নিজে যারে বড় বলে বড় সেই নয়,লোকে যারে বড় বলে বড় সেই হয়।

in আমার বাংলা ব্লগ8 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240124_150254.jpg

কথায় আছে না, নিজে যারে বড় বলে বড় সেই নয়,লোকে যারে বড় বলে বড় সেই হয়। সম্পর্কের খাতিরে বড় হওয়া আর ব্যক্তিত্বে বড় হওয়া এক কথা নয়।হ্যা,সম্পর্কে যদি আপনি বড় হন তাহলে আপনি নিজেকে বড় বলে দাবি করতেই পারেন। কিন্তু আপনি যদি নিজের বড়াই নিজেই করেন, নিজের গুণগান নিজে করেন তাহলে আপনি তখন নিজেকেই বড় বলে দাবী করছেন। এক্ষেত্রে আপনাকে যদি অন্যরা বড় চোখে দেখে তাহলে নিশ্চয়ই আপনি বড়। কিন্তু অন্যরা যদি আপনাকে সেই চোখে না দেখে তাহলে নিশ্চয়ই আপনি বড়াই করার মত লোক নয়।

তবে এটা ঠিক, বর্তমান সমাজে একে অপরের কদর করা বা একে অপরকে উৎসাহিত করার বিষয়টা একদমই দেখা যায় না।কারণ সবাই নিজেকেই নিজে বড় মনে করে নিচ্ছে।নিজের কথায় ও কাজে অন্যকে ছোট করে ফেলছে সেটা সে নিজেও জানেনা।তবে নিজের অস্তিত্ব ধরে রাখার ক্ষেত্রে নিজেকেই সচেষ্ট থাকতে হবে।আপনি যদি পরের উপকার করেন আল্লাহ তায়ালা নিশ্চয়ই তার প্রতিদান দিবে।আর সেই সাথে যদি আপনি কারো ক্ষতি করেন সেটার প্রতিদানও পাবেন ইহকাল বা পরকালে।

একটা মানুষ যখন নিজের কাজের প্রশংসা নিজেই করে অন্যকে করার সুযোগ দেয় না তখন আসলে অন্যদেরও ইচ্ছে করে না তাদের প্রশংসা করতে।কারণ যেহেতু সেই ব্যক্তি নিজে নিজেই প্রশংসা আর নিজের কাজের বড়াই করে তাহলে অন্যরা তো নিশ্চয়ই তার প্রশংসা করতে যাবে না।কারণ সে ব্যক্তি নিজেকেই তো বড় মনে করে।আর এমন লোক কিন্তু অন্যদের কাজকেও তুচ্ছ করে,সেটা এমন হয় এসব কোনো ব্যাপার না, আরে এটা একদম সিম্পল কাজ,এরকম আমরাও করেছি। এরকম আরো কিছু বাক্য থাকে যার মাধ্যমে তারা অন্যদেরকে তুচ্ছ করে।

কে কেমন পরিস্থিতিতে রয়েছে সেটা শুধুমাত্র ঐ ব্যক্তিই জানে। অন্যরা সেই বিষয়গুলোকে তুচ্ছ করে দেখে। কিন্তু যখন দেখবেন সেই পরিস্থিতিতে ঐ ব্যক্তি নিজেই পড়েছে তখন সেটাকে অনেক বড় ইস্যু মনে করে।কিন্তু আগে সেটা তুচ্ছ ছিল তার কাছে।আসলে তারা মনে করে তাদের বিষয়গুলো খুব জটিল আর তারা সব সমস্যার সমাধান জানে। কিন্তু তাদের নিজেদের সমস্যাই সবচেয়ে কঠিন আর বড় সমস্যা।

আসলে এমন লোক গুলো যেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আজ সকালে ঘুম থেকে উঠার পর এমন একজনকে দেখলাম যার প্রতিটা কাজের সুনাম সে নিজেই করছে। সে বড় বংশের লোক,সে মিথ্যা বলে না, অন্যের হক মারে না, সে সত্যবাদী আরও অনেক কিছুর বড়াই করছিলো।কিন্তু আসলে সে কেমন সেটা পুরো এরিয়া ভালো করেই জানে। আর তার মনমানসিকতা এত নোংরা যে সে নিজের মানুষদেরও ছাড়ে না,স্বয়ং নিজের সন্তানদেরও।কি আর বলার,অহংকারী আর স্বার্থবাদী মানুষকে ভয় লাগে কখন কি করে বসে ঠিক নেই।

