অরিগ্যামি||রঙিন কাগজের ৩টি পাখির অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240820_213632.jpg

20240820_213218.jpg

আমরা বাংলা ব্লগ মানেই নতুন কিছুর আয়োজন। ঠিক তেমনি আজকে আমি আবারো একটি নতুন আয়োজন নিয়ে চলে এলাম। পোস্ট ভ্যারিয়েশনের ক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট তৈরি করা হয়। আর সে ক্ষেত্রে আজকে চলে এলাম অরিগ্যামি পোস্ট নিয়ে। আসলে যখন থেকে অরিগ্যামি তৈরি করা শুরু করছি তখন থেকে খুব বেশি ভালো লাগে। কারণ অরিগ্যামিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই ক্ষেত্রে যেহেতু কোন কাটাকাটি বা আঠার ইউজ করা হয় না সে ক্ষেত্রে মূলত কাজের ঝামেলাটা একটু কমে যায়।

20240820_213422.jpg

এজন্যই মূলত চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে পোস্ট তৈরি করার জন্য।ঠিক তেমনি আজকে চলে এলাম তিনটি পাখির অরিগ্যামি নিয়ে। আমি আজকে তিন রঙের কাগজ দিয়ে তিনটি অরিগ্যামি তৈরি করেছি। যেগুলোকে পাখির আকারে তৈরি করলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল পাখিগুলো। যখন তৈরি করছিলাম তখন আমার ছেলে তো এসে বারবার দেখছিল কি তৈরি করছি। আর শেষে কখন তাকে দেব। গতকাল সন্ধ্যাবেলায় বসে আমি এই অরিগ্যামি গুলো তৈরি করেছি। আর আজকে সকাল বেলা বসে পোস্ট লিখছিলাম। যাইহোক আমার আজকের পাখিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • রঙিন কাগজ
  • মার্কার পেন
  • স্কেল
  • কালো কলম

20240820_210231.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে হলুদ রংয়ের কাজকে ১৫*১৫ সেন্টিমিটার মাপে নিয়েছি।তারপর কোনাকুনি ভাবে একবার ভাঁজ দিয়ে দিলাম।

20240820_211133.jpg

20240820_211253.jpg

দ্বিতীয় ধাপ

এবার আগের ভাঁজ খুলে অপর পাশ কোনাকুনি ভাবে আবার মাঝ বরাবর একটা ভাঁজ দিলাম।

20240820_211315.jpg

20240820_211342.jpg

তৃতীয় ধাপ

এক কোনা আমার দিকে ঘুরিয়ে সেটাকে উপরের দিকে একটু অংশ খালি রেখে ভাঁজ দিলাম। তারপর ডান পাশ থেকে বাম পাশের কোনাকুনি অংশে এটা আবার ভাঁজ দিয়ে নিলাম।

20240820_211417.jpg

20240820_211431.jpg

চতুর্থ ধাপ

এই ভাঁজ থেকে একটা অংশ মাঝ বরাবর নিয়ে উপরের দিকে ভাঁজ দিলাম। নিচের কোনায় আলাদা একটা অংশ বেরিয়ে আছে সেটা আবার ভাঁজ করে উপরের দিকে দিলাম ।

20240820_211518.jpg

20240820_211534.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে আগের ভাঁজটাকে উল্টে একদম একইভাবে সেই অংশটা উপরের দিকে ভাঁজ করে নিচের অংশটাও ভাঁজ করে নিলাম।

20240820_211611.jpg

20240820_211625.jpg

ষষ্ঠ ধাপ

এখন মাঝের অংশটা আমি খুলে নিলাম এবং উপরে যে কোনাকুনি অংশটা আছে সেটা বাঁকিয়ে নিলেই মুখের অংশ তৈরি হয়ে যাবে। মানে পাখির ঠোঁট হয়ে যায়।

20240820_211641.jpg

20240820_211715.jpg

সপ্তম ধাপ

এখন বাইরের যে অংশটা বেরিয়ে আছে এটাকে ভাঁজ করে এর ভিতরের দিকে দিলে পুরো পাখিটার অবয়ব তৈরি হবে।

20240820_211717.jpg

20240820_211844.jpg

অষ্টম ধাপ

উপরের মাথা দিকের অংশে কোনার অংশ ভাঁজ করে নিলাম, তারপর চোখ এঁকে নিলাম।

20240820_211928.jpg

20240820_211951.jpg

নবম ধাপ

একটা লাল কলমের সাহায্যে পাখির ঠোঁট এঁকে নিলাম এবং ডানার দিকে কিছু থ্রিডি লুক দেয়ার জন্য ডানার অংশ এঁকে নিলাম।আর এভাবেই লাল এবং হালকা সবুজ রংয়ের দুটো পাখিও তৈরি করে নিলাম। এগুলোকেও বিভিন্ন ভাবে রং করে নিলাম।

