স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
(১)
আকাশকে বলেছিলাম অপেক্ষা করতে,
যদি কোনো উড়োচিঠি আসে এই ঠিকানায়,
তুমি গ্রহণ করিও নির্ধিদ্বায়,
চিঠির অপেক্ষায় বসে রবো অবেলায়।
(২)
ভেবেছিলাম সেদিন পাবো না দেখা,
দু'হাতের ছোঁয়া আর মিলবে না,
হারাবো আমি সেই চোখের চাহনি,
যার মাঝে আমার সব ব্যাকুলতা,
অবশেষে পেয়েছি তার আলাপন,
তবে হায় আজ সে অন্যের আপনজন।
(৩)
মেঘলা দিনে আপন করে চাই তোমায়,
গোধুলী বেলায় পাশে আমার চাই তোমায়,
আঁধার ভুবনের আলো হয়ে চাই তোমায়,
চাঁদনি রাতের জোৎস্নায় চাই তোমায়,
বেলা অবেলায় নিজের করে চাই তোমায়,
আসবে কি তুমি বাসবে কি ভালো এই আমায়?
(৪)
লড়েছি আমি একাই,
লড়তে হবে আরো বহুদূর,
লক্ষ্যে আমি পা বাড়াই,
এই পথ নয়তো সুমধুর।
(৫)
তোমাকে পেয়েছি বলেই ধন্য এ আমি,
তোমাকে চেয়েছি বলেই জীবনটা দামী।
তোমাকে দেখেছি বলেই ভুলেছি দুঃখ সব,
তোমাকে খুঁজেছি বলেই চারিদিকে কলরব।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছ অনুকবিতা। আপনি একদম ঠিক বলেছেন আপু দাদার কবিতা গুলো পড়তে সত্যি অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য। কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল সুভ কামনা রইলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আশা করি ভালো আছেন আপনি? আজ আপনার অনু কবিতা পড়ে বেশ ভালো লাগলো। অনু কবিতা খুব দুর্দান্ত হয়েছে । অনু কবিতার ছন্দ বেশ অসাধারণ হয়েছে। আসলে অনু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে লেখক তার মনের অনুভূতি চমৎকার ভাবে অনু কবিতার ছন্দে প্রকাশ করতে পারে।
এই ছন্দ গুলো আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। এত দুর্দান্ত অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতা গুলো লিখেছেন, যা ছিল অসাধারণ শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি কবিতা কিংবা অনুকবিতা সবটাই আজকাল বড্ড বেশি ভালো লাগে।আপনি প্রতিনিয়ত কবিতা, অনুকবিতা লিখেন আপু।বেশ ভালো লাগে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
প্রত্যেকটি অনু কবিতাই অসাধারণ হয়েছে। বিশেষ করে ৫ নম্বর অনু কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই এগিয়ে জান আপু।।
আজ আপনি আমাদের মাঝে অনেকগুলো অনু কবিতা লিখে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর কবিতা গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে অনেক ভাব প্রকাশ হয়েছে। হয়েছে সংগ্রামী চেতনা, খুবই ভালো লাগলো এই কবিতাগুলো পড়ে।
আপু আপনি দারুন অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। লেখার প্রতিটা লাইন কত সুন্দর করে আপনি তুলে ধরেছেন। ধরেছি আমি একাই লড়তে হবে আরো বহুদূর কবিতার মধ্যে একটা ভাব গাম্ভীর্য রয়েছে। এবং কোন পথকে পাড়ি দেয়ার যে আক্রমণাত্মক চেষ্টা রয়েছে তাই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে অনু কবিতার শেয়ার করার জন্য।
খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলের অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে যেটা সত্যিই প্রশংসনীয়। কমিউনিটিতে অনু কবিতার মাধ্যমে সকলে কবিতায় লেখার চেষ্টা করছে আমিও ঠিক তেমনি, আপনিও দেখছি তাদের মধ্যে একজন। সত্যি প্রিয় মানুষটাকে পেয়ে গেলে মনে হয় সবকিছুই পেয়ে গিয়েছি তাকে মানে পৃথিবীর সকল কিছুকে নিজের করে নেওয়া। ভালো লাগলো আপনার এই কবিতা, শেয়ার করার জন্য ধন্যবাদ।