আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ10 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

IMG-20230920-WA0146.jpg

শুরুতেই বলে দিচ্ছি পোস্টটা একটু বড় দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যাবেন নয়তো অনেকেই পড়বেন না। তবে সত্যি বলতে পোস্টটা এতটাই বড় যে কোন ভাবে কমানো সম্ভব ছিল না। তবুও আমি আজকে যে আর্টটি করেছি, খুঁটিনাটি অনেক কাজ করা হয়েছে কিন্তু সেগুলো সবকিছু উল্লেখ করিনি শুধুমাত্র পোস্টটি আরো বেশি দীর্ঘায়িত হয়ে যাবে বলে।

IMG-20230920-WA0007.jpg

যাই হোক আর্ট বা পেইন্টিং এই বিষয়টি শুধুমাত্র এক দেখাতেই অনুভূত করার মতো নয়। এটি এমন একটি জিনিস যেটা একজন শিল্পীর মনের ভাবনাকে ফুটিয়ে তোলার একটি মাধ্যম। যেকোনো কিছু চোখের দেখাতে চকচক করলেই সেটি যে ভালো হবে তা কিন্তু নয় তবে এই আর্টের ক্ষেত্রে হয়তো বা মন দিয়ে যদি সব কিছু বিবেচনা করা হয় তাহলেই বোঝা যায় একটি পেইন্টিং বা আর্ট করতে একটা মানুষের কতটুকু সময়, ধৈর্য এবং সাহস প্রয়োজন। আর আজকের এই আর্ট টা আমার অনেক বড় একটা প্রজেক্ট বলা যেতে পারে। কারণ শেষ কবে এরকম বড় আর্ট এত সময় দিয়ে করেছি তা মনে নেই।
IMG-20230920-WA0010.jpg
আজকের আটটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন বা বুঝেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন এখানে ৩ খণ্ডাংশ করা হলে ৩টি আলাদা আর্ট দেখতে পাবেন ছবিতে। তবে এটি ছোট দেখা যাচ্ছে কিন্তু এটি অনেক বড় একটি ক্যানভাসে করা হয়েছে। প্রাকৃতিক দৃশ্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একটু বড় আকারের ক্যানভাসে সব কিছু আঁকার চেষ্টা করলাম। আপনারা লক্ষ্য করলেই দেখবেন পিছনে নীল আকাশ, বড় বড় পাহাড়, অনেক গাছপালা, ঘরবাড়ি, নদী ছোট দ্বীপ এবং আশেপাশে অনেক ফুল বাগান রয়েছে। যেটা একটি প্রকৃতির সম্পূর্ণ চিত্র প্রদর্শন করে।

IMG-20230920-WA0005.jpg

যাই হোক এখন আসি এই পেইন্টিং এর মূল কনসেপ্ট এর বিষয় নিয়ে। যেহেতু আমাদের কনটেস্ট চলতেছে প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে সেই হিসেবে প্রকৃতির রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এখানে মাঝখানে একটি বহমান নদী, যার স্রোত অনেক বেশি এবং তার পাশে দুই পাড়েই ঘরবাড়ি রয়েছে। পিছনের দিকে অনেক গাছপালা রয়েছে। চারপাশে ফুলে ফুলে ভরপুর বাগান।

চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেয়া যাক এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি।

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

ক্যানভাস বোর্ড

পোস্টার রঙ

রঙের প্যালেট

পেন্সিল

পানি

তুলি

কটন বার

IMG-20230920-WA0137.jpg

ধাপ-১

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে এই ক্যানভাসের কিনারায় স্কয়ার করে দাগ টেনে নিলাম।তারপর আমি পুরো চিত্রের একটা গ্রাফ তৈরি করে নিলাম।মাঝে নদী,২পাশে ঘরবাড়ী,আর পিছনে পাহাড় এভাবেই আঁকলাম।

20230918_182116.jpg20230918_183035.jpg

20230918_183216.jpg

ধাপ-২

এখানে উপরের দিক থেকে রঙ করা শুরু করলাম, প্রথমে নীল রঙ তারপর দিলাম আকাশী রঙ।এরপরে ২রংই মিক্স করে নিলাম।