যাইহোক, আজ আপনাদের মাঝে বাস্তব কিছু কথা শেয়ার করলাম। হয়তো আপনারাও দেখবেন এমন লোককে। যারা আপনাকে ভালো থাকতে দিবে না, কিন্তু নিজেও ভালো থাকবে না। এভাবেই চলছে, চলবে দুনিয়া।শেষ নেই, শুরু আছে। ভালো থাকাটা কামনা করি সবার।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

ঠিকই বলেছেন আপনি। নিজে যাকে বড় বলে বড় সেই নয়। লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যারা নিজের গর্ব অহংকার নিজেই করে নিজেকে নিজে খুব বড় মনে করে।যা কখনোই করা উচিত নয় ।আপনি ভাল হলেই আপনার প্রশংসা আপনি না চাইলেও মানুষ করবেন। এটাই বাস্তব। আপনার বাস্তব কথা গুলো পড়ে আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কথাগুলো ভালো লাগলো আপু,অনেক ধন্যবাদ।

 8 months ago 

বেশ সুন্দর একটি মোটিভেশনাল মূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। একদম ঠিক বলেছেন,সম্পর্কের খাতিরে বড় হওয়া আর ব্যক্তিত্বে বড় হওয়া এক কথা নয়। মানুষের কর্ম ও আচরণেই মানুষকে বড় করে তোলে। যারা জ্ঞান গরিমায় বড় মাপের তারা নিজেরা কখনো জাহির করেনা।মানুষেই তাদের বড় বলে। ধন্যবাদ আপনাকে, সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

সম্পর্ক আর ব্যক্তিত্ব দুটো রক্ষা করেই চলা প্রয়োজন।আর বড় হলে সবাই দেখবে, নিজে দেখানোর কিছু নেই।

 8 months ago 

মানুষ তাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে সবার কাছে প্রিয় হয়ে ওঠে। যখনই সুন্দর ঘরের মাধ্যমে সবাই তাকে মহান ব্যক্তি হিসেবে গণ্য করবে তখনই সে বড় হবে। নিজেকে নিজে বড় মনে করলে তা সমাজের চোখে বড় হওয়ার যাবে না। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে বড় মনে করি এবং আশেপাশের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি।

 7 months ago 

নিজেকে বড় করে দেখার মানুষের অভাব নেই এখন।

 8 months ago 

আসলে এ ধরনের লোকজন সব বাড়িতেই থাকে। আর এরকম লোকের সাথে আমার খুব ভালো দেখা সাক্ষাৎ হয়ে থাকে। এরা নিতান্তই খারাপ স্বভাবের লোক। যাইহোক সুন্দর আলোচনার মাধ্যমে সবার উদ্দেশ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 7 months ago 

বাস্তবতা এখন বড় কঠিন,ভালো হলেও খারাপ চলার মানুষের অভাব নেই

 8 months ago 

ব্যক্তি হিসেবে আমি বা আপনি কতটুকু ভালো সেটা আমি নিজে নিজে প্রমাণ দিলে হবে না। সেটার যথেষ্ট পরিমাণ আশেপাশের কিংবা বাইরের লোকজনই প্রমাণ দেবে। তো আপনি লিখাগুলো খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ লিখলেন। আপনার প্রতিটি লাইন পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 7 months ago 

একদম ঠিক কথা বলেছেন আপু।ভালো লাগলো মন্তব্য দেখে।

 8 months ago 

বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। সত্যি সমাজে যারে বড় বলে বড় সেই হয়। যে নিজেকে বড় মনে করে সে কখনো বড় হতে পারে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয় এইটাই প্রকৃত সত্য। ধন্যবাদ আপনাকে, সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,ভালো থাকবেন।

 8 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে লিখলেন আপু।আসলে আমাদের সমাজে এখন নিজের সুনাম নিজেই করে।মানুষ যে কি বলে তার তোয়াক্কা করে না।নিজে নিজেই বড় সাজে।এমন মানুষ এখন সমাজে অনেক।যে যেভাবে থাকে থাকুক। আমরা যেনো এমন মানুষের কাছ থেকে রেহাই পাই। এটা ই চাওয়া।

Posted using SteemPro Mobile

 7 months ago 

নিজের সুনাম নিজে করলে অন্যরা পিছিয়ে যায় কদর করা থেকে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60051.08
ETH 2417.58
USDT 1.00
SBD 2.43