আত্মতৃপ্তি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দায়িত্ব পালন এবং আত্মতৃপ্তির বিষয়ে কিছু কথা। আত্মতৃপ্তি বলতে বিষয়টা শুধুমাত্র যে খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত তা কিন্তু নয়। কখনো কখনো হয়তোবা কিছু কিছু কাজ করার মাধ্যমেও নিজেই তৃপ্তি অর্জন করা যায়। বিশেষত নিজের দায়িত্ব ও কর্তব্যগুলো যদি ঠিকভাবে পালন করতে পারা যায় তখন নিজের কাছেই তৃপ্তি লাগে। নিজের কাছে ভালো লাগা কাজ করে। আমরা সমাজে এবং পরিবারে বসবাস করি হিসেবে পরিবার এবং সমাজের সকলের প্রতি আমাদের বিভিন্ন রকম দায়িত্ব থাকে। মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব সন্তানের উপর, সন্তান হিসেবে মা-বাবার প্রতি দায়িত্ব, সমাজের নাগরিক হিসেবে সমাজের প্রতিও আমাদের অনেক দায়িত্ব থাকে।
সবগুলো দায়িত্বই আমরা যদি যথাযথভাবে পালন করতে পারি তখন হয়তোবা মনের মধ্যে শান্তি কাজ করে। কারণ কোন কাজ বা কোন দায়িত্ব যখন অবহেলিত হয় হয়তোবা তখন সেই সমাজটা বা পরিবারটা ধীরে ধীরে ঠুনকো হয়ে যায়। সেই পরিবারে অশান্তি নেমে আসে। দায়িত্ববোধ একজন মানুষকে মানুষ হতে শেখায়। কখনো সে অমানুষে পরিণত হয় না। স্বাভাবিকভাবেই আমরা সমাজে বড় হয়েছি এবং পরিবারে বড় হয়েছি আমাদের মা-বাবার মাধ্যমে। আমরা যদি আমাদের মা বাবার প্রতি দায়িত্ব পালন করি সেটা কখনোই হয়তোবা তাদের প্রতি ঋণ শোধ শেষ হবে না। গর্ভধারিনী মা এবং জন্মদাতা পিতা দুজনেই অনেক বেশি মূল্যবান। তাদের ত্যাগ তিতিক্ষা জন্য হয়তোবা সন্তানরা অনেক বেশি উচ্চতায় যেতে পারে। আর এই বিষয়গুলো সন্তানদের অবশ্যই মনে রাখা উচিত এবং বিবেচনায় রাখা উচিত।
সেই পরিপ্রেক্ষিতে একটা সময় যখন সেই সন্তানদের কাছে মা-বাবার প্রতি দায়িত্ব পালনের দায়িত্বটা কাঁধে এসে যায় তখন সেই দায়িত্ব থেকে পিছিয়ে পড়া বা অন্যের প্রতি সে দায়িত্ব চাপিয়ে দেয়াটা সবচেয়ে বড় অন্যায়। কারণ কারো দায়িত্ব অন্য কেউ পালন করে মনের আত্মতৃপ্তি কখনোই পাওয়া যায় না। নিজের দায়িত্ব গুলো কখনো কখনো টাকা পয়সা দিয়ে পালন করা সম্ভব নয়। মাঝে মাঝে দায়িত্বগুলো সময়, ভালোবাসা, আন্তরিকতা এগুলো দিয়েও পালন করা যায়। তবে সব সময় নিজের কাজগুলো নিজে করার মাধ্যমে নিজের দায়িত্ব পালন করা এবং সবকিছু সামাল দেয়ার মধ্যে যে একটা শান্তি বজায় থাকে সেটিই হচ্ছে আত্মতৃপ্তি।
নিজের দায়িত্ব গুলো ভুলে গিয়ে অন্যের উপর দায়িত্ব ছেড়ে দেয়া অথবা দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেয়া কখনোই ভালো কিছু বয়ে আনে না। কারণ দায়িত্ব গুলো কাঁধেই থেকে যায়। দায়িত্ব কখনো ফেলে দেয়া যায় না। আর এই দায়িত্ব পালন যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে নিজের মনের আত্মতৃপ্তি যদি পাওয়া যায় সেটাই সবচেয়ে বড় বিষয়। জীবনে সব ক্ষেত্রে সব পরিস্থিতিতে নিজের দায়িত্ব গুলো পালন করাই বড় মানসিকতার পরিচয়। যে ব্যক্তি সবকিছু সামলে নিজের দায়িত্বের সামনে নিজেকে ঠিক রাখতে পারে সে ব্যক্তি বড় মানুষ হিসেবে পরিচিত হয়।সমাজে না হোক নিজের কাছে নিজে সমাদৃত হওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ এটাই হলো আত্মাতৃপ্তির সুখ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://twitter.com/bristy110/status/1654914617251106817?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য।।
অনেক সুন্দর একটু টপিক তুলে ধরেছেন আপু ৷ আসলেই নিজের দায়িত্ব হতে কিছু করার যে আত্মতৃপ্তি। সত্যি এর চেয়ে শান্তি নেই যেমন ধরুন একটি পরিবারের প্রধান অর্থাৎ বাবা পুরো পরিবারের দায়িত্ব ৷ কত কষ্ট ত্যাগ এরপরেও তার শান্তি সুখ ৷ দায়িত্ব এমন জিনিস যা কষ্ট ত্যাগ করতেও দ্বিধা করে না ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ব্লগ শেয়ার করার জন্য ৷
জি ভাইয়া আসলেই নিজের দায়িত্ব হতে কিছু করার যে আত্মতৃপ্তি এর চেয়ে শান্তি আর নেই।
মানুষের অধিক টাকা পয়সা থাকলেও অনেক সময় আত্মতৃপ্তি থাকে না। কারণ তাদের মানবিক মন, মানবিক সচেতনতা ও জাগ্রত বিবেক এর অভাব বা কমতি রয়েছে। যার কারণে তারা আত্মতৃপ্তি পায় না। ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
ঠিক মানুষের অধিক টাকা পয়সা থাকলেও অনেক সময় আত্মতৃপ্তি থাকে না।
সুন্দর লিখেছেন আপু প্রতিটি মানুষের ক্ষেত্রে নিজের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। সেটা পরিবারের জন্য কিংবা সমাজের জন্য অথবা আত্মীয়-স্বজনের প্রতি। অনেক মানুষেরযথেষ্ট আত্মার সম্পর্ক টাকা-পয়সার টাকা সত্বেও দায়িত্ব পালনে অবহেলা করেন। কিন্তু যদি মনের আনন্দে নিজের অনুভূতি থেকে দায়িত্ব গুলো পালন করা হয় তাহলে এ প্রকারের আত্মতৃপ্তি পাওয়া যায়। এই দায়িত্ব গুলো পালন করতে এত বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। সবার সাথে মতামতের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে সহমত পোষণ করে যদি সহযোগিতা করা যায় সেটা হচ্ছে যথেষ্ট।
জি আপু প্রতিটি মানুষের ক্ষেত্রে নিজের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়।
সত্যি কথা বলতে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই তাদের দায়িত্ব গুলো অন্যের কাঁধে দিতে পারলেই বাঁচে। সব সময় গা বাঁচিয়ে চলার একটা অভ্যাস। তবে আমি বিশ্বাস করি আমার উপর অর্পিত কাজের দায়িত্ব গুলো সঠিকভাবে পালন করতে পারলে এটার তৃপ্তি অন্য সবকিছুর থেকে অনেক বেশি। নিজের কাজ কখনোই অন্যকে দিয়ে করানো সম্ভব নয়। খুব ভালো লাগছিল লেখাগুলো পড়তে আপু।
জি ভাইয়া আমাদের সমাজের বেশিরভাগ মানুষই তাদের দায়িত্ব গুলো অন্যের কাঁধে দিতে পারলেই বাঁচে।