অকৃতজ্ঞ মানুষ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবকিছু ঠিক হওয়ার পরে গত সপ্তাহ থেকে ঠিকভাবে কাজ শুরু করার চিন্তা করেছিলাম এবং শুরুও করেছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার রাতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় তারপর আর নিজেকে ঠিক রাখতে পারিনি। সত্যি বলতে এমন কিছু আমি কখনও চিন্তা করিনি। কিন্তু আমার সব চিন্তা ভাবনা বিশ্বাস কে মিথ্যা প্রমাণিত করে দেয় একজন। স্বাভাবিক ভাবেই আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কিন্তু আমি খুবই চাপা স্বভাবের। আমার ভেতরে ধ্বংসযজ্ঞ চললেও আমি কাউকেই কিছু বুঝতে দেয় না। এবারেও সেটাই করি। কিন্তু যখন পুরোপুরি একা ছিলাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। ভেতরের সব কিছু বেরিয়ে এসেছে আত্ম চিৎকার এবং চোখের পানি হয়ে।
এই কদিন সবকিছু থেকেই দূরে ছিলাম। এক পাঁচদিন অফিসে যায়নি। নিজের রুমের মধ্যে শুয়ে ছিলাম। সকাল দুপুর বিকেল রাত সবকিছুই সমান ছিল আমার কাছে। আমি যার অধীনে আছি সে মানুষ হিসেবে খুব ভালো সেটা বলব না। প্রথম দিনই বেশ কয়েকবার তার ফোন পাই কিন্তু ঐদিন কারো ফোন ধরে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। পরের দিন ফোন ধরার পরে উনি বেশ কিছু কথা শুনিয়ে দেয়। কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। কারণ ততক্ষণে আমি আমার জীবন থেকে তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছি। পরবর্তীতে আমার কান্নাভেজা কন্ঠে আস্তে বলি স্যার আমার শরীর খারাপ। আমার কথাটা শুনে উনি আর কোন কথা বলেননি। বলে ঠিক আছে শরীর সুস্থ্য হলে অফিসে এসো এবং ডাক্তার দেখাও।
এই কদিন আমার খাওয়া গোসল ঘুম কোন কিছুরই ঠিক ছিল না। একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছি এবং তার মধ্যেই আছি। কথাগুলো যখন বলছি নিজে থেকেই নিজেকে অনেক অসহায় লাগছে। আপনারা মনে করতে পারেন নিশ্চিত আমি ছ্যাকা খেয়েছি। হ্যা আমার পছন্দের মানুষ টা আমাকে ছেড়ে গিয়েছে ঠিকই কিন্তু এটা ঠিক ছ্যাকা না। এটাকে বলে ধোঁকা দেওয়া। যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। যার প্রয়োজনে নিজেকে সবসময় উজাড় করে দিয়েছি সে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি। সে অনেক কাহিনী একদিন সময় সুযোগ করে বলব আপনাদের। ওর সাথে আমার সম্পর্ক টা আড়াই বছরের। এই সময়ে শত শত মূহূর্ত শত শত কথা মূহূর্তের মধ্যে সে ভুলে গিয়েছে। কথাটা আমি প্রথম জানতে পারি আমার এক বন্ধুর মাধ্যমে।
যদিও আমি প্রথম অবস্থায় বিশ্বাস করিনি। পরবর্তীতে তার কাছে জিজ্ঞেস করলে সে কিছু বলে না। অনবরত কল, টেক্সট করছিলাম কিন্তু কোনকিছুরই কোন রিপ্লাই আসছিল না। শেষে সৃষ্টিকর্তার দোহায় দিয়ে জিজ্ঞেস করি। এবং সে স্বীকার করে কিন্তু আমার অন্য কোন প্রশ্নের উওর দেয়নি সে। আসলে উওর তার কাছে ছিল না। অকৃজ্ঞদের কাছে কখনও কোন উওর থাকে না। বিগত ৫-৬ মাস ধরে আমাকে ঠকিয়ে আসছে সে। আমি শুধু বিশ্বাস করেছিলাম তাকে এটাই ছিল আমার ভুল। সত্যি কথা বলতে প্রেম ভালোবাসার বাইরে এই আড়াই বছরে আমি ওর জন্য এতোকিছু করেছি যেটা ও অস্বীকার করতে পারবে না। আমি যা করেছি এই সময়ে ওর আত্মীয়স্বজন পরিবারের কেউ ওর জন্য এতোটা করেনি। অথচ আজ আমাকে এমন বাজেভাবে রেখে গিয়েছে যেটা বলার ভাষা আমার নেই। ভালোবাসার মানুষ হিসেবে সে কেমন সেটা পরের কথা তবে মানুষ হিসেবে সে একজন অকৃতজ্ঞ। সাধারণ বিবেক থাকলে মনুষ্যত্ব থাকলে আমার সাথে এমনটা করতে পারত না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই ভেঙ্গে পড়বেন না। জীবন চলার পথে এরকম পরিস্থিতি হয়ত আরো আসতে পারে। আর এগুলোই লাইফের পার্ট। সবকিছু মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। যে আপনাকে ধোকা দিয়েছে, সেও হয়ত কোন পরিস্থিতিতে পড়েছে! তার মঙ্গল কামনা করুন। নিজেকে শক্ত করুন। সব ঠিক হয়ে যাবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই আপনার পোস্ট টি পড়ে খুবই খারাপ লাগলো।যার জন্য এত কিছু করলেন সে আপনার সাথে এমন করলো।আসলেই মানুষ যার জন্য করে বেশি সে কষ্ট দেয় বেশি।ধন্যবাদ ভাইয়া পোস্ট তো শেয়ার করার জন্য।
সবার জীবনেই ভাই এরকম সময় আসে সুতরাং আপনি হতাশাগ্রস্ত হবেন না। আপনার আড়াই বছরের সম্পর্ক নষ্ট হলো, কিন্তু অনেকে আছে যাদের সম্পর্ক ১০ থেকে ১২ বছরের হয়, তাদেরও সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনার জীবনে যে থাকার সে এমনিতেই থাকবে। আর যে চলে যাওয়ার সে কোন কারণ না দেখাতে পারলেও চলে যাবে। সুতরাং এসব নিয়ে চিন্তা না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন ভাই।
আমার মনে হয় প্রতিটা ছেলের জীবনেই এমন একটা ঘটনা থাকে যেটা শুধুমাত্র মেয়েদের কারণেই হয়। শতকরা ৯০% মেয়েরাই সুবিধাবাদী আর স্বার্থপর হয়। যাই হোক যে অবস্থায় আছো নিজেকে স্বাভাবিকভাবে পরিবেশন করার চেষ্টা করো। যে চলে যাওয়ার সে তো চলেই যাবে, ভুল মানুষের জন্য দুঃখ পাওয়া বোকামি।