পানির দামে ডিম!!!

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ২১ ই আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


eggs-944495_1280.jpg

Source


বাংলাদেশে এখন অনেক আলোচিত একটা বিষয় হলো ডিম। সামান্য একটা খাবার এই ডিম নিয়েও চলছে সিন্ডিকেট। প্রতিটা ইলেকট্রনিক মিডিয়া পএিকা এটা নিয়ে নিউজ করছে। আবার এটা নিয়ে স‍্যোসাল মিডিয়ায় ঝড় উঠেছে। একটা ডিমের দাম ১২-১৫ টাকা বতর্মানে বাংলাদেশে। তাহলে এক ডজন ডিমের দাম পড়ে যাচ্ছে প্রায় ১৪০-১৬০ টাকার মতো। তবে জায়গা ভেদে কিছুটা ভিন্ন হতে পারে এই দাম। আবার বাংলাদেশে বোতলজাত করা পানির দামও ঐরকম। তো আমাদের বাংলাদেশের কোনো এক উচ্চপর্যায়ের নেতা বলেছেন আমরা তো পানির দামে ডিম খাচ্ছি। বিষয়টি আসলেই বেশ হাস‍্যকর। সেজন্যই আজকে আমার পোস্টের টাইটেল এটা পানির দাম ডিম না ডিমের দামে পানি!! বাংলাদেশকে মধ‍্যম আয়ের দেশ বলা হলেও আমাদের দ্রব‍্যমূল‍্যের উর্ধগতির জন্য ধনী রা বেশ স্ব‍াচ্ছ‍্যেন্দে জীবন যাপন করতে পারলেও মধ‍্যবৃও এবং গরীবেরা পড়ে যাচ্ছে বিপদে।

আমার মনে হচ্ছে আমার বয়স যখন ৯-১০ বছর এই আজ থেকে দশ বছর আগে তখন ডিম ২৪-৩০ টাকা হালি এইরকম ছিল। ডিম এমন একটা খাবার যেটা গরীবের আমিষের এবং পুষ্টির চাহিদা অনেক পূরণ করতে ভূমিকা রাখে। আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপনের কোনো উন্নতি হয়নি আরও অবনতি হয়েছে। নিত‍্যপ্রয়োজনীয় প্রতিটা খাবারের দাম অনেক বেড়ে গিয়েছে। কিন্তু সেই তুলনায় গরীব দিনমজুর মধ‍্যবৃওদের আয় বাড়েনি। এসবের পেছনে রয়েছে একটা অনেক বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে আছে উচ্চপর্যায়ের নেতা রা। সেজন্যই প্রশাসন এদের বিরুদ্ধে যথাযথ ব‍্যবস্থা নিতে পারছে না। যদি একেবারে কৃষক এবং ক্রেতার মধ্যে থেকে সব তৃতীয় পক্ষকে সরিয়ে দিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়া যায় তাহলে কৃষক যেমন তার ফসলের সঠিক মূল‍্য পাবে ঠিক তেমনি ক্রেতাও কম দামে পাবে। বিষয়টা এমন ডিম পাড়ে হাঁসে আর খাই বাঘডাসে। এদেশে উদ‍্যোক্তা থেকে দালালের দাম বেশি।


money-3496723_1280.jpg

Source


দ্রব‍্যমূলের এই উর্ধগতির জন্য আমাদের দেশের নেতারা একটা সহজ বিষয় বলে দিচ্ছে যে ইউক্রেন রাশিয়া এর যুদ্ধের জন্য সব জিনিসের দাম বেশি। কচু বা কচুরমুখী এটা বেশ সহজলভ‍্য খাবার ছিল এতদিন। তবে এইবার সেই কচুরমুখীর দামও প্রায় ৮০-১০০ টাকা কেজি। এবার বলেন ঐ কচুরমুখী কী রাশিয়া থেকে আসে যে ঐটার দাম বেশি। এই কথাটা এখন স‍্যোসাল মিডিয়ায় বেশ শোনা যাচ্ছে। এভাবেই চলছে। কিন্তু এভাবে আর কতদিন বলেন! দ্রব‍্যমূল‍্যের এই উর্ধগতির জন্য সাধারণ মানুষের জীবনে ক্রমেই দূর্ভোগ বাড়ছে। এভাবে চলতে থাকলে দেশে দূর্ভিক্ষ হতে সময় লাগবে না।

