স্বরচিত কবিতা||বৃষ্টি মুখর দিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20230610_063624_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এখন প্রচুর ব্যস্ত রয়েছি।কমিউনিটিতে একদম সময় দিতে পারি না বললেই চলে।বিশেষত পড়ালেখা নিয়েই এখন দিন রাত কেটে যায়।সাথে সাংসারিক কাজকর্ম আর ছোট একটা বাচ্চা থাকলে ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়।প্রতিদিন সকাল ১০:৩০টায় বের হয়ে বাসায় ফিরি ১টায়।আর সারাদিন বাসায় থেকে পড়াশুনায় সময় দিতে হয়।তবে এভাবে কয়দিন বা কয়মাস যাবে নিজেও জানিনা।তবে আশা রাখি খুব তাড়াতাড়ি এই ব্যস্ততা কাটিয়ে উঠতে পারব।সাথে আপনাদের সকলের মাঝে ভিন্ন রকম কিছু নিয়ে উপস্থিত হবো।যাইহোক আজকে আমি আপনাদের মাঝে সমসাময়িক বিষয় নিয়ে কবিতা নিয়ে হাজির হলাম।

♥️বৃষ্টি মুখর দিন♥️

বৃষ্টি মুখর দিনে হারাতে চাই দূর বহুদূর,
আকাশে কালো মেঘের ঘনঘটা,
নীল আকাশ আজ কান্নারত,
মেঘের বারিধারায় ধরনী শীতল আজ,
এমন দিনের আশারত সবার মুখে,
আজ হাসির আলোক ছটা।

তীব্র গরম সহ্য হয়না আর,
বাচ্চা বুড়ো সবাই যেন করে হাহাকার,
চারিদিকে যেন তাকালেই দেখি আগুনের ছড়াছড়ি,
শীতল হাওয়ার বৃষ্টি এসে ভাঙলো বাহাদুরি।

বজ্রপাতে ধরনী কাঁপে,
বুক করে দুরুদুরু।
বৃষ্টির ছোঁয়া লাগাতে চাইলে,
বারণ আসে কানে শুধু।

বর্ষাকালের রূপ দেখালো বৃষ্টির আগমনে,
মুষলধারের বৃষ্টিতে ভিজতে চাই আনমনে।
এ ধারায় আমি হারাতে চাই বারেবার।
নিজেকে হারিয়ে খুঁজে নেব তোমায় প্রতিবার।

আমার অনুভূতি

টানা কয়েকদিন বৃষ্টির দেখা নেই।তাপমাত্রা এত বেশি যে গত দিনের বৃষ্টিতে এখন সব মোটামুটি ঠান্ডা রয়েছে।আর তীব্র গরমে এমন বৃষ্টি যেন মনপ্রাণ জুড়িয়ে দিল।যে পরিমাণ তাপ তাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা মুশকিল হয়ে গিয়েছে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ। ❤

 2 years ago 

আপু আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এক্টিভ আছেন দেখে ভালো লাগলো। আপনি আজ বৃষ্টি কে কেন্দ্র করে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। বৃষ্টি মুখর দিন কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

তীব্র গরম সহ্য হয়না আর,
বাচ্চা বুড়ো সবাই যেন করে হাহাকার,
চারিদিকে যেন তাকালেই দেখি আগুনের ছড়াছড়ি,
শীতল হাওয়ার বৃষ্টি এসে ভাঙলো বাহাদুরি।

প্রচন্ড তাপদাহের মাঝে বৃষ্টি যেন এক সোনার হরিণ।
কতদিন বৃষ্টির দেখা পাই না ঠিক ভুলেই গেছি।।
আপনি অনেক সুন্দর হবে কবিতাটি রচনা করেছেন খুবই ভালো লাগলো পড়ে।।।

 2 years ago (edited)

ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পড়ালেখা থাকলে অন্যান্য কাজ করতে বেশ অসুবিধা হয় আপনি পড়ালেখার পাশাপাশি বাচ্চা এবং সংসার তার সাথে আবার এই কমিউনিটি বেশ ভালই সবকিছু ম্যানেজ করছেন দেখা যাচ্ছে। আশা করি খুব দ্রুতই আপনার এই ব্যস্ততা কেটে যাবে। বৃষ্টির দিনে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটির পড়তে বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সবসময়।।।

 2 years ago 

আসলে এই কয়েকদিন যাবত যেই গরম পড়তেছে, যার কারণে এখন বৃষ্টি হওয়ায় পরিবেশটা অনেক ঠান্ডা রয়েছে। আর এই ঠান্ডা পরিবেশে ভীষণ ভালো লাগতেছে। আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল বলতেই হয়। আপনার কবিতার নামটিও খুব সুন্দর বৃষ্টি মুখর দিন। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন আপনি। জাস্ট অসাধারণ ছিল বলতেই হয়।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

 2 years ago 

আপনার লেখা "বৃষ্টিমুখর দিন" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে তীব্র গর্বের মাঝে বৃষ্টি আমাদের জন্য খুবই প্রত্যাশিত। আর বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে বর্ষা ঋতুর আগমন ঘটে আমাদের মাঝে। আমি চাই এই গ্রীষ্ম ঋতুতে আরো বেশি বৃষ্টি নামুক আমাদের ধরনীর বুকে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য বৃষ্টি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।,।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু এই গরম বাচ্চা বড়ো কোন লোকই সহ্য করতে পারে না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আপনি ব্যস্ততার মাঝেও অনেক সুন্দর কবিতা লিখেছেন। পড়ালেখার মাঝামাঝি সংসারে এবং ছোট বাচ্চা থাকলে অনেক ব্যস্ত থাকে দিন রাত। তবে আপু আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বৃষ্টি মুখর দিন নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 112732.89
ETH 4347.94
SBD 0.86