পলিমার ক্লে দিয়ে বানানো "মিনি বার্গার"🍔🍔
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি পলিমার ক্লে দিয়ে বানানো মিনি বার্গার এর পোস্ট টি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার পর বেশ কিছু জিনিস নতুন নতুন করছি, শিখছি। যা হয়তো এই কমিউনিটিতে জয়েন না করলে জীবনে কখনো জানাই হতো না। মানুষের চেষ্টা এবং ইচ্ছে থাকলে নিত্য নতুন অনেক জিনিস নিয়েও এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। কমিউনিটিতে আসার পর থেকে অনেকেরই অনেক রকমের দক্ষতা দেখে আসছি তখন মনে হয় আমার আরও কতো কিছু শেখার বাকি আছে।প্রতিনিয়ত দেখছি আর প্রতিনিয়ত নতুন নতুন শিখছি।বড় মেয়ে হাতের কাজে মোটামুটি পারদর্শী আছে তাই এই ধরণের কাজ গুলো ও করার চেষ্টা করে তাই আমার আর করা হয়ে থাকে না।আজকের মিনি বার্গার টিও বড় মেয়ে তার নিজের হাতে বানিয়েছে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক..।
উপকরণ
পলিমার ক্লে
ক্লে টুলস
কাঠের বোর্ড
প্রথম ধাপ
হলুদ ও কফি কালারের পলিমার ক্লে একসাথে মিশিয়ে বার্গারের বানের কালার করে নিয়েছে।
দ্বিতীয় ধাপ
এখন হাত দিয়ে গোল করে বার্গারের বানের সেপ করে নিয়েছে।
তৃতীয় ধাপ
এখন সবুজ কালার ক্লে দিয়ে লেটুস পাতা বানিয়ে নিয়েছে।
চতুর্থ ধাপ
এখন লাল কালার ক্লে দিয়ে টমেটো বানিয়ে নিয়েছে।
পঞ্চম ধাপ
এবার কালো ও কফি কালার ক্লে মিশিয়ে পেটি বানিয়ে নিয়ে ও তার ওপর দিয়ে মাংসের পেটির মতো ডিজাইন করে নিয়েছে।
ষষ্ঠ ধাপ
এবার সবুজ কালার ও সাদা কালার ক্লে দিয়ে শশা বানিয়ে নিয়েছে।
সপ্তম ধাপ
এবার সবগুলো সবজি মাংসের পেটি বান সুন্দর করে একে একে বসিয়ে নিয়েছে।
অষ্টম ধাপ
এবার সাদা ক্লে দিয়ে তিল বানিয়ে বার্গারের উপরে বসিয়ে নিয়েছে। আর এভাবেই তৈরি হয়ে গেলো পলিমার ক্লে দিয়ে বানানো মিনি বার্গার টি।
ফাইনাল লুক
ভিডিও লিংক
বাহ ক্লে দিয়ে দেখি খাবারের জিনিসও বানিয়ে ফেলেছেন, হিহিহি। যাইহোক অনেক সুন্দর হয়েছে ক্লে আপনার তৈরি মিনি বার্গার।ক্লে দিয়ে এত সুন্দর একটি বার্গার তৈরি করেছেন যা আসলেই অনেক প্রশংসনীয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
যদি খাওয়া যেতো তাহলে আরও একটু ভালো হতো তাই-না ভাইয়া.?সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কয়েকদিন থেকেই ভাবছিলাম ক্লে দিয়ে বার্গার তৈরি করবো। আর আজকে আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে দেখতে। দেখতে একেবারে সত্যিকারের বার্গারের এর মতই লাগছে। অনেকে তো ভুল করে খেতে চাইবে আপু।
সরি আপু আপনার আগেই আমরা বানিয়ে ফেললাম..।😥অনেক দিন ধরেই আমিও ভাবছিলাম ক্লে কিনবো কিন্তু কেনাই হচ্ছিলো না সেদিন হঠাৎ করেই কিনে ফেললাম আর মেয়ে বার্গার বানিয়ে ফেললো।হ্যাঁ আপু দেখতে সত্যি বার্গারের মতোই লাগছে আপু তাই যে কেউ ভুল করতেই পারে..।😅 ধন্যবাদ আপু।
আমি তো প্রথমে মনে করেছিলাম সত্যি সত্যি এই বার্গার স্থান থেকে কিনে খেয়েছেন। ঠিক তেমনি হয়তো একটা ব্লগ শেয়ার করেছেন আজকে। এরপর দেখলাম অসাধারণ একটি ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। চমৎকার হয়েছে কিন্তু আপু। আমি তো দেখে পুরাই মুগ্ধ হলাম এত সুন্দর কাজ দেখে।
জ্বি ভাইয়া দেখতে একেবারে সত্যিকারের বার্গারের মতোই লাগছে।অসম্ভব সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার মিনি বার্গার তৈরি করাটা বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন তৈরি করার কার্যক্রম। এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ ছিল আপু আপনার এই বার্গার তৈরি।
আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপু আমি তো প্রথম দেখায় এটাকে সত্যিকারের বার্গার মনে করেছিলাম। সত্যি অসাধারণ হয়েছে আপনার বড় মেয়ের কাজ। দারুন বানিয়েছে । ক্লে দিয়ে এত চমৎকার বার্গার তৈরি করা যায় এটি আমার জানা ছিল না। দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায় আপু,চেষ্টা করে দেখবেন খুব সহজেই অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারবেন।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।
টুইটার লিংক
ঐশী এসব কাজে খুব পারদর্শী তাই আপনার ইচ্ছে থাকলেও কটা হয় না কারণ ঐশী করে ফেলে।পলিমার ক্লে দিয়ে বানানো মিনি বার্গারটি একদমই অরিজিনাল বার্গার মনে হচ্ছে। ক্লে দিয়ে আমারও খুব ভালো লাগে কিছু বানাতে।আপনি ক্লে দিয়ে মিনি বার্গার টি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে বার্গার বানানো পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।
ও মোটামুটি হাতের কাজগুলো ভালোই করার চে করে,আর তাই আমি অলসতার কারণে হাত লাগাই না আর সেজন্য কখনো করাও হয় না।তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।
আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা বার্গারের ফটোগ্রাফি হবে। কিন্তু পরে দেখি এটি ক্লে দিয়ে তৈরি করা একটা বার্গার। বার্গারটা কিন্তু একেবারে সত্যিকারের মনে হচ্ছে। অনেক সুন্দর হয়েছে এই বার্গারটা। বার্গার তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে শেয়ার করেছেন, এটি দেখে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে এটি সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
ঠিক বলেছেন আপু বার্গার টি দেখতে সত্যিকারের বার্গারের মতোই লাগছে।আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে প্রশংসা করার জন্য।
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে মিনি বার্গার তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। মিনি বার্গার দেখতে একদম বাস্তবের বার্গারের মতোই দেখাচ্ছে। বার্গার খেতে খুব ভালো লাগে। ক্লে দিয়ে সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।