শূন্য পকেট মানুষকে অনেক কিছু শেখায়।পর্ব-১

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আজকের পোস্টটি হলো একটি গল্প। আশা করি ভালো লাগবে।

20230220_200712_0000.png

বন্ধুরা কি ভাবছেন নৈতিকতার বাণী ঝাড়তে এসেছি আরে না তেমন কিছুই না। নিজের মনের মাঝে লালিত কিছু কথা আবার কিছুটা বাস্তবতা সব মিলিয়ে নিজের অনুভূত কিছু অনুভূতি শেয়ার করতে এসেছি।তবে হ্যাঁ নিজেকে দিয়ে নয় অন্যকে দিয়েই আজকে লেখাটি আমি সম্পন্ন করব। আশা করছি পুরো ব্লগটি পরলে আপনাদের ভালো লাগবে।

করিম সাহেব অনেক ভালো একজন ব্যক্তি। প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন। প্রতিনিয়ত উদারতা তার মধ্যে বিরাজমান ছিল। গরিব-দুঃখী, অসহায় সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন অনায়াসে। মানবতার কাজেও নিজেকে বিলিয়ে দিতেন অনায়াসে।

টাকার জন্য কোন ব্যক্তির কোন কাজ আটকে আছে, সেখানে তিনি হেল্প করতেন নির্দ্বিধায়। এক কথায় বলতে গেলে খুবই ভালো একজন লোক যেটা বর্তমান সমাজে পাওয়া বড় দায়।করিম সাহেব যখনই বাজারে ঘাটে যেতেন তখন দু পকেট ভর্তি করেই টাকা নিয়ে যেতেন। যেখানে যে হাত পাততো তাকেই সহযোগিতা করতেন।

আবার অনেক সময় দেখা গিয়েছে কেউ বাজার করতে পারছে না তাকে বাজারও করে দিতেন নিজ টাকায়। অনেক সময় অন্যকে বাজার করে দিতে গিয়ে, নিজে বাজার আনতে ভুলে যেতেন। এমনই সরলমনা ভালো একজন ব্যক্তি করিম সাহেব।

করিম সাহেবের কথা আর কি বলব যতটুকু বলেছি এতটুকুতেই বুঝতে পারছেন সে কেমন ধরনের মানুষ। এক কথায় বলতে গেলে বর্তমান সমাজের সর্বোচ্চ লেভেলের মানবিক মানুষ। পুরো গ্রামবাসী তাকে অনেক বেশি পছন্দ করতেন এবং সবার মুখে মুখে সেই করিম সাহেব ছিলেন।

একদা আকস্মিক এক দুর্ঘটনার কারণে তার অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর সেই ক্ষয়ক্ষতিকে ব্যাকআপ দেওয়ার জন্য তার গচ্ছিত অর্থ সম্পদ সবগুলোর প্রয়োজন পড়ে যায়। একটা সময় দেখা যায় সেই দুর্ঘটনাকে ব্যাকআপ দিতে দিতে নিজে সর্বোচ্চ হারা হতে যাচ্ছেন।

(চলবে.......)

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগল্প
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সব সময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার সাপোর্ট পেয়ে।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

আমার এই পোস্ট ম্যানুয়ালি কিউরেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

আসলে আপু করিম সাহেব নিজের অর্থ দিয়ে মানুষকে সাহায্য করেছেন। আপনার পোস্ট পড়ে যতটা বুজতে পারলাম সত্যি করিম সাহেব অনেক ভালো মনের মানুষ। তবে এতো ভালো মানুষের বর্তমান সমাজে দাম নেই বলেই চলে।সবাই সুযোগ বুঝে করিম সাহেবকে ছেড়ে দেবে।দেখা যাক পরবর্তী পর্বে কি হয়?

 2 years ago (edited)

জি একদম ধরতে পেরেছেন আপু এতো ভালো মানুষের বর্তমান সমাজে দাম নেই বলেই চলে।সবাই সুযোগ বুঝে করিম সাহেবকে ছেড়ে দেবে।

 2 years ago 

যারা বিপদে মানুষকে সাহায্য করে,তারা বিপদে পড়লে মানুষ সাহায্য না করলেও আল্লাহ তাকে সাহায্য করে। করিম সাহেব যেভাবে মানুষকে বিপদে সাহায্য করেছে তাতে বোঝা যাচ্ছে তিনি বেশ ভালো এবং দয়ালু মানুষ ছিলেন। কিন্তু তারা সবকিছু হারানোর পর কি হল তা জানার খুবই আগ্রহ রয়ে গেল। পর্ববর্তি পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যারা বিপদে মানুষকে সাহায্য করে,তারা বিপদে পড়লে মানুষ সাহায্য না করলেও আল্লাহ তাকে সাহায্য করে।

 2 years ago 

টাকা টাকা
মানুষ বলে না টাকাই জীবন টাকাই সুখ ৷
টাকা বিহীন কেউ পাশে থাকবে না ৷ টাকা থাকলে পরিবার ভালো সমাজ ভাল সম্মান শ্রদ্ধা সবই ৷ কিন্তু না থাকলে
যা হোক গল্পে করিম সাহেব অনেক ধনি ব্যাক্তি৷ কিন্তু দূর্ঘটনা এসে সব সম্পত্তি শেষ ৷
এরপরে পর্বের জন্য অপেক্ষা ৷

 2 years ago 

খুব শীঘ্রই বাকিটা দেখতে পাবেন ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু বর্তমান সময়ে করিম সাহেবের মত এত সরলমনা মানুষ পাওয়া বড়ই মুশকিল। যে নিজের বাজার খরচ না করে অন্যের জন্য বাজার করে দেয়। আর তার জন্যই তার গ্রামবাসি তাকে অনেক পছন্দ করে। করিম সাহেবের গচ্ছিত অর্থ সম্পদ হারিয়ে তার কি অবস্থা হয়েছে, তা জানার জন্য অধীর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সময়ে করিম সাহেবের মত এত সরলমনা মানুষ পাওয়া বড়ই মুশকিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60140.96
ETH 2378.49
USDT 1.00
SBD 2.59