আমার দেখা ভিন্ন জগৎ-(পঞ্চম পর্ব)🥺 -by @dmaherban|| ১০%shy-fox এবং ৫% abb-school এর জন্য।
আপনারা বিশেষভাবে অবগত যে, বর্তমানে দ্রব্যমূল্যর অস্বাভাবিক বৃদ্ধি, মুদ্রাস্ফিতি এবং করোনা পরিস্থিতি, বহির বিশ্বে, যুদ্ধ-বিধ্বস্ততার কারণে, মানুষ তার স্বাভাবিক কার্যক্রম, আগের মত প্রফুল্ল-চিত্তে এবং একই ধারাবাহিকতায় চলমান রাখতে পারছেন না। তৎসংলগ্ন ব্যক্তিবর্গদের মধ্যে আমিও একজন। 🏌️
এরপরেও সময়ের স্রোতে ভাসমান কর্মজীবনের মধ্যেও মনকে একটু মানসিকভাবে প্রশান্তি দিতে গিয়েছিলাম রংপুর বিভাগের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র ও পর্যটন শিল্প ভিন্ন জগৎ 🦖 সেখানকার কৃত্রিমভাবে তৈরিকৃত ও আলোক সজ্জিত, বিষয়বস্তু, আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি মাত্র। তাই এ পর্যন্ত আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার স্মৃতিগুলোকে ধারণ করে, আপনাদের সামনে যা উপস্থাপন করেছিলাম, তার লিংকগুলো আপনাদের দৃষ্টিগোচরে পুনরায় পদার্পণ করলাম। এই সুযোগে, আপনারাও চাইলে দ্বিতীয়বারের মতো, আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, ভিন্ন জগতের, ভিন্ন-রকম অনুভূতিগুলো, পুনরায় বা নতুন ভাবে, উপলব্ধি করতে পারেন।📍
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(দ্বিতীয় পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(তৃতীয় পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(চতুর্থ পর্ব)
আমি ইতিমধ্যে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ১০০ একর জমির মধ্য বৃহদায়তন জায়গা জুড়ে, বিসৃত এই পর্যটন শিল্প, যেখানে রয়েছে দেখার মত অনেক কৃত্রিম নিদর্শন। এর মধ্যে কৃত্রিমভাবে তৈরিকৃত মৎস্য জাদুঘর।
Device : Redmi Note 8
what 3words Location
হয়তোবা কিছু বছর আগে, এসব জায়গায় ঘুরতে ও দেখতে আসতো হাজারো মানুষ। কিন্তু বর্তমান সময়ে যেদিকেই ক্যামেরার মাধ্যমে স্মৃতিগুলোকে আবদ্ধ করি সেদিকেই মনে হচ্ছে জন মানবহীন বিশাল বড় এলাকায় পথ হারিয়ে ফেলার মত ঘুরছি ও বিভিন্ন বিষয় অদ্ভুতভাবে চোখের সামনে প্রদর্শিত হচ্ছে।
Device : Redmi Note 8
what 3words Location
জনমানবহীন সুবিশাল এই বিনোদন কেন্দ্রে, তারপরেও একটু ইনকাম ও নিজেকে স্বাবলম্বী করার জন্য দেখতে পেলাম একজন ফেরিওয়ালাকে।
Device : Redmi Note 8
what 3words Location
তিনি অত্যন্ত চমৎকারভাবে নিজেকে সাজিয়েছেন। হাতের মধ্যে বাঁশের তৈরি বিশাল আকৃতির দন্ডতে, বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝুলিয়ে রেখেছেন খেলনা সহ হরের রকম আকর্ষণীয় কিছু জিনিসপত্র। দেখতে বেশ চমৎকার লাগছিল। এই বিনোদন কেন্দ্রে তেমন পর্যটক না থাকার কারণে। বেচা-কেনা তেমনটা না হওয়ায় তার অনুভূতিগুলো যেন আমি বুঝতে পারছিলাম।
Device : Redmi Note 8
what 3words Location
প্রচন্ড রোদ সেই সাথে তিক্ত অনুভূতি। যাইহোক মৎস্য জাদুঘরে প্রবেশ করে দেখলাম, সেখানে কৃত্রিম ভাবে তৈরি কিছু মাছ চোখের সামনে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে সু-বিশাল আকৃতির, এই মাছ গুলো, বহুদূর থেকে দেখতে অনেকটা অরিজিনাল মনে হয়।
Device : Redmi Note 8
what 3words Location
যাইহোক মৎস্য জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে দেখতে পেলাম মনুষ্য তৈরিকৃত, স্থলভাগে প্রদর্শিত বিভিন্ন আঙ্গিকে বাস্তবসম্মতভাবে তৈরি কৃত কৃত্রিম এই মৎস্য যার সৌন্দর্য আপনাদের সামনে ধারণ করলাম।
Device : Redmi Note 8
what 3words Location
বিশাল আয়তনের, এই পর্যটন কেন্দ্রে খুব বেশি পর্যটক না থাকার কারণে, সাধারণ মানুষ এসব জায়গায় প্রবেশ করে, কেউ কেউ আবার পশুর জন্য ঘাস কেটে নিয়ে যায়।
Device : Redmi Note 8
what 3words Location
যাই হোক অপরূপ সৌন্দর্য এবং বিশাল এই লেকের সামনে প্রদর্শিত মৎস্য জাদুঘর দেখে এবং এই স্থানে থাকা খুব সুন্দর দোলনার মধ্যে বসে, নিজ মস্তিষ্ককে প্রশান্তি দিলাম।
Device : Redmi Note 8
what 3words Location
দেখার মত সৌন্দর্য ও কৃত্রিমভাবে মনুষ্য তৈরি, মাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা এতটা সহজ ব্যাপার মনে হচ্ছে না। এরপরেও ভ্রমণপিপাসু ব্যক্তিবর্গগণ ভিন্ন জগতের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে এসে থাকেন। সৌন্দর্যমন্ডিত কৃত্রিম এই মৎস্য গুলো দেখে মনে হচ্ছিল, এ যেন স্থলভাগে মৎস্যজগতের রাজত্ব চলছে।
Device : Redmi Note 8
what 3words Location
ভিন্ন জগতে এসে যতই সামনে এগোচ্ছি, অপরূপ প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, মনকে বিমোহিত ও প্রাণবন্ত করে তুলছে। সেই সাথে বর্ষার সময়ও প্রবল দাবদহ ও প্রখর রুদ্র একটু পরপর পিপাসিত করে তুলছে। এরপরেও থেমে নেই, অপরূপ সৌন্দর্যের লীলাভূমির অপরূপ সৌন্দর্য ক্যামেরায় ধারণ।
Device : Redmi Note 8
what 3words Location
Device : Redmi Note 8
what 3words Location
Device : Redmi Note 8
what 3words Location
যাইহোক বৃহদায়তনের দৃষ্টিনন্দন প্রকৃতির মধ্যে, দীর্ঘ সময় অতিবাহিত করে আপনাদের সামনে, দৃষ্টিনন্দন জায়গাগুলো ও এর অনুভূতি, আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষুদ্র প্রয়াস আজকের মত এ পর্যন্তই। দেখা হবে একটু ভিন্ন আঙ্গিকে আমার দেখা ভিন্ন জগতের ষষ্ঠ পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ। 🧞
ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন
আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Thanks for supporting me.
@dmaherban
টাইটেল এটা লেখার দরকার নেই।
ঠিক আছে আপু। সুন্দর গাইড লাইন ও দিক নির্দেশনার জন্য, ধন্যবাদ।