জেনারেল রাইটিং||সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য এবং চেষ্টা।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

green-4119980_1280.jpg

source

বাস্তব জীবনে আমরা প্রত্যেকেই কোন না কোন সমস্যায় পড়ছি প্রতিনিয়তই। সমস্যা আমাদের পিছু ছাড়ার নয়। সমস্যা ছিল, সমস্যা আছে এবং সমস্যা থাকবে। আর এটাকে নিয়েই আমাদের প্রত্যেকের জীবন অতিবাহিত করতে হবে। তবে এই সমস্যাকে পুঁজি করে বসে থাকাটা এক ধরনের বোকামি। যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত।বসে থেকে কোন সমস্যার সমাধান করা যায় না।

অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যার সমাধান করার চেষ্টা করেও কোন লাভ হয় না। তবে এক্ষেত্রে ধৈর্য্যের প্রয়োজন হয়। বাস্তব ক্ষেত্রে এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি এবং এখনো পাচ্ছি। প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে থাকে। তবে আমরা যদি তৎক্ষণাতই কিছু করে ফেলি তাহলে হয়তোবা সেটার ফল ভালো হয় না। যেকোনো বিষয়ে একটু ধৈর্য্য ধারণ করলে কিন্তু সবকিছুরই হয়তো সমাধান হয় নিজের জন্য ভালো হয়।

সমস্যাগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য। এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা যদি আমরা করে থাকি এবং ধৈর্য্য ধারণ করি তাহলে যেকোনোভাবেই কিন্তু আমরা একটা উপায় পেয়ে যাব। কোনো সমস্যার সমাধান না করে যদি সেখানে তর্কে বিতর্কে জড়ানো হয় তাহলে দেখা যায় সেই সমস্যাটা আরো বেশি জটিল হয়ে যায়। কিন্তু তর্কে না জড়িয়ে যদি ধৈর্য্য ধরে সেই সময়টা পার হওয়ার অপেক্ষা করা হয় তখন দেখা যায় সমসাগুলো নিজে নিজেই ঠিক হয়ে যায়।

একটা বাস্তবিক উদাহরণ দিয়েই আপনাদের মাঝে বিষয়টা ক্লিয়ার করে দেই। ধরুন আপনি এবং আপনার কোন ফ্রেন্ড কোন একটা বিষয় নিয়ে ঝামেলা করেছেন। আর সে বিষয়টা নিয়ে আপনারা দুজনে কিন্তু দোষী নন। তবে প্রেক্ষাপট ভিত্তি করে আপনাদের দুজনের মাঝে ঝামেলাটা লেগে গেল। তখন আপনারা দুজনেই যদি তর্কে জড়ান তাহলে এটা তর্কে তর্কে বহুদূর চলে যাবে। আর এতে যেমন সমস্যাটা সমাধান হবে না, তেমনি সম্পর্কটাও ছিন্ন হয়ে যাবে।

এমন বাস্তবিক ভিত্তিতে অনেক কিছুই আছে যেখানে আমরা সমস্যা চলাকালীন সময়ে বিভিন্ন রকম কথা বলে ফেলি আর এজন্যই মূলত সমস্যাটা সমাধান না হয়ে সেটা আরও বিগড়ে যায়। সব সময় সমস্যার সমাধানের লক্ষ্যে কথা বলতে হবে। আর মনের মাঝে যদি খুঁত থেকে থাকে তাহলে আপনি নিজেই সমস্যাগুলো বৃদ্ধি করতে থাকবেন আপনার কথার মধ্য দিয়ে। আমি মনে করি কিছু ক্ষেত্রে ধৈর্য্য ধরাটাই কিন্তু একটা বড় সমস্যার সমাধান।

বিষয়টা এমন নয় যে সব অন্যায়ের ক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে আপনার কিছুই করার থাকে না সে ক্ষেত্রে আপনি ধৈর্য্য ধরে চুপ করে থাকুন। বিধাতা নিশ্চয়ই তার ফল স্বরূপ কিছু না কিছু উপহার দিবে। যেমন কর্ম তেমন ফল যেমন ভোগ করতে হয়,ঠিক তেমনি সমস্যা সমাধান করার পরিপ্রেক্ষিতে ধৈর্য্য ধারণ করার পরও কিন্তু একটা সুফল পাওয়া যায়।

এজন্যই মূলত বাস্তবিক দিক ভিত্তি করে আমার মনে হয় যদি কেউ কোন সমস্যায় পড়ে যে সমস্যাটা হতে পারে পারিবারিক, হতে পারে সামাজিক, নয়তো বা সিক্রেট কোন বিষয়। যেগুলো আলোচনায় আসলে সমস্যা হতে পারে। সেই কথাগুলো ধৈর্য্য ধরে চুপ থেকে অপেক্ষা করাই ভালো।কারণ সব অন্যায়কারীই তার ফল পাবে,আর ভালো কাজে সুফল তো অবশ্যই আছে। তার পাশাপাশি সমস্যাও সমাধান হবে।আজকের মত আপনাদের মাঝে এতোটুকুই শেয়ার করলাম আশা করি আপনাদের মতামত জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে আপু আমাদের জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ থাকবেই। আর সমস্যাকে সত্যি আমাদের ধৈর্য্যের মাধ্যমে সমাধান করতে হবে।আসলে আপু সমস্যা থাকলে সমাধান থাকবেই। তবে এই সমস্যাকে আমাদের ধৈর্য্য ধরে সমাধান করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 last year 

ঠিক বলেছেন আপু আসলে ধৈর্যের বিকল্প কোন কিছুই নেই। ধৈর্য্য ধরলে অনেক রকম সুফল পাওয়া যায়। যেটা আমি প্রমাণ পেয়েছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 last year 

একদম সঠিক বলেছেন। প্রতিটি সমস্যার সমাধানে ধৈর্য এবং চেষ্টা। চেষ্টা যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে কোন সমস্যাই সমস্যা বলে টিকে থাকবে না। কারণ সমস্যাও তো পরিস্থিতর তৈরি আর সেখানে আমাদের কোনো না কোনোভাবেই হাত থাকে। তাই সমাধানও আমাদেরকেই করতে হয়। তাড়াহুড়ো করে অস্থির না করে ধৈর্য ধরে সবকিছু নিয়ে এগিয়ে চললেই সমস্যার সমাধান হয়ে যায়।
আপনার পোস্টটি খুবই ভালো লেগেছে। অনুপ্রাণিত করে পোস্ট। ভালো থাকবেন আপু। আপনার জন্য অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানালাম।

 last year 

জি আপু যে কোন সমস্যাকে ধৈর্য্য ধরে চেষ্টা দিয়েই কিন্তু সমাধান করা যায়। তবে হুটহাট কোন পদক্ষেপ কিন্তু কখনোই ভালো সুফল হয়ে আনতে পারেনা। আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লেগেছে আপু, ধন্যবাদ।

 last year 

তর্কে জড়ালে সম্পর্ক যেমন খারাপ হয় তেমনি সেই সম্পর্কটা ঠিক হতে অনেক সময় লাগে। তাই সঠিক সময়ে ধৈর্য ধারণ করা বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধারণ করলে এক সময় সবকিছুই ঠিক হয়ে যায়। আপু আপনার জেনারেল রাইটিং পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া, সম্পর্কটা যেমনই হোক না কেন তর্কে তর্কে বিতর্ক হয়ে পরিস্থিতি অনেক বিগড়ে যায়। পরে আর আগের জায়গায় ফেরানো সম্ভব হয় না। আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লেগেছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি ঠিক বলেছেন, সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য এবং প্রচেষ্টা। ধৈর্য্য এবং প্রচেষ্টা মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব। কারণ ধৈর্য না থাকলে কখনো সফলতা অর্জন করা যায় না আর সফলতা অর্জনের জন্য প্রচেষ্টা একান্ত প্রয়োজন। যার মাঝে ধৈর্য্য নেই সে প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। ধৈর্য ধরে সমস্যা সমাধান করতে হবে । তাহলে জীবনে সকল বাধা দূর হবে এবং সফলতা আসবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

যেকোন বিষয়ে যদি ধৈর্য্য ধরে আপনি দেখেন তাহলে সেই সমস্যাটা সমাধান হওয়ার পর আপনি বুঝবেন ধৈর্য্য ধরার ফলে কিন্তু আপনি ভালো সমাধান পেয়েছেন। এত সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

জন্ম যখন হয়েছে ঝামেলা তো থাকবেই।তবে সব রকম ঝামেলার মাঝে ধৈর্য ও চেষ্টা দ্বারা ওভারকাম করতে হয়।আপনি এই বিষয়টিকে নিয়ে চমৎকার উদাহরন দিয়ে বুঝিয়ে দিলেন।সত্যি ই আপু আমাদের সবার উচিত যেকোনো সমস্যায় চেষ্টা করে যাওয়া ধৈর্য ধরে।

 last year 

জ্বী আপু এই বিষয়টা যদি সবাই বুঝতো তাহলে একটা সমস্যার সমাধান খুব সুন্দর হতো। সবাই তো আর বুঝে না, এটাও তো সমস্যা তাই না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো কাজে সফলতা অর্জন করতে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রমের দরকার। আমরা যেকোনো কাজে অল্পতেই ধৈর্য হারা হয়ে পরি।ফলে হয়তো সেই কাজ মাঝপথেই থেমে যায় এমনটা করা মোটেই ঠিক নয়। আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু বেশ ভালো লাগলো।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটা পড়ে এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আসলে ধৈর্য হারা হয়ে কখনো কোন সমস্যার সমাধান করা যায় না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 114481.88
ETH 4292.34
SBD 0.86