জয় দিয়ে বছর শুরু।

in আমার বাংলা ব্লগ6 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার,৪ ঠা জানুয়ারি, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_20240104_001657.jpg

bein sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে


নতুন বছর চলে এসেছে। কিন্তু ফুটবলে চলছে পুরাতন সিজেন। অর্থাৎ ২০২৩-২৪ সিজেন। ইউরোপীয়ন ফুটবলের এই সিজেন শুরু হয় আগষ্ট মাসে। যাইহোক গতকাল বছরের প্রথম ম‍্যাচে মাঠে নেমেছিল ফুটবল ইতিহাসের সবচাইতে সফল এবং সেরা দল রিয়াল মাদ্রিদ। আর আমার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের ম‍্যাচ কী মিস করা যায় বলেন হা হা। নতুন বছরের শুরুতেই বেশ কিছু ভালো খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। কারণ ইঞ্জুরি থেকে ফিরেছে ভিনিসিয়াস জুনিয়র, চুয়োমিনি, কার্ভাহাল এবং আর্দা গুলার। কিশোর আর্দাগুলার কে জুন মাসে সাইন করালেও এখন পযর্ন্ত সে মাঠে নামতে পারেনি ইঞ্জুরির জন্য। গতকাল স্কোয়ার্ডে থাকলেও কোচ কার্লো আনচেলওি তাকে আর মাঠে নামায়নি। গতকাল রিয়াল মাদ্রিদের লীগে ছিল ১৯ তম ম‍্যাচ। ম‍্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের ১৪ তে থাকা ম‍্যালোর্কা। কিন্তু ম‍্যাচ টা মাদ্রিদ খুব সহজে জিততে পারেনি।


Screenshot_20240104_001815.jpg

Screenshot_20240104_002719.jpg

Screenshot_20240104_002953.jpg

Screenshot_20240104_001535.jpg


ম‍্যাচ টা ছিল রিয়াল মাদ্রিদের হোম ম‍্যাচ অর্থাৎ সান্তিয়াগো ব‍ান‍্যার্বুতে। ভিনিসিয়াস ফেরায় এইদিন কার্লো একটু স্বস্তিতে ছিলেন অবশ‍্য। যাইহোক গতকাল রিয়াল মাদ্রিদ ৪-৪-২ ফর্মেশনে খেলতে নামে। যেখানে কার্লো চুয়োমিনি কে সেন্টার ব‍্যাক হিসেবে নামাই। কিন্তু চুয়োমিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। অন‍্যদিকে ম‍্যালোর্কা এর ফর্মেশন ছিল ৫-৪-১। ম‍্যালোর্কা এর ফর্মেশন দেখেই বোঝা যাচ্ছে তারা ডিফেন্সিভ খেলে ড্র করতে চেয়েছিল। এবং স্বস্তির একটা পয়েন্ট নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সেটা আর হলো না। যাইহোক ম‍্যাচ শুরু হয়। ম‍্যাচের শুরুতেই ম‍্যালোর্কা এর একজন ফুটবলার কার্ভাহাল কে ফাউল করে। এবং হলুদ কার্ড পেয়ে যায়। এরপর মোটামুটি খেলা শুরু হয়। এইদিন ভিনিসিয়াস প্রথম বল ফেলে সেটা খুব সহজেই যেন হারিয়ে ফেলে। ইঞ্জুরি থেকে ফিরে প্রথম ম‍্যাচ সেজন্য মানিয়ে নেওয়া বেশ কঠিন আর কী।


Screenshot_20240104_003432.jpg

Screenshot_20240104_003710.jpg

Screenshot_20240104_003915.jpg

Screenshot_20240104_003949.jpg


খেলা চলতে থাকে। কোনমতেই ম‍্যালোর্কা রিয়াল মাদ্রিদের খেলোয়াদের বল নিয়ে ডিবক্সের মধ্যে যেতেই দিচ্ছিল না। তারা বেশ কঠিন ডিফেন্স করছিল। এরপর ম‍্যাচের ২০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটা শর্ট করে ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সেটা সেভ করে দেয় ম‍্যালোর্কা গোলাকিপার। না হলে প্রথম ম‍্যাচে এসেই গোলের দেখা পেয়ে যেত ভিনিসিয়াস জুনিয়র। এরপর অবশ্য আরও কয়েকটা সহজ সুযোগ মিস করে বসে রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা। তারা সেগুলো কে গোলে কনভার্ট করতে পারছিল না। ম‍্যালোর্কার খেলোয়ারও বেশ কিছু ভালো আক্রমণ করতে থাকে। একটা বল তো একেবারে গোল লাইন থেকে সেভ করে মাদ্রিদ গোলকিপার লুনিন। খেলা শেষ হয় প্রথমার্ধের। একেবারে গোল শূণ‍্য ভাবে শেষ হয় খেলা। দলটা যখন রিয়াল মাদ্রিদ চিন্তা কিসের বলেন। আমি জানতাম শেষ মূহূর্তে গোল হবে এবং রিয়াল মাদ্রিদ ক‍্যামব‍্যাক করবে।


Screenshot_20240104_014506.jpg

Screenshot_20240104_015413.jpg

Screenshot_20240104_015436.jpg

Screenshot_20240104_015454.jpg


দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। এই সময়ও ভিনিসিয়াস বেশ দারুণ কিছু অ‍্যাটাক করে কিন্তু কোন গোল আসেনা। কিন্তু কার্লো বেশি ঝুঁকি নেয়নি। কারণ ম‍্যালোর্কা এর খেলোয়ার রা বেশ শারীরিক খেলছিলহ সেজন্য ম‍্যাচের ৬০ মিনিটে ভিনিসিয়াস কে তুলে নেয় কার্লো। ভিনির পরিবর্তে মাঠে নামে দিয়াজ। এরপর ম‍্যাচের ৬৭ মিনিটে টনি ক্রুস এর পরিবর্তে মাঠে নামে জোসেলু। অর্থাৎ এখানে কার্লো ফর্মেশন পরিবর্তন করে। এরপর দারুণ একটা সুযোগ পাই রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটা সাইড গোলবারে লেগে প্রতিহত হয়। এরপর ম‍্যাচের ৭৮ মিনিটে লুকা মদ্রিচ এর গোলে হেডে অসাধারণ একটা গোল করে অ‍্যান্তোনিও রুডিগের। মাদ্রিদ প্রথম গোলের দেখা পাই। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ১৯ ম‍্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39