জেনারেল রাইটিং|| অনুশোচনা

in আমার বাংলা ব্লগ11 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

woman-837156_1280.jpg

source
আমরা আমাদের জীবনকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আদৌ কি আমরা পারি সম্পূর্ণটা আমাদের জীবনকে উপভোগ করতে দিতে। না সেটা কারো পক্ষেই সম্ভব নয়। হয়তোবা নিজের সামর্থ্যই নেই নিজের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার, নয়তো বা অন্যের জন্য নিজের জীবনটাকে উপভোগ করা সম্ভব নয়। আমাদের জীবনকে আমরা কত ভাবে না সাজাতে চাই। নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। কিন্তু সব স্বপ্ন কি আমাদের পূরণ হয়? স্বপ্নগুলো আসলে বিশাল পাহাড়ের উপরে অবস্থিত। যেগুলোকে পূরণ করতে হলে বা ছুঁতে হলেও আমাদের সেই পাহাড় পাড়ি দিতে হয়। যার পক্ষে সম্ভব হয় সে পাহাড় পাড়ি দেয়া সেই একমাত্র তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। কিন্তু যারা পাহাড়ের অর্ধ পথে গিয়ে উপচে পড়ে যায় বা পিছলে পড়ে যায় তারা কিন্তু নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না। হয়তোবা অনেক সময় টাকার কারণেও হতে পারে।

আচ্ছা আমরা একবারও কি চিন্তা করি আমাদের জীবনটা কিভাবে গঠিত করছি? সবকিছুই কি আমরা ঠিকভাবে পরিচালনা করি? এইতো ধরুন আমরা জীবনটাকে খুব সুন্দর ভাবে পরিচালনা করতে চাই। কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো কি তা করতে দিবে? কখনোই না, কারণ হিংসার ধ্বংসাত্মক আগুন কিন্তু সবাইকে পুড়ে ছাই করে দেয়।সেখানে হিংসা থাকে সেখানে কখনো একজনের পাশে অপরজন ভালোভাবে টিকতে পারে না। সবকিছু ভালোভাবে সম্পূর্ণ করতে হলে অবশ্যই সমঝোতা, সহানুবর্তিতা এবং আন্তরিকতা প্রয়োজন।

আমরা আমাদের জীবনকে সুন্দর ভাবে গোছাতে চাই তখন, যখন আমাদের সামর্থের কমতি থাকে না।কিন্তু অনেক সময় দেখা যায় সামর্থের কমতি থাকলেও অনেকেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায়। কিন্তু আশেপাশের মানুষের সমর্থন কতটা উপকার করে সেটা হয়তোবা কেউই বুঝেনা। হ্যাঁ সবাইকেই সবার সাথে সহানুবর্তিতার মাধ্যমে চলতে হবে এবং সময় গুলো বুঝে নিতে হবে। কিন্তু আদৌ কি হয়? তা কখনোই হতে দেখিনি আমি। কারণ আমি দেখেছি একজন উপরে উঠতে গেলে তাকে সব সময় নিচের দিকেই টানা হয়। কেউ ভালো পথে চলতে গেলে তাকে সবসময় বিপথে চালিত করা হয়। শুধুমাত্র এই জন্যই, যে বিপথে পরিচালিত করছে সে নিজেই ভালো কিছু করতে পারছে না ।

বর্তমান সমাজে চলতে গেলে খুব হুঁশিয়ার ভাবে চলতে হয়। তা না হলে চারদিক থেকে বিপদ ঘিরে আসে।এমন কি নিজের আপন লোকদের থেকেও অনেক সময় বিপদের আশঙ্কা থাকে। যাই হোক যারা সবার জন্য নিবেদিত প্রাণ থাকে তারাই একটা সময় সবার বলি হয়ে যায়। কারণ যখন নিজের সর্বোচ্চ টা দিয়ে সারা জীবন করে এসেছে, কিন্তু পরবর্তীতে যখন তার সাধ্য নেই তখন কথা শুনতে হয় সেই আপনজনদের থেকেই। যাদের জন্য পূর্বে থেকে করে এসেছে।

আসলে নিজের চোখে দেখা। এমন অনেক কিছুই দেখেছি, কেউ কেউ অনুশোচনায় কখন পড়ে জানেন? যখন সবকিছু ভালোভাবে চলার পরও তার ভালো লাগেনা, কিন্তু পরবর্তীতে যখন সে নিজের মতো করে অন্য কিছু বেছে নেয় এবং সেখানে ভুল পথে ধাবিত হয়ে নিজের সবকিছুই হারায় তখন অনুশোচনায় পড়ে। তবে এটা সবার ক্ষেত্রে নয়। যাই হোক আবোল তাবোল ভাবেই তো অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারবেন। জীবনের সাথে মেলাতে পারবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কখনোই আমরা পারিনা কিন্তু জীবন যতদিন আছি আমরা খুব চেষ্টা করে যাই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের চোখে কত স্বপ্ন কিন্তু আমরা সেই স্বপ্ন গুলি কখনোই পূরণ করতে পারি না। আমরা সেই আশা নিয়েই বেঁচে থাকি। আপনি ঠিক কথা বলেছেন আমরা যদি জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে চাই আমাদের আশপাশের মানুষ সেটা করতে দেবে না কারণ হিংসার ধ্বংসাত্মক আগুন কিন্তু সবাইকে পুড়ে ছাই করে দিবে । আমরা যদি ভালো কিছু অর্জন করি মানুষ সেটা সহ্য করতে পারে না কিন্তু যদি আমরা বেকার অবস্থায় বসে থাকি তাহলে আরো মানুষ নিচে নামাতে ব্যস্ত থাকে। আসলে মানুষ কোন কিছুই ভালো সহ্য করতে পারে না। আমাদের সামর্থ্যের কমতি থাকে না কিন্তু আমাদের অনেক স্বপ্নই অপূরণ থেকে যায়। বর্তমান সমাজে চলতে গেলে খুব হুঁশিয়ারি ভাবে চলতে হবে জি আপু কারণ মানুষ মানুষের ভালো চায়না। অনেক মানুষ সুযোগ পেলেই নিচে নামাতে শুরু করে দেয়। জি আপু নিজে সবকিছু বেছে নাই এবং ভুল পথে চলার পর ধাবিত হয়ে সর্বোচ্চ হারায় তখনই মানুষ অনুশোচনায় পড়ে। অনেক সুন্দর কিছু কথা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন

 11 months ago 

আরে আপু মনের কথা গুলো কে কি করে এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করলেন। আপনার প্রতিটি কথাই যেন আমার জন্য লেখা। এখন যেন হিংসাত্বক মানুষগুলোর জন্য নিজেদের কে আর ভালো কোন জায়গায় নেওয়া যায় না। কেন যেন মানুষের উন্নতি দেখলে মানুষ এমন করে জ্বলে উঠে? দারুন ছিল কিন্তু আজকের পোস্টটি।

 11 months ago 

সত্যি বলেছেন আপু আমরা যদি জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। তাহলে আমাদের পাশের মানুষগুলোর সহযোগিতা অতি প্রয়োজন। আর যেখানে হিংসা আছে সেখানে কখনো ভালো হওয়া যায় না। তবে এটা সত্যি আপু যে যত করে পরবর্তীতে তাকে কেউ আর দেখতে পারে না। পরে সে অনুশোচনা পড়ে যায়। আসলে বর্তমান সমাজে চলতে হলে আমাদের সব সময় সচেতনভাবে চলতে হবে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59647.06
ETH 2365.97
USDT 1.00
SBD 2.56