20240820_212118.jpg20240820_212658.jpg

20240820_213323.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি তিনটি ভিন্ন রঙের পাখির অরিগ্যামি। যেগুলো দেখতে দারুণ,তৈরি করতেও বেশ আনন্দ লেগেছে আমার।

20240820_213444.jpg

20240820_213450.jpg

20240820_213422.jpg

20240820_213601.jpg

20240820_213621.jpg

20240820_213713.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 days ago 

কাগজ দিয়ে তৈরি করা পাখি অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক দক্ষতার সাথে কাগজের ভাঁজে পাখি তৈরি করেছেন। চমৎকার একটি পোস্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 days ago 

জি ভাইয়া একটু সময় নিয়ে কাজগুলো করতে হয় না হলে সব এলোমেলো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করা নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনার কালার চুজিং দেখে আমি অভিভূত। খুবই চমৎকার বাছাই করেছেন।পাখি তিনটা দেখতে অসাধারণ লাগছে।প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো।

 2 days ago 

ধন্যবাদ ভাইয়া। আসলে এই রঙিন কাগজগুলো দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করতে ভালো লাগে।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় আর ধৈর্যের প্রয়োজন হয়। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টকর। বিশেষ করে ভাঁজ যদি এলোমেলো হয়ে যায়, তাহলে পুরোটা তৈরি করা আরো বেশি মুশকিলের হয়ে যায়। তিন কালারের রঙিন কাগজ ব্যবহার করে তিনটা কিউট পাখির অরিগ্যামি তৈরি করেছেন। যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে।

 2 days ago 

একদম ঠিক বলেছেন আপু আসলে এগুলোর ভাঁজ যদি একটু সমস্যা হয় তাহলে পুরো কাজটাই নষ্ট হয়ে যায়। আমার মাঝে মাঝে এরকম হয় পরে আবার নতুন করে শুরু করে ফেলি। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

দারুন একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করলেন আপু আপনি দেখে ভীষণ ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা অরিঅ্যামি গুলো আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে আমিও তৈরি করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপু ধাপ গুলো বিস্তারিত উপস্থাপন করলেন।

 2 days ago 

ঠিক বলছেন আপু রঙিন কাগজের অরিগ্যামি একটু আলাদাই সুন্দর লাগে। সেজন্যই আমি চেষ্টা করি অরিগ্যামি তৈরি করার জন্য।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ দারুন লাগে । আর আপনি তো দেখছি আজ বিভিন্ন কালারের পাখির বন্যা বইয়ে দিয়েছেন । খুব সুন্দর করে আপনি রবিন কাগজ দিয়ে পাখিগুলো তৈরি করেছেন । আবার আপনি তৈরি করা পাখিগুলো কেমন করে তৈরি করলেন তার প্রতিটি ধাপও তুলে ধরেছেন । ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 2 days ago 

হাহাহা আপু পাখিগুলো আপনার বাসায় পাঠিয়ে দেবো দাঁড়ান একটু অপেক্ষা করুন। আর আশেপাশে দেখুন পাখিগুলো পৌঁছাচ্ছে কিনা। কারণ যে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির সাথে এগুলো হারিয়ে যাবে।

 2 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর পাখি তৈরি করেছেন। কালার করার কারণে পাখিগুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা পাখি খুব সুন্দর লাগছে। দারুন ভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছে। বেশ ভালো লাগলো আপনার আজকের অরিগামি দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

জি আপু কালার করার কারণে এগুলি একটু থ্রিডি লাগছে আর দেখতেও ভালো লাগছে। সত্যি বলতে অরিগামি করতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্যই চেষ্টা করেছি।

 2 days ago 

ভাঁজের কাজগুলো একটু সাবধানতার সাথেই করা লাগে। কারণ ভাঁজ যদি এলোমেলো হয়, তাহলে পুরোটা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে শুরু করা লাগে এ বিষয়টা অনেক কষ্টকর। এত কিউট কিউট দেখতে পাখির অরিগ্যামি তৈরি করে নিলেন দেখে তো খুব ভালো লাগলো। এই পাখিগুলো দেয়ালে এলোমেলো করে লাগালে দেখতে অনেক সুন্দর লাগবে। আর বাচ্চাদেরকে দিলেও খুশি হবে।

 2 days ago 

জি ভাইয়া,পাখিগুলো দেখতে আসলেই অনেক কিউট।আর তৈরি করতেও বেশ ভালো লেগেছিল।

 2 days ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে বেশ দারুণ দারুণ কিছু পাখির অরিগ্যামি তৈরি করছেন। সত্যি বলতে পাখির অরিগ্যামি গুলো দেখে মুগ্ধ হলাম আপু। আপনি তিনটি ৩ কালারের কাগজ দিয়ে সুন্দর করে অরিগ্যামি গুলো তৈরি করছেন।ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61744.65
ETH 2678.63
USDT 1.00
SBD 2.59