20230918_183410.jpg20230918_183812.jpg

ধাপ-৩

এখন আবারও নীল রঙ নিলাম। নিচের দিকের বর্ডার থেকে পাহাড় আঁকা শুরু করলাম।উপর নিচ করে পাহাড়ের আকার এঁকে নিলাম।আবার আকাশী রঙ দিয়ে পাহাড়ে রঙ করলাম।

IMG-20230920-WA0003.jpgIMG-20230920-WA0018.jpg
IMG-20230920-WA0017.jpgIMG-20230920-WA0016.jpg

ধাপ-৪

এখানে সাদা রঙ দিয়ে পাহাড়ের একপাশ একটু হাইলাইট করে দিলাম যাতে পাহাড় থ্রিডি দেখায়।সবগুলো পাহাড়ই একইভাবে হাইলাইট করে দিলাম।

IMG-20230920-WA0014.jpgIMG-20230920-WA0015.jpg

ধাপ-৫

পাহাড়ের মাঝ বরাবর নিচের দিকে হালকা সবুজ রঙ করলাম কিছুটা অংশে।তারপর গাঢ় সবুজ রঙ দিয়ে ঘাসের মত করে এঁকে নিলাম। দূর থেকে এগুলো ঘন জঙ্গলের মত মনে হবে।

IMG-20230920-WA0013.jpgIMG-20230920-WA0004.jpg

IMG-20230920-WA0012.jpg

ধাপ-৬

ঘরবাড়ীর পিছনের অংশে কিছু গাছপালা থাকবে সেজন্য প্রথমে গাছের কান্ড এঁকে নিলাম।তারপর পাহাড়ী গাছের মত করে সবগুলো গাছের পাতা দিয়ে দিলাম সবুজ রঙ দিয়ে।এখানেও হলুদ রঙ দিয়ে হাইলাইট করলাম প্রত্যেকটা গাছে।

IMG-20230920-WA0011.jpgIMG-20230920-WA0005.jpg
IMG-20230920-WA0010.jpgIMG-20230920-WA0006.jpg

ধাপ-৭

ঘরগুলোর ২পাশে জলপাই রঙের সাহায্যে রঙ করে নিলাম।২ পাড়ের ঘরের পাশে একইভাবে রঙ করলাম।

IMG-20230920-WA0028.jpgIMG-20230920-WA0021.jpg

ধাপ-৮

এখন খয়েরী রঙের সাহায্যে ঘরের বর্ডার এঁকে নিলাম।চিকন করে এঁকে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে।

IMG-20230920-WA0027.jpgIMG-20230920-WA0019.jpg

IMG-20230920-WA0030.jpg

ধাপ-৯

এখন বাম পাশের ঘরের চালে প্রথমে কমলা রঙ করলাম,তারপর ডান পাশের ঘরের দেয়ালে কমলা ও সাদা-কমলা রঙ করলাম।

বেগুনী,আকাশী,হলুদ এই রংগুলোর সাহায্যে দেয়ালের রঙ করে নিলাম।

IMG-20230920-WA0029.jpgIMG-20230920-WA0023.jpg
IMG-20230920-WA0024.jpgIMG-20230920-WA0026.jpg

ধাপ-১০

এখানে আবার হলুদ রঙ দিয়ে ঘরের দরজা জানালার ভিতরের অংশ রঙ করলাম।

IMG-20230920-WA0022.jpgIMG-20230920-WA0020.jpg

ধাপ-১১

নীল রঙ নিয়ে নদীর একদম শেষের দিকের অংশ রং করা শুরু করলাম। তারপর আবার আকাশী রং দিয়ে সামনের দিকের অংশগুলো রং করে নিলাম।দুই পাশ দিয়ে আবার নীল রং দিয়ে অঙ্কন করলাম।

IMG-20230920-WA0032.jpgIMG-20230920-WA0045.jpg
IMG-20230920-WA0044.jpgIMG-20230920-WA0043.jpg

ধাপ-১২

এভাবে নদীতে প্রবল স্রোতে পানি নিচের দিকে নামছে এরকম করে ঢেউগুলোকেই আমি সাদা রঙ ব্যবহার করলাম। যাতে নদীর পানি বোঝা যায় এবং পানি উপর থেকে নিচের দিকে পড়ে আরেকটা জায়গায় অবস্থান করছে সেটা বোঝানোর জন্য এভাবে অংকন করলাম।

