অসুস্থতা যেন পিছু ছাড়তে চায় না।

in আমার বাংলা ব্লগ9 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

অসুস্থতা যেন পিছু ছাড়ে না।এখন আমরা আশেপাশে যেদিকেই তাকাবো দেখবো যে সবাই অসুস্থ।বিশেষত পরিবারের প্রধান কেউ বা বাচ্চারা যদি অসুস্থ থাকে তখন আর কোনো কিছু ভালোই লাগে না।আমার ছেলেটা আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে।তবে কখনোই সে স্বাস্থ্যবান ছিল না ঠিকই কিন্তু সুস্থ ছিল।তবে রিসেন্টলি সে খাওয়া দাওয়া করে না। বলতে গেলে এমনও দিন যায় সে সারাদিন বাড়তি কিছু খাবে না, শুধুমাত্র মায়ের উপরই ডিপেন্ডেন্ট।কিন্তু এভাবে সে কিছুদিন পরপর অসুস্থ হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে।
IMG-20231009-WA0026.jpg

ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে ও কে বিভিন্ন রকম খাবার খাওয়ানোর চেষ্টা করতাম।একটু খানি খেত তবুও ভালো লাগতো।প্রতিদিন আমার কাজ ছিল তার জন্য বিভিন্নরকম খাবার তৈরি করা।কারণ বাচ্চা বা বয়স্ক কেউই প্রতিনিয়ত একই রকম খাবার পছন্দ করে না।তাই সকাল, দুপুর, বিকেল, রাত চার বেলায় কিছু না কিছু দেয়ার চেষ্টা করতাম। তখন একটু খানি খেলেও মন ভরে যেত।কিন্তু এখন দেখছি প্রায় ২মাস সে কোনো কিছু খেতে চায় না।মুখে দিতেই মুখ ঘুরিয়ে ফেলে।আর এমনটা প্রতিবারই করে।কোনোদিন হয়তো অল্প কিছু মুখে তোলে তা না হলে কখনো সে তার খাবার শেষ করে না।হ্যা অনেকেই হয়তো ভাববে যে তার জন্য অনেক খাবার নিয়ে বসে থাকি। কিন্তু তা মোটেও না।কারণ ওর জন্য আমি যেকোনো কিছুই অল্প করে নেই,আমরা খেলে হয়তো বড় এক চামচ খাবারের সমান হবে। যেটা ওর জন্য অনেক কিছু।কিন্তু সে তার ৪ভাগের ১ভাগও খাবে না।

প্রতিনিয়ত সকাল বেলা ঘুম থেকে উঠবে এখন দেরি করে। আর যেহেতু এলার্জির ওষুধ চলছে তাই তার ঘুম কিছুটা বেড়েছে।সকাল ৯টার আগে উঠে না,কিন্তু সারারাত জ্বালাতন করে।মানে অনেকবার জেগে যায় আর সাথে সাথেই উঠে বসে কান্না শুরু করে দেবে।আর সকালে ঘুম থেকে উঠার পর আমরা নাস্তা করতে দেখলে আমাদের আশেপাশে ঘুরঘুর করবে।কিন্তু খাবার মুখে দিলেই জিভ দিয়ে বা হাত দিয়ে নিয়ে ফেলে দেবে।এই হলো প্রতিদিনকার অবস্থা। এভাবে সকাল থেকে রাত অব্দি তার পেট চলে তরল খাবারটাতেই।আর এখন তো ১৬ মাস চলছে, এখন আর কতটুকুই বা তরল দুধে পেট ভরবে।কিন্তু তার জন্য বাড়তি ফিডার এনেও লাভ হয় নি।প্রথমদিন একটু খেয়েই শেষ, এখনো পুরো কৌটা রয়ে গেল।
IMG-20231009-WA0029.jpg

