শখের গাছ কেনার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি শখের কিছু গাছ কেনার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি।
গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ থাকার কারণেই আমরা অক্সিজেন পাই, শ্বাস প্রশ্বাস নিতে পারি।গাছ মানুষের মনকে শান্তি দেয়, গাছের সবুজ পাতা চোখ কে আরাম দেয়, যা আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে চলতে সহায়তা করে।
গাছ লাগানোর শখ আমার অনেক আগে থেকেই।আমার বাসার বারান্দায় সবসময়ই কমবেশি গাছ থাকে।গাছ নিয়ে অনেক গুলো পোস্ট আমি শেয়ার করেছিলাম তা হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন।আমার নিজ এলাকা গোবিন্দগঞ্জ এ থাকাকালীন সময়ে অনেক ধরনের গাছ ছিলো কিন্তু বড় মেয়ের এসএসসি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত হয়ে যাওয়ার পর ঠিকঠাক মতো গাছের যত্ন নিতে পারিনি আর তাই আস্তে আস্তে গাছ গুলো মারা যেতে লাগলো।আর একটা সময় গিয়ে আমার বারান্দা গাছহীন মরুভূমির মতো হয়ে গেলো।
গাছ ছাড়া বারান্দায় গেলেই মনের মধ্যে কেমন জানি করতো খুবই খারাপ লাগতো বিকেলের সময় টা আমি বেশিরভাগ সময় গাছের যত্ন করে সময় পার করতাম।মেয়ের কলেজে ভর্তি, জায়গা পরিবর্তন এসব চিন্তা করেই আর নতুন করে গাছ লাগানো হয়নি।ভেবেছিলাম একবারে নতুন জায়গায় এসেই আবারও নতুন করে শখের গাছ লাগাবো।বগুড়ায় আসার পর থেকেই গাছ লাগানোর কথা ভাবছিলাম কিন্তু ফুলের গাছ কোথায় কিনতে পাওয়া যায় তা জানতেই বেশকিছুদিন সময় লেগে গেলো।
সেদিন একটা দোকানে রং কিনতে গেছিলাম সেই দোকানে দেখলাম অনেক ধরনের ফুলের টব।আর ওগুলো দেখেই তো মনটা কেমনজানি আকুপাকু করতে লাগলো কেনার জন্য।লোভ সামলাতে না পেরে ছোট ছোট চার টা টব কিনেই ফেললাম।তখন দোকানদারকে জিজ্ঞেস করলাম ফুলের গাছ কোথায় কিনতে পাওয়া যায়?তখন উনি দুই তিনটা জায়গার নাম বললো আর শেষে বললো বগুড়া সাত মাথায় ফুলপট্টি আছে সেখানেও অল্প স্বল্প কিছু গাছের দোকান আছে।ওনার কথা শুনে আর দেড়ি না করে পরেরদিনই চলে গেলাম গাছ কেনার উদ্দেশ্যে।ওখানে গিয়ে দেখলাম আমার পছন্দসই সবধরনের গাছই আছে বরং আরও বিভিন্ন রকমের গাছ আছে।কয়েকটা দোকান ঘুরে ঘুরে পছন্দসই কিছু গাছ কিনে ফেললাম।
গাছ কেনার মুহূর্ত গুলো দেখতে ভিডিও টি দেখুন।
আশাকরি আপনাদের ভালো লেগেছে?সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি।গাছ লাগানো এবং বারান্দায় কিভাবে সাজিয়েছি সেই মুহূর্ত গুলো দেখতে হলে সাথেই থাকুন।
ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমারও দিদি আপনার মত বাড়ির ছাদে কিংবা বারান্দায় গাছ লাগানোর অনেক শখ। তবে সময় সুযোগ হয় না। এজন্য হয়তো তেমন একটা লাগানো হয় না গাছ। যাইহোক, আপনি আপনার পছন্দমত গাছ খুঁজে পেয়েছেন জেনে খুব খুশি হলাম। তাছাড়া আপনার ভিডিওগ্রাফি টা দেখেও বুঝতে পারলাম কত ধরনের গাছ ছিল সেখানে।
গাছ লাগানোর শখ আমার সেই অনেক আগে থেকেই দাদা।গাছ লাগানো গাছের যত্ন নেওয়া সবকিছুর মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়।আপনারও প্রিয় শখ জেগে খুশব হলাম দাদা।অনেক অনেক ধন্যবাদ দাদা।