মজাদার স্বাদে বউ পিঠা তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।আমার এই প্রিয় ব্লগের সাথে প্রতিনিয়ত কাজ করে আমি খুব আনন্দ পাই।তাই সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই।

IMG-20221216-WA0040.jpg

প্রতিনিয়ত আমরা একই রকম খাবার খেতে অরুচিবোধ করি,তাই না।নাস্তার বেলায়ও তেমন।এখন তো শীতের সময়।আর এখন বিভিন্ন রকম পিঠার ধুম পড়ে। প্রতিবছরই সবাই বিভিন্ন রকম পিঠা তৈরি করে।আর এই সময়ে মিষ্টি পিঠার পাশাপাশি ঝাল পিঠা খেতেও ভালো লাগে।আর আমি তো ঝাল পিঠাগুলোই বেশিই পছন্দ করি।আর এজন্যই মাঝে মাঝে আমি বিভিন্নরকম ঝাল পিঠা তৈরি করি। আর আজকেও একটি মজাদার পিঠা তৈরি করেছি।নামটা শুনে হয়তো একটু মজা লাগবে।এই পিঠার নাম হলো বউ পিঠা।আর এই নামটা প্রথম শুনে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম।আমার মামনির হাতেই এই পিঠা খেয়েছি।মামার বিয়ের পর প্রথম এই পিঠা খেয়েছি। আর এটা আমার বেশ ভালো লাগে।সহজে তৈরি করা যায়, আর অল্প সময় লাগে বলে আমার বেশি ভালো লাগে।যাইহোক কথা আর না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই বউ পিঠার রেসিপি।

1671199543674.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণ
পরিমাণ
আটাদেড় কাপ
পেঁপে১টি
গাজর২টি
পেঁয়াজ১টি
কাচামরিচ৫/৬টি
বরবটিপরিমাণ মত
আলুবড় ১ টি
পেঁয়াজ পাতাকুচিআধা কাপ
লবণপরিমাণ মত
রসুনবাটা১ চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
মরিচগুঁড়াআধা চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মত

প্রথম ধাপ

20221215_123202.jpg20221215_125824.jpg

প্রথমত আমি সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নিলাম।তারপর পেঁপে আলু এবং গাজরের খোসা ছাড়িয়ে নিলাম।এরপর সবগুলো সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিলাম।

দ্বিতীয় ধাপ

একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং পেয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। এগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম।

20221215_131009.jpg20221215_131123.jpg

তৃতীয় ধাপ

এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম।

20221215_131235.jpg20221215_131307.jpg

চতুর্থ ধাপ

এইভাবে সবগুলো কিছুক্ষনের জন্য ভেজে নিলাম। তারপর লবণ, হলুদ গুড়ো,মরিচ গুড়ো দিয়ে আবারো নেড়ে ভাজতে থাকলাম।

20221215_131356.jpg20221215_131507.jpg

পঞ্চম ধাপ

ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। রান্নার শেষ পর্যায়ে ধনে পাতা দিয়ে লবণ চেক করে নিলাম। তারপর চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম।

20221215_132429.jpg20221215_162928.jpg

ষষ্ঠ ধাপ

অন্য একটি বাটিতে আটা নিয়ে নিলাম।এরমধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম।তারপর ১টেবিল চামচ তেল গরম করে আটার মধ্যে দিয়ে দিলাম।তারপর ভালোভাবে কিছুক্ষণ মেখে তারপর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম।

20221215_162924.jpg20221215_163204.jpg
20221215_163417.jpg20221215_163722.jpg

সপ্তম ধাপ

এখন সেই ডো থেকে ছোট করে নিয়ে রুটি তৈরি করে নিলাম।এক্ষেত্রে একদম ছোট রুতি বানালাম।

20221215_163829.jpg20221215_163915.jpg

অষ্টম ধাপ

তারপর লম্বালম্বিভাবে সেই সবজি দিয়ে দিলাম।তারপর হাতের সাহায্যে আমি বেণীর মত ডিজাইন করলাম।আমি ছবির মাধ্যমেই ডিজাইনটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

20221215_163958.jpg20221215_164012.jpg
20221215_170630.jpg20221215_170633.jpg

নবম ধাপ

এখানে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি।তৈরি করার পর আমি আলাদাভাবে টিস্যুর উপরে রেখে দিলাম।যাতে একটার সাথে একটা লেগে না যায়।

20221215_164035.jpg20221215_164054.jpg
20221215_165234.jpg20221215_172323.jpg

দশম ধাপ

এখন ভেজে নেব,সেজন্য পরিমাণ মত তেল ফ্রাইপ্যানে দিয়ে দিলাম।তেল গরম হয়ে এলে এক এক করে দিয়ে দিলাম পিঠাগুলো।এপাশ ওপাশ ভালোভাবে ভেজে আমি পিঠাগুলো নামিয়ে নিলাম।

20221215_172219.jpg20221215_172521.jpg
20221215_173146.jpg20221215_173154.jpg

সবশেষে আমি পিঠাগুলো পরিবেশন করে নিলাম।আসলে এটা সালাদ বা টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগে।আমি তো এই পিঠাগুলো খেতে খুবই পছন্দ করি।

IMG-20221216-WA0040.jpg

IMG-20221216-WA0039.jpg

আজকের এই বউ পিঠা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলছেন এখন যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাওয়ার ধুম পড়ে যায়।এই পিঠাকে বউ পিঠা বলেন আজ প্রথম শুনেছি আপনার থেকে জানতে পেরেছি।তবে যে পিঠা হোক না কেন দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছ।আশা করি খেতেও অনেক মজা হবে।

 2 years ago 

খেতেও দারুণ হয়।তবে এটি মাংস দিয়েও করা যায়।ভালোই লাগে খেতে।

 2 years ago 

আসলে একই খাবার খেতে খেতে আমরা একটা সময় হয়তো সেই খাবারটা আর খেতে চাই না, খাবারে ভিন্নতা নিয়ে আসাটা খুবই জরুরী। আমিও আপনার মত ঝাল