এখন এই সমস্যা টা যে ক্ষণস্থায়ী সেটা না। এই সমস্যা টা ক্রমেই বেড়েই চলেছে। আমাদের দেশের মানুষের মধ্যেই একটা প্রবৃওি আছে আমরা এখন যে যাই বলি না কেন যখন যে ক্ষমতাই যাবে সেই এটা করবে। এটা আমাদের জ্বীনে মিশে গেছে বলা যায়। সবাই শুধু নিজেদেরই চিন্তা করে কেউ দেশের মানুষের কথা ভাবে না। সবাই নিজের আখেড় গোছাতে ব‍্যস্ত। বাঙালীরা একসময় দেশের স্বাধীনতার জন্য ভাষার জন্য নিজের জীবন দিতে দুই বার ভাবেনি। কিন্তু আজকের বাঙালীদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। দেশের মানুষের নিয়ে কোন ভাবনা নেই। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কারা করছে এই পাচার। সরকার বা কতৃপক্ষ কী জানে না!! আবার হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি চলছে। এইগুলোরও কোনো উপায় নেই। এইভাবেই চলে যাচ্ছে আমাদের এই জাতিটা।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 last year 

আগের দিন বদলে গেছে ভাই। দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি মনে হচ্ছে না কিছুদিন পরে আর ভাত পেটে যাবে।
একদম ঠিক বলেছেন পানির দামে ডিম খাচ্ছি ১ লিটার পানির দাম ১৫ টাকা একটি ডিমের দামও ১৫ টাকা।
সত্যি বিষয়টা কিন্তু ভাববার বিষয় লোকে বুঝতেছে না তাই এত ডিম নিয়ে ভেবে যাচ্ছে।
দারুন কিছু কথা শেয়ার করেছেন খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কি আর বলবো ভাই দেশটা চলে যাবে রসাতলে। মধ্যবিত্তার গরিবরা না খেয়ে মরবে। পণ্যের এরকম ঊর্ধ্বগতির কারণে মোটামুটি সবাই কষ্ট পাচ্ছে এর কোন নির্দিষ্ট সমাধান নেই।

 last year 

ঠিক বলেছেন ভাই। বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং অপরদিকে সাধারণ মানুষের শ্রমের কোন উন্নতি হয়নি।

তবে প্রতিটি ক্ষেত্রে যখন একজন শ্রমিককে বাজারে গিয়ে বাজার করতে হচ্ছে তাকে প্রতিনিয়ত পরিবারের অসহ্য ঝামেলা সহ্য করতে হচ্ছে। শুধু ডিম নয় প্রায় প্রতিটি পণ্যের উদগতির ফলে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সকল মানুষগুলোকে।

তবে দেশেরই পরিস্থিতি ঠেকাতে অবশ্যই প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরপক্ষে এটা ঠিক কথা যে নেতারাই বাজার দখল করে বসে আছে সেখানে প্রশাসনের কিছুই করার নাই।

 last year 

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সবকিছু অস্থিতিশীল। ভাই আপনার টাইটেলটা দেখে তো আমি সত্যি ভেবেছিলাম পানির দামে হয়তো কোথাও ডিম কিনতে পাওয়া যাচ্ছে। আসলে বর্তমানে কিছু কিছু উচ্চ পর্যায়ে নেতাদের এ ধরনের হাস্যকর কথা বলতে দেখা যাচ্ছে। বর্তমানে আমাদের দেশে পণ্য দব্যের দাম গুলো যদি স্থিতিশীল হতো তাহলে বেশ ভালো হতো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44