এইতো এভাবে প্রায় ২টা মাস চলে গেল,খাবারের ঠিক নেই।কিছুদিন আগেই একবার জ্বর-সর্দি হয়েছিল।ওষুধ খাইয়েছিলাম, মোটামুটি ৭দিনের মধ্যেই সুস্থ হয়েছিল।কিন্তু তার ১৫ দিন না যেতেই আবার সে অসুস্থ।মানে হামাগুড়ি দিতে দিতে এখন পা ছিলে গিয়েছে সাথে এলার্জির মত দেখা দিয়েছে।নিলাম সেদিন ডাক্তারের কাছে।ডাক্তারতো ওষুধ দিলো,আবার সাথে ক্রিম দিয়েছিল সারা গায়ে লাগাতে,এক দিনে একটা ক্রিম পুরো শেষ করতে হবে তাও ১০ দিন দিয়েছে।যাইহোক ওষুধ খাওয়ানো শুরু করেছি মাত্র,পরদিন সকাল থেকেই তার মাথা প্রচন্ড গরম, ভাবলাম এমনিতেই হয়েছে।কিন্তু না,দিন গড়াতেই দেখলাম অনেক বেশি সাথে তার কান্নাকাটি শুরু, বিরক্তি নিয়ে থাকে সারাদিন।প্রচন্ড জ্বর এসেছে।
IMG-20231009-WA0034.jpg

যাইহোক রাতে দিলাম নাপা সিরাপ।এরপর দিন সকাল বেলা দেখলাম তার ২হাতেই ছোট ছোট কিছু বিচি-পাঁচড়া দেখা যাচ্ছে।রীতিমত আমি অবাক হয়ে গেলাম,এমন কেন হচ্ছে।পুরো দিনের মধ্যেই তার ২হাত আবার পায়ে অনেকগুলো উঠেছে।তাই দেখে আমি খুব ভয় পেয়েছি এমন কেন হচ্ছে।তখন আম্মু বলছিলো এগুলো ওষুধ খাওয়ার কারণে হচ্ছে হয়তো।কারণ এমন এলার্জির ওষুধ খেলে নাকি ভিতর থেকেই বাকি যা কিছু আছে সব উঠে যায়, তারপর ভালো হয়ে যায়।যাইহোক সেদিনই দেখলাম অনেকগুলো উঠেছে, আর পরদিন থেকে ধীরে ধীরে সেগুলো লাল হয়ে আবার শুকাতে শুরু করেছে।তাই কিছুটা স্বস্তি পেলাম।
20231006_003931.jpg

20231006_003945.jpg

এর মাঝেই পরদিন আবার ওর মুখের মধ্যে উঠেছে কয়েকটা।আর ওর আব্বু বলছিলো যদি বেশি হয়ে যায় এই ২দিনে, তাহলে আবার ডাক্তার দেখাবে। তখন আমি বললাম দেখি কোর্সটা শেষ করি,ভালো না হলে তখন।কারণ ওষুধে তো কাজ করতে হবে। তবুও যেন চিন্তা থেকে যায়।কারণ আমার ছেলের ছোট থেকে এলার্জির লক্ষণ বেশি ছিল না,এমন হয়ও নি কখনো। আল্লাহ না করুক ভবিষ্যতেও যেন আর না হয়।তবে আশা করছি সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।মোটামুটি অনেকটা রিকভার হয়েছে।কিন্তু ঐ যে খাওয়া দাওয়া ঠিক না থাকার কারণেই এখন তার ঘন ঘন অসুস্থতা, যেটা আমি বিশ্বাস করি।কারণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না,আর বাচ্চারা বারবার অসুস্থ হয়। তবে আপনাদের কাছে দোয়া প্রার্থী ছেলেটা যেন সুস্থ থাকে।

সবাই অনেক অনেক ভালো থাকবেআপান,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

বাচ্চারা অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগেনা। যেহেতু ঔষুধ খাওয়ানোর পর তার এগুলো আরো বেড়েছে তাহলে আপনাদের উচিত ছিল ডাক্তারের কাছে আবার যাওয়া। অনেক সময় এলার্জির ওষুধ ওদের শরীরে এডজাস্ট নাও হতে পারে। সব সময় যে কোর্স কমপ্লিট করতে হবে এমন কথা নেই। যদি এগুলোর অবস্থা আরো খারাপ হয় তাহলে আপনাদের উচিত দ্রুত দ্বিতীয়বার ডাক্তারের কাছে যাওয়া। দোয়া রইলো।

 9 months ago 

না আপু,এর পরদিন থেকেই শুকিয়ে গেছে সবগুলো।সেজন্য আর যাইনি।কারণ আমার ছোট বোনেরও এমন হতো প্রথমে ওষুধ খেলেই আরো উঠে যেত এরপর ভালো হয়ে যেত।আর নিভৃত এই ওষুধ আগে থেকেই খেয়েছে।আলহামদুলিল্লাহ এখন অনেকটা সেরে গেছে।

