ডাই(এসো নিজে করি)||রঙিন কাগজের একগুচ্ছ ডেইজি ফুল।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে আপনাদের মাঝে আরও একটা ক্রিয়েটিভিটি নিয়ে চলে এলাম। আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে ক্রিয়েটিভিটির সমাহার। আর এখানে আমরা সবাই চেষ্টা করি নিজেদের মধ্যে থাকা ক্রিয়েটিভিটি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়েই হাজির হয়েছি। এই ডাই পোস্টটি মূলত আজকে রঙিন কাগজ দিয়েই করেছি। আসলে সচরাচর বিভিন্ন জিনিস দিয়েই যেহেতু ডাইপোস্ট তৈরি করা হয়, রঙিন কাগজ দিয়ে তেমন কিছুই তৈরি করা হয়না।
অনেক আগে যদিও রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই করা হয়েছে। তবে বর্তমান সময়ে ইউনিক কিছু জিনিসপত্র দিয়েই কাজ করা হয়। যাই হোক ভাবলাম এই ফুলগুলো তৈরি করি। ফুলগুলো দেখতে অনেকটা ডেইজি ফুলের মত লাগে। আর এগুলো যখন টবে রেখেছি তখন সত্যিকারের ফুল মনে হচ্ছিল। ফটোগ্রাফি গুলো দেখলেই আমার মন জুড়িয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ফুলগুলো অবশ্যই জানাবেন।
ডাই এর জন্য উপকরণসমূহ |
---|
- রঙিন কাগজ
- সাদা কাগজ
- কাঁচি
- গাম
- কাঠি
- কলম
- পেন্সিল কম্পাস
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে আমি লাল রঙের কাগজ থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে গোল করে চারটা বৃত্ত একে নিলাম। তারপর এগুলোকে এক এক করে মাপ মতো কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এখন একটি লাল রঙের গোল কাগজ নিয়ে মাঝ বারবার ভাঁজ করলাম। তারপর আবার আরেকটা ভাঁজ দিলাম। তারপর উপর থেকে কোনার দিকে কেটে নিলাম ছোট ছোট করে।
তৃতীয় ধাপ |
---|
তারপর কোনাকুনি ভাবে কেটে নিয়ে এটাকে পুরোপুরিভাবে খুলে নিলেই সুন্দর একটা ফুলের পাপড়ির মত হয়ে যাবে। এক সাইড থেকে মাঝের অর্ধেক অংশ কেটে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
মাঝখান থেকে কাটার পর মাঝখান থেকে আবার ভাঁজ করে করে শেষে আঠা লাগিয়ে একটা সুন্দর ফুলের গুচ্ছ তৈরি করলাম।
পঞ্চম ধাপ |
---|
পূর্বের মাপ মতো করে সাদা রঙের কাগজ পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
ষষ্ঠ ধাপ |
---|
তারপর আবার সাদা রঙের কাগজ থেকে মাঝ বরাবর ভাঁজ দিলাম, এরপর আরেকটা ভাঁজ দিলাম। তারপর এগুলোকে ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছে আগের মতই।
সপ্তম ধাপ |
---|
এই ধাপে কাটার পর পাপড়িগুলোকে সরাসরি ভাবে খুলে মাঝ বরাবর আবার আরেকটা কাটা দিলাম। এরপর এটাকে গোল করে ফুল তৈরি করে নিলাম।
অষ্টম ধাপ |
---|
এবার হলুদ রঙের একটা কাগজ নিলাম। চিকন করে কেটে তারপর এটাকে মাঝ বরাবর ভাঁজ দিলাম। দুই পাশ থেকে আরও কিছুটা ভাঁজ করে ঝিরি ঝিরি করে কেটে নিলাম। তারপর এটা থেকে ছোট ছোট করে কিছু কুড়ি তৈরি করে নিলাম।
নবম ধাপ |
---|
পূর্বে তৈরি করা লাল এবং সাদা ফুল গুলোর মাঝখানে আঠা দিয়ে ছোট ছোট কুড়িগুলো বসিয়ে দিলাম।
দশম ধাপ |
---|
এখন এই ফুলগুলোকে টবে রাখার জন্য কাঠির সাহায্যে পিছনের অংশে আঠা লাগিয়ে এগুলো সেট করে নিলাম।
ফাইনাল আউটলুক |
---|
এইতো তৈরি করলে ফেললাম বেশ কিছু ফুল। যেগুলো একগুচ্ছ আকারে একটি টবের মধ্যে রাখার কারণে অনেক বেশি সুন্দর লাগছে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://x.com/bristy110/status/1824863206680264913
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। এত সুন্দর সুন্দর কালারের ফুল গুলো দেখতে বেশ ভালো লেগেছে। আপনি তো বেশ ভালোই সময় দিচ্ছেন যেহেতু এই প্রজেক্ট গুলো তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। অনেক পরিশ্রম করতেছেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইল আপু।