IMG-20230920-WA0042.jpgIMG-20230920-WA0033.jpg

IMG-20230920-WA0041.jpg

ধাপ-১৩

এখন নদীর দুইপাশের পাড়গুলোতে আমি সবুজ, হালকা সবুজ এবং হলুদের রং মিশ্রিত করে জমির মত করে এঁকে নিলাম।

IMG-20230920-WA0040.jpgIMG-20230920-WA0039.jpg

IMG-20230920-WA0038.jpg

ধাপ-১৪

নদীর মাঝখানে ছোট জায়গায় একটি দ্বীপ হবে,তা আঁকার জন্য প্রথমে হলুদ রঙ নিলাম। তারপর হালকা সবুজ রঙ করে নিলাম।এরপর ৩টি নারকেল গাছের কান্ড আঁকলাম।তারপর আবার গাছের পাতাগুলোকেও এঁকে নিলাম।

IMG-20230920-WA0037.jpgIMG-20230920-WA0034.jpg
IMG-20230920-WA0036.jpgIMG-20230920-WA0035.jpg

ধাপ-১৫

নারকেল গাছের নিচের অংশে কিছু বড় বড় ঘাস এঁকে নিলাম গাঢ় সবুজ এবং হলুদ রকং দিয়ে।

IMG-20230920-WA0046.jpgIMG-20230920-WA0059.jpg

ধাপ-১৬

তারপর এই নদীর মাঝখানের দ্বীপের সামনের দিকের অংশে খয়েরী রং দিয়ে পাথরের মতই এঁকে নিলাম। মাঝখানে আবার সাদা রঙ দিয়ে সবকিছু মিশিয়ে পাথর তৈরি করে নিলাম।

IMG-20230920-WA0058.jpgIMG-20230920-WA0057.jpg

IMG-20230920-WA0055.jpg

ধাপ-১৭

বাম পাশের নদীর পাড়ে কিছু পাথর আঁকার জন্য আবারো খয়েরী রং দিয়ে প্রথমে পাথরের শেপ তৈরি করলাম। তারপর সাদা রং দিয়ে আবার পাথর এঁকে নিলাম। নদীর যে অংশটা উঁচু এবং নিচের দিকে পানি পড়ছে সেই অংশে কিছু পাথর এঁকে দিলাম।

এখানে আবার ডান পাশের পাড়ে ভাঙা অংশের মত এঁকে নিলাম।

IMG-20230920-WA0054.jpgIMG-20230920-WA0053.jpg
IMG-20230920-WA0051.jpgIMG-20230920-WA0049.jpg

ধাপ-১৮

তারপর বাম পাশের ঘরের একটু সামনের দিকে প্রথমে গোলাপি রং দিয়ে ফোঁটা ফোঁটা করে কতগুলো ফুল এঁকে নিলাম। তারপর লাল আবার সাদা রঙ দিয়ে একটি ফুলের বাগান তৈরি করে নিলাম।

IMG-20230920-WA0048.jpgIMG-20230920-WA0047.jpg

ধাপ-১৯

ডান পাশের মাঠের মাঝখানের অংশে প্রথমে হলুদ রং দিয়ে ছোট ছোট কিছু গাছ এঁকে নিলাম। তারপর আবার তার মধ্যে সবুজ রং দিয়ে শেড তৈরি করে নিলাম।
এই গাছগুলোর মধ্যে আমি প্রথমে কটন বার দিয়ে সাদা সাদা কিছু ফোঁটা দিয়ে ফুল তৈরি করলাম। তারপর আবার গোলাপি রং দিয়ে এই ফুলগুলোর রেনু তৈরি করে নিলাম। খুব সুন্দর একটি ফুলের বাগান তৈরি হয়ে গেল।

IMG-20230920-WA0060.jpgIMG-20230920-WA0083.jpg
IMG-20230920-WA0064.jpgIMG-20230920-WA0081.jpg

ধাপ-২০

এভাবে আমি ডান পাশের ঘরের এক পাশ দিয়ে বেড়া তৈরি করার জন্য প্রথমে কিছু খুঁটি এঁকে নিলাম খয়েরি রঙের সাহায্যে। তারপর দড়ি দিয়ে এগুলো একপাশ থেকে অপর পাশ পর্যন্ত বেঁধে নিলাম এমনভাবেই আঁকলাম।

