ম‍্যানচেস্টার ডার্বি!!

in আমার বাংলা ব্লগ4 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ৪ ঠা মার্চ , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


Screenshot_2024-03-04-17-54-07-540_com.google.android.youtube.jpg

Mancity এর অফিশিয়াল ইউটিউব চ‍্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


ইদানিং সেরকম ফুটবল ম‍্যাচও দেখা হয় না। বিশেষ করে দুইটা কারণে। উচল আপাতত বন্ধ আছে পাশাপাশি সেরকম কোন জমজমাট ম‍্যাচ নেই। আর সবচাইতে বড় কথা ভালো না লাগা। কিন্তু গতকাল ইংলিশ প্রিমিয়ার লীগের ম‍্যাচ টা না দেখলে সত্যি অনেক কিছুই মিস করতাম। আর ম‍্যানচেস্টার ডার্বি মানেই ঐতিহাসিক কিছু বিশেষ কিছু। ইংল‍্যান্ড এর ম‍্যানচেস্টার শহরের দুইটা ক্লাব ম‍্যানচেস্টার ইউনাইটেড এবং ম‍্যানচেস্টার সিটি। এদের রাইভাল বললেও ভুল হবে না। যদিও ম‍্যানচেস্টার ইউনাইটেড ঐতিহাসিক ক্লাব হলেও সিটি সেটা নয়। কিন্তু বতর্মানে ইংলিশ প্রিমিয়ার লীগ সহ বিশ্বের সেরা ক্লাব সিটি। গতকাল ছিল তাদের ম‍্যাচ। ম‍্যাচটা ছিল ম‍্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদে। সবদিক বিবেচনায় ম‍্যান সিটি অনেক টা এগিয়ে ছিল।


Screenshot_2024-03-04-17-54-24-658_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-54-21-732_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-54-16-316_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-54-10-758_com.google.android.youtube.jpg


ম‍‍্যাচ টা ছিল বাংলাদেশ সময়ে রাত সাড়ে নয়টাই। ফুটবল ম‍্যাচ দেখার জন্য একেবারে উপযুক্ত সময় বলতে পারেন। গার্দিওলা সবসময় নতুন কিছু দেখিয়ে থাকে। এই ম‍্যাচে পেপ এর ফর্মেশন টাও সেরকমই ছিল। ম‍্যানসিটি ৩-২-৪-১ ফর্মেশনে খেলতে নামে। অন‍্যদিকে ম‍্যান ইউনাইটেড এর ফর্মেশন ছিল ৪-২-৩-১। তবে এক্ষেত্রে আমি অবাক হয়েছি গতকাল ম‍্যান ইউ কোচ এরিক টেন হ‍্যাগ ব্রুনো ফার্নান্দেজ কে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলিয়েছে। ব্রুনো হলো একজন মিডফিল্ডার। যাইহোক ম‍্যাচ শুরু হয়। এবং ম‍্যাচের শুরুতেই ব্রুনো ফার্নান্দেজ এর বাড়িয়ে দেওয়া বলে ডি বক্সের বেশ খানিক টা বাইরে থেকে অসাধারণ এক শর্টে গোল করে মার্কাস রাশফোর্ড। ম‍্যাচের মাএ ৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ম‍্যান ইউনাইটেড।


Screenshot_2024-03-04-17-55-21-979_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-19-727_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-12-275_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-09-563_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-54-53-524_com.google.android.youtube.jpg


এরপর খেলা চলতে থাকে। কিছুক্ষণ পরেই আরও একটা সুযোগ পাই রাশফোর্ড কিন্তু সুযোগ টা একেবারে হাতছাড়া করে দেয়। যেটা একেবারেই অনাকাঙ্খিত ছিল। এরপর অবশ‍্য ম‍্যান সিটি বেশ কিছু আক্রমণ করতে থাকে কিন্তু কোন লাভ হচ্ছিল না। ম‍্যাচের একপর্যায়ে আরলিংলিং হ‍্যালান্ড একেবারে সহজ একটা সুযোগ মিস করে। যেটাকে বলা হচ্ছে তার ক‍্যারিয়ারের সবচাইতে বাজে মিস। সত্যি বলতে এইরকম গোল তার কেন কারোরই মিস কররা কথা না। ধীরে ধীরে ম‍্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নিচ্ছিল ম‍্যান সিটি। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। ফলাফল ১-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে আমি মোটামুটি নিশ্চিত ছিলাম দ্বিতীয়ার্ধে ম‍্যান ইউ আর আটকাতে পারবে না সিটি কে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ম‍্যাচের ৫৬ মিনিটে ফোডেন এর দারুণ গোলে ম‍্যাচে সমতায় ফেরে ম‍্যান সিটি।


Screenshot_2024-03-04-17-55-49-467_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-47-827_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-42-175_com.google.android.youtube.jpg

Screenshot_2024-03-04-17-55-39-692_com.google.android.youtube.jpg


তারপর থেকেই ম‍্যাচে একক আধিপত্য বিস্তার করতে থাকে ম‍্যান সিটি। ম‍্যাচের ৮০ মিনিটে রদ্রির অ‍্যাসিস্টে আবার গোল করে ফোডেন। ফোডেন এর দ্বিতীয় গোলে ম‍্যাচে ২-১ গোলে এগিয়ে যায় ম‍্যান সিটি। যদিও এই ম‍্যাচে রেফারির বিরুদ্ধে ম‍্যান ইউনাইটেড সমর্থকদের একটা অভিযোগ ছিল। এরপর পর ম‍্যাচে অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে গোল করে দলকে ৩-১ গোলের লিড নিয়ে এসে দেয় আরলিং হ‍্যালান্ড। পরবর্তী আর কোন গোল হয়নি। মোটামুটি কাঙ্ক্ষিত দল হিসেবেই ম‍্যাচটা জিতে নেয় ম‍্যান সিটি। প্রিমিয়ার লীগের লীগ টেবিল যেন নাটকীয়। সমান ২৭ ম‍্যাচে খেলে ৬৩ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল এবং এক পয়েন্ট কম নিয়ে লিভারপুল এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম‍্যানসিটি। তবে আমার মনে হচ্ছে লীগটা এবারও ম‍্যানসিটিই নেবে। আপনার কী মনে হয়??



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ম্যানচেস্টার ডার্বি আর আগের মত জমে উঠে না। খেলাটা এরকম হবে আশা করিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম এবছর খুবই খারাপ। অন্যদিকে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত ফর্মে রয়েছে। আশা করা যায় এবার চ্যাম্পিয়ন হবে। যদিও তুমি জানো আমি ম্যানচেস্টার সিটির বিশাল এক ভক্ত। তবে খেলাটা দেখে তেমন মজা পাইনি এক পেসে হয়ে গেছে। তোমার রিভিউ টা খুবই সুন্দর লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

গতরাতে দুই ম্যানচেস্টার এর খেলা দেখেছিলাম আসলে অনেক সুন্দর এবং জমজমাট খেলা হয়েছিল। যদিও ম্যানচেস্টার সিটি প্রথমের দিকে গোল খেয়ে ফেলেছিল তারপরও আমার আত্মবিশ্বাস ছিল যে তারা শেষ পর্যন্ত জয়লাভ করবে। আজ শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41