে জয়েন করার পর থেকে বই পড়ার সময় খুব একটা হতো না। ভার্সিটি তে ক্লাস শুরু হওয়ার পর তো বই ধরতেই পারিনি। কিন্তু এই কদিন পুরো অলস সময় কাজে লাগিয়েছি বই পড়ে। আমার পছন্দের লেখক বিভূতিভূষণ বন্দোপাধ‍্যায় এর জনপ্রিয় উপন‍্যাস চাঁদের পাহাড় টা শেষ করেছি। দুপুরের পর বই পড়া এবং রাতে ল‍্যাপটপ নিয়ে মুভি দেখতে বসে পড়া এভাবেই কেটেছে এই কটা দিন। অনেক রাত পযর্ন্ত মুভি দেখে ঘুমাতাম। ইচ্ছা করেই ঘুম থেকে দেরি করে উঠতাম এই দুপুরে ১ টা।

এটাই ছিল এই কদিনের রুটিন। তবে এই সময় টা আমার মধ্যে একটা আলাদা অন‍্যরকম শান্তি কাজ করেছে। সত্যি বলতে যে শান্তিটার খোঁজ বহুদিন থেকে হয়তো করছিলাম আমি। একটা বিষয় আমি ভেবে দেখলাম এই স‍্যোসাল মিডিয়া আমাদের জীবনের প্রতি একটা নেগেটিভিটি সৃষ্টি করেছে। যার ফলে জীবনের প্রতি আমার একটা অনীহা সৃষ্টি হয়েছিল। এই কদিন ইন্টারনেট স‍্যোসাল মিডিয়া থেকে দূরে থাকার কারণে সেটা প্রায় কেটে গিয়েছে বলতে হয়। যাইহোক এই কদিন বাংলাদেশে কী হয়েছে সেটা আর না বলি। মূহূর্তের জন্য মনে হয়েছিল বাংলাদেশে হয়তো গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। প্রতি দশ মিনিট পর পর রাস্তা দিয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর গাড়ি টহল দিচ্ছে। বাইরের কোন খবর নেই কোন আপডেট নেই।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.02
ETH 2483.87
USDT 1.00
SBD 2.37