IMG-20230920-WA0067.jpgIMG-20230920-WA0080.jpg

ধাপ-২১

এরপর আবার ডানপাশের মাঝের দিকে একটা ঝোপ তৈরি করে নিলাম কাশফুল আঁকার জন্য। তারপর সাদা রঙ দিয়ে কয়েকটি কাশফুল এঁকে নিলাম।

IMG-20230920-WA0074.jpgIMG-20230920-WA0070.jpg

IMG-20230920-WA0073.jpg

ধাপ-২২

বাম পাশে নিচের দিকের অংশে প্রথমে কিছু ফুল গাছ এঁকে নিলাম। তারপর গোলাপি, সাদা, আকাশী এই তিন রঙ এর সাহায্যে কিছু টিউলিপ ফুল এঁকে নিলাম।

IMG-20230920-WA0082.jpgIMG-20230920-WA0066.jpg
IMG-20230920-WA0062.jpgIMG-20230920-WA0065.jpg

ধাপ-২৩

মাঝখানের দ্বীপের যে অংশটা রয়েছে সেখানে কিছু ঘাসফুল এঁকে নেয়ার জন্য প্রথমে লাল রঙ দিয়ে কয়েকটা ফোঁটা দিলাম। তারপরে সাদা রঙ দিয়ে সম্পূর্ণটা ফুলের মত করে এঁকে নিলাম। এভাবে কয়েকটি তৈরি করে নিলাম।

IMG-20230920-WA0078.jpgIMG-20230920-WA0077.jpg
IMG-20230920-WA0076.jpgIMG-20230920-WA0075.jpg

ধাপ-২৪

ডানপাশের একদম নিচের দিকে কোণার অংশের কিছু ঘাস এঁকে নিলাম তারপর এখানে ছোট ছোট করে গোলাপি রঙের ফোটা এবং সাদা রঙের ফোঁটা দিয়ে ফুল তৈরি করে নিলাম।

IMG-20230920-WA0084.jpgIMG-20230920-WA0085.jpg

IMG-20230920-WA0072.jpg

সর্বশেষ আউটলুক

IMG-20230920-WA0010.jpg

IMG-20230920-WA0009.jpg

IMG-20230920-WA0008.jpg

IMG-20230920-WA0007.jpg

IMG-20230920-WA0006.jpg

IMG-20230920-WA0005.jpg

IMG-20230920-WA0003.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপ্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

প্রতিযোগিতার জন্য এই আরটি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে করেছ। অনেক চমৎকার ও ইউনিক ছিল। দেখেই বোঝা যাচ্ছে অনেক কষ্ট হয়েছে। ছোট ছোট অনেক কাজ রয়েছে যার কারণে এটি অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। ধন্যবাদ সময় ও শ্রম দিয়ে এই চিত্রটি শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনার আজকে চিত্র অংকন দেখে আমি প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ চিত্র অংকন করেছেন। এই চিত্রটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য ফুটিয়ে উঠেছে। এত সুন্দর একটি চিত্রাংকন দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।ভালো থাকবেন।

 10 months ago 

চমৎকার একটি আর্ট করেছেন আপনি। হাত দিয়ে এরকম সুন্দর আর্ট করা যায় এটি আমি আজকে আপনার কাছে দেখে নিলাম৷ খুবই সুন্দর ভাবে আপনি এই আর্টটি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷

 10 months ago 

চেষ্টা করলে সবই সম্ভব হয়।আশা করি তুমিও চেষ্টা করবে।

 10 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে জানাই আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন। বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার পোস্ট তৈরির ঘরবাড়ির পিছনের গাছগুলো দেখতে সত্যি আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।ভালো লাগলো মন্তব্য পেয়ে।

 10 months ago 

অনেক সুন্দর সাজানো গুছানো একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই চমৎকার দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে ফুলে ফুলে ভরে উঠেছে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য এবং ঘরবাড়ির সামনের পরিবেশ।

 10 months ago 

ভালো লাগলো জেনে আমারও ভালো লাগছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65