 9 months ago 

বর্তমান সময় বড় ছোট সবাই যেন অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ হওয়ার কারণ কি সেটা বুঝে উঠতে পারছি না। আপু আপনার ছেলের অসুস্থতার কথা শুনে বেশ খারাপ লাগলো। আসলে সন্তান যদি অসুস্থ থাকে তাহলে বাবা মায়ের মনের কি অবস্থা হয় সেটা এখন বুঝতে পারি। দোয়া করি আপু যেন আপনার সন্তান খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

চারিদিকে শুধু অসুস্থতা অসুস্থতা পরিবেশটা যেন কেমন হয়ে গেছে। কেউ সুস্থ নেই কি ছোট কি বড় প্রতিটা পরিবারে শোনা যাচ্ছে কেউ না কেউ অসুস্থ। আপু আপনি কোন চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। ধৈর্য ধরুন আসলে সন্তান অসুস্থ হলে মার অবস্থা কেমন লাগে সেটা একমাত প্রতিটা মা-বাবার বলতে পারবে। বাচ্চা মানুষ তো গরমের জন্য এরকম হতে পারে দেখেন আস্তে আস্তে একটু একটু করে খাওয়াতে থাকেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

পুষ্টিকর খাবার খাওয়ার পরেই তো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু যখন খাওয়া দাওয়া বন্ধ থাকবে তখন তো আর পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব না। আর তাছাড়া এখন সকল বাচ্চাদের এই অসুস্থতা লেগেই থাকে। ঘরের ছোট সদস্যর যদি শরীর খারাপ থাকে তাহলে পুরো পরিবারের মন খারাপ থাকে। যাই হোক দোয়া করছি আপনার ছেলে যেন সম্পূর্ণ ‌ সুস্থ হয়ে ওঠে।

 9 months ago 

বাচ্চার শরীরে অনেক এলার্জি বের হলো আপু। আসলেই এই বয়সের বাচ্চাদের অসুস্থতা একটু বেড়ে যায়। কারণ যেহেতু একটু হাঁটা শুরু করেছে সবদিকে যাবে এবং হাত লাগাবে যার কারণে এলার্জি সমস্যাটা বেড়ে যাবে। তাই একটু সাবধানে থাকলে ভালো হয়। আপনি ঠিক বলছেন আসলে বাচ্চারা না খেলেই অনেক যন্ত্রণা আপু। শুধু মায়ের উপর ডিপেন্ড করে থাকলে মায়ের কষ্ট হয়। যাক আশা করি ভালো হয়ে যাবে যেহেতু ডক্টর দেখালেন। দোয়া রইল মা ও ছেলের জন্য।

 9 months ago 

প্রথমে আপনার ছেলের সুস্থতা কামনা করছি। দোয়া করে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে ছোট বাচ্চারা অসুস্থ থাকলে মায়ের কোন কিছুই ভালো লাগে না। বেশিরভাগই এখন শুধু অসুস্থতার খবর । ঠিকই বলেছেন শরীরের পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না। আর তখন বাচ্চারা বেশি অসুস্থ থাকে।

 9 months ago 

স্বাস্থ্যবান হওয়াটা জরুরি নয়,সুস্থ থাকাটাই জরুরি।আর পরিবারে বাচ্চারা অসুস্থ থাকলে খুবই চিন্তার বিষয় হয়ে পড়ে।আপনার বাচ্চার দ্রুত সুস্থতার জন্য প্রে করি।বাচ্চাদের সর্দি জ্বরের সঙ্গে অনেকসময় হাম ওঠে কিন্তু এটা অন্যকিছু মনে হচ্ছে।ডাক্তারের পরামর্শ নিন, শুভকামনা রইলো আপু।

 9 months ago 

আপু বাচ্ছারা একটু বেশি অসুস্থ হয়। তা ছাড়া ইদানিং কালে আবহাওয়া ও পরিবর্তন হচ্ছে। তবে আপনার ছেলের শরীরের বিচি-পাঁচড়া গুলো একটু চিন্তার কারন। আশা করি ডাক্তার ভালো কিছু সাজেশন দিবেন। দোয়া করি বাবু যেন তারাতারি সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67321.51
ETH 3513.34
USDT 1.00
SBD 2.83