টার্গেট ডিসেম্বর সিজন-৪||১০স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুগণ ♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য।আশা করি সবাই অনেক ভালো আছেন। চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের সাথে কিছুটা সময় ব্যয় করার৷আজকে আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

png_20230114_233425_0000.png

পাওয়ার আপ সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি। এই প্লাটফর্মে টিকে থাকতে হলে আমাদের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর আইডির সক্ষমতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই পাওয়ার আপ অত্যন্ত জরুরী।স্টিম পাওয়ার এর কারণে আমরা আমাদের যে কোন কাজ খুবই সাবলীল ভাবে করতে পারি।

এই যে আমরা প্রতিনিয়ত আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এর মধ্যে কমেন্ট, আপভোট যা পাওয়ার আপ এর কারণে সম্ভব হচ্ছে।আমাদের আইডির পাওয়ার যত বেশি থাকবে আমাদের কাজ করার ক্ষমতা ততটাই বেশি থাকবে।এজন্য আমাদের সকলেরই উচিত প্রতিনিয়ত পাওয়ার আপ করা। যদিও বর্তমানে অবস্থা খুব বেশি ভালো না। তবে সাধ্যমত পাওয়ার আপ করে নিজের অবস্থান উন্নতি করা এবং ধরে রাখার চেষ্টা করছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাওয়ার আপ পোস্ট। আজকে আমি টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।বছরের শুরুর দিকেই rex-sumon ভাইয়া টার্গেট ডিসেম্বর সিজন-৪ পাওয়ার আপ কনটেস্ট ঘোষণা করেছিলেন।

আর নিজেদের টার্গেটে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন।আমি এবং আমরা অনেকেই গত বার নিজেদের লক্ষ্য সামনে রেখে এগিয়ে গিয়েছিলাম।যথেষ্ট পরিমাণ এসপির অধিকারী হয়েছিলাম।আজ আবারও আমি নিজের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাচ্ছি।আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার স্টিম পাওয়ারকে ২০০০০ এস.পি অর্থাৎ ৪x ডলফিনে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি ১০স্টিম পাওয়ার আপ করছি।

আমি কিভাবে পাওয়ার আপ করেছি তা নিম্নে উল্লেখ করে দিলাম।

১ম ধাপ

প্রথমেই ওয়ালেটে গিয়ে স্টিম পাওয়ার বাটনে ক্লিক করলাম।

Screenshot_20240509-092448_Chrome.jpg

২য় ধাপ

এইধাপে আমি ১০স্টিম পাওয়ার আপ করার জন্য লিখলাম। তারপর পাসওয়ার্ড দিলাম।

Screenshot_20240509-092504_Chrome.jpg

Screenshot_20240509-092514_Chrome.jpg

৩য় ধাপ

এরপর আমার পাওয়ার আপ করা শেষ। তারপর আমার এসপি তে আরও ১০ পাওয়ার যোগ হয়ে গেল।মোট ১৬৬৫৫+ স্টিম পাওয়ার হয়ে গেল আমার আইডিতে।

Screenshot_20240509-092533_Chrome.jpg

আমি আশা করি, এভাবেই আমি স্টিম পাওয়ারকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

প্রতি সপ্তাহের মত করে আজও আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আসলে আমাদের সবার জন্যই বেশ প্রয়োজনীয়। আমরা যদি প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে এক সময়ে আমাদের একাউনন্টে অনেক বেশী সক্ষমতা বৃদ্ধি হবে। শুভ কামনা রইল আপনার জন্য। আপু।

 last month 

আপু আমি তো দশ স্টিম পাওয়ার আপ করেছি। মনে হয় ভুলে ৫০ লিখেছেন, যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

আপনার দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত স্টিম পাওয়ার বৃদ্ধি করে আপনার অ্যাকাউন্ট আরো অনেক বেশি শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

জি ভাইয়া, প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করি পাওয়ার আপ করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলে আপনার মত আমিও মনে করি প্রতিনিয়ত অল্প পরিমাণে হলেও পাওয়ার বৃদ্ধি করাটা খুবই প্রয়োজন। আপনি প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করেন এটা ভীষণ ভালো লাগে। আমি মনে করি, এটা আমাদের নিজেদের একাউন্টর ভ্যালু বৃদ্ধি হয়। এভাবেই আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

দোয়া করবেন আপু যেন সব টার্গেটে পৌঁছাতে পারি।

 2 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৪ এর এই সপ্তাহে আপনি ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান আপনার লক্ষ্যে।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।।

 2 months ago 

ঠিক বলেছেন আপু এই প্লাটফর্মে টিকে থাকতে হলে আমাদের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আপনি দেখছি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন আপু। দোয়া করি খুব শীঘ্রই এভাবেই পাওয়ার আপ করে আপনি আপনার লক্ষ্যযাত্রায় পৌঁছান।

 last month 

স্টিমিট প্লাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই পাওয়ার আপ করতে হবে। পাওয়ার ছাড়া কোন কাজ করাই সম্ভব নয় আপু, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একাউন্টঃ @bristy1
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry

 2 months ago 

যত বেশি পাওয়ার আপ ততই নিজের ক্ষমতা বৃদ্ধি। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের বিকল্প নেই। আপনি দশ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে পাওয়ার আপ করে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

জ্বী আপু চেষ্টা করতেছি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবেন।

 2 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন-৪ কে সামনে রেখে ১০ স্টিম পাওয়ার আপ করেছন দেখে খুব ভালো লাগলো আপু। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। এগিয়ে যান নিজের লক্ষে সেটাই কামনা করছি।

 last month 

জ্বী আপু নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61795.04
ETH 3458.89
USDT 1.00
SBD 2.52