জ্বি আপু মাঝে মাঝে যখন সুযোগ পাই তখনই কাজ করতে বসে যাই। আসলে সবার তো আর অঢেল সময় থাকে না, যখন মন চাইবে তখন করবে।ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি একগুচ্ছ ডেইজি ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুলগুলো বাস্তবে যেমন সুন্দর রঙিন কাগজেও যেন তার সৌন্দর্য কম নয়। ফুলগুলো তৈরির ধাপ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এই ফুলগুলো বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে তাই ভাবলাম একটু বাস্তবিকভাবে এটা উপস্থাপন করি।
আপু আপনি খুব চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ডেইজি ফুলের তাই প্রজেক্ট তৈরি করেছেন। ফুলের কালার টাও বেশ দারুন লাগছে। ফুল তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিভিন্ন কালার ব্যবহার করার জন্য চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে। আসলে বাস্তব ফুল গুলো দেখতে সুন্দর লাগছিল তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে তৈরি করে ফেলি।
আপু ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এক কথায় বলতে গেলে ফুল গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।
রমেন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন আপনি। আপনার এই অসাধারণ ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। এই জাতীয় পোস্টগুলো আমার খুব ভালো লাগে। কারণ এখানে নতুন নতুন কিছু দেখার থাকে এবং সেখানে থাকে।
একদম ঠিক বলেছেন ভাইয়া।এই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একগুচ্ছ ডেইজি ফুল বানিয়েছেন। আপনার এই ডেইজি ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমিও বানিয়েছি কিন্তু শেয়ার করা হয়নি। আপনার ফুল দেখে মনে পড়ে গেলো। এই ফুলগুলো বাস্ততবে দেখতে যেমন ভালো লাগে তেমনি রঙিন কাগজ দিয়ে বানানোর পর দেখতেও খুব ভালো লেগেছে। বিভিন্ন কালার ব্যবহার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি এগুলো তৈরি করেছি অনেকদিন হয়েছে আপু, শেয়ার করা হয়নি। তাই ভাবলাম শেয়ার করে ফেলি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
রঙিন কাগজের ডেইজি ফুল গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনার ডাই পোস্টটি চমৎকার হয়েছে আপু।ফুল গুলো দেখে মনে হয় সত্যিকারের ফুল।দারুন ছিল আপু ডাই পোস্টটি।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ছবি তোলার পর যেন একদম সত্যিকারের ফুল এনে টবে লাগিয়েছে এটাই মনে হচ্ছিল আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের একগুচ্ছ ডেইজি ফুল অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন। ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আপনার মন্তব্যটা দেখেও খুব ভালো লাগলো ভাইয়া,, অনেক ধন্যবাদ সুন্দর মতামত ভাগ করে নেয়ার জন্য।
আপনার ডাই পোস্ট দেখে চোখ ফেরাতে পারছি না। খুবই দারুণভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটি ফুল দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এ ধরনের ডাই পোস্টগুলো তৈরি করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। সময় এবং ধৈর্য না থাকলে এ ধরনের পোস্ট তৈরি করা যায় না। এমন সুন্দর সুন্দর আরো অনেকগুলো পোস্ট দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অবশ্যই ভাইয়া সময় পেলে তো এগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সবেতো মাত্র শুরু করেছি ধীরে ধীরে অনেক কিছুই দেখবেন আশা করি।