স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
আমার বাংলা ব্লগে কাজ করার প্রেক্ষিতে প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ঠিক তেমনি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা লিখার জন্য। আর কবিতা লিখতে আমার কাছে এখন খুব ভালো লাগে। কারণ আমরা অনুকবিতার মাধ্যমে সব সময় অনুপ্রেরণা পাই। আর সেই হিসেবেই আমরা অনেকেই কবিতা লিখি। অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর সেই হিসেবে আমিও কবিতা লেখার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে আমার লেখা কবিতা গুলো কেমন লাগে। তবে চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেয়ার। আজকে সম্পূর্ণ কবিতা না লিখে ছোট ছোট অনুকবিতা শেয়ার করব।কারণ আমাদের প্রিয় #rme দাদা অনেকগুলো অনুকবিতা লিখেন,যা পড়তে সত্যিই খুব ভালো লাগে।আমাদের প্রিয় এডমিন হাফিজ ভাই বরাবরই দারুণ কবিতা লিখেন।তার থেকে অনুপ্রেরণা পাই কবিতা লিখতে।ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
(১)
সময়টা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়,
ভালোবাসাগুলো পাহাড়ের উচ্চতায়,
গভীরতা দিয়ে নাম লিখে যায়,
কষ্টরা সব জোট বেঁধে আসে,
পালিয়ে বেড়ায় ভালোবাসার তাড়নায়,
একেই বলে ভালোবাসার অঙ্গীকার ।
(২)
নীল আকাশের ঐ সীমানায়,
নিয়ে যেতে চাই তোমায়,
একটিবার আসো কাছে আমার,
হারাতে দেব না কো কোনো বাগিচায়।
(৩)
ঢেউয়ের বিপরীতে দাঁড়াতে চাই,
বাতাসের বিপরীতে ঘুরতে চাই,
ডানা মেলা পাখির মত উড়তে চাই,
দিগ দিগন্তে ঘুরে ঘুরে আস্বাদ নিতে চাই,
পাহাড়ের উচ্চতায় পাড়ি দিতে চাই,
তোমার মনে আমার জায়গাটা করে নিতে চাই।
(৪)
বাহ্যিক সৌন্দর্য কখনো বহিপ্রকাশ করে না,
তুমি কেমন বা কি তোমার পরিচয়,
তুমি তোমার গুণে সুন্দর সুশীল,
চকচক সোনার রূপধারী তামা নও।
তুমি তোমার মত জ্ঞানী,
তুমি তোমার মত স্বপ্নচারী।
(৫)
আকাশকে বলেছিলাম পথ দেখাতে,
কিন্তু পাখিটা বোধহয় তোমার কাছে যায়নি,
চিঠিটা তোমার হাতে পৌছায়নি,
আমার স্বপ্নটা তোমার চোখে ধরা দেয়নি,
নাকি তুমি দেখেও দেখো নি,
আমার চিঠির উত্তর আজও পাইনি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ লাগে আমার কাছে আপনার স্বরচিত পদ্ধতি অনু কবিতা মনোমুগ্ধকর। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া,জেনে খুব ভালো লাগলো।
আমারও খুব ভালো লাগে লিখতে। আর আপনাদের মত পাঠক থাকলে তো কথাই নেই ধন্যবাদ ভাইয়া।
আমি কেমন পাঠক হতে পেরেছি জানি না, তবে আপনি যে সুন্দর লিখতে পারেন সেটা বুঝেছি।
আপনার একগুচ্ছ অনু কবিতা পড়ে আমার মনটা একেবারে ভরে গেল আপু। আপনি আজকে একগুচ্ছ অনু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা কবিতার মাধ্যমে আপনি খুবই সুন্দর টপিক তুলে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। এরকম কবিতাগুলো আপনার কাছ থেকে আরও পাওয়ার অপেক্ষায় থাকলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
বাহ! দারুন লিখেছেন আপনি অনুকবিতা গুলো বেশ ভালো লেগেছে পড়ে। আপনি অনেক সুন্দর করে ভালবাসার অনুকবিতা গুলো লিখলেন প্রতিটি অনুকবিতা আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।
একগুচ্ছ অনু কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দের। আপনার কবিতা অনেক বেশি ভালো লাগে পড়তে। আপনি সব সময় খুবই সুন্দর কবিতা লিখে থাকেন। আজকে পাঁচটা অনু কবিতা নিয়ে হাজির হলেন। আপনার একগুচ্ছ অনু কবিতা গুলো খুবই মনোযোগ দিয়ে পড়েছি। সত্যি বারবার পড়তে ইচ্ছে করছিল। প্রত্যেকটা কবিতা লেখার টপিক ও বেশ সুন্দর ছিল। এরকম কবিতা লিখে শেয়ার করলেন দেখে ভালো লেগেছে।
আপু আপনাকে অনেক ধন্যবাদ। কবিতা পড়েন দেখে ভালো লাগলো।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ও সাবলীল ভাষায় লেখা আপনার পাঁচটি অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কবিতা গুলো পড়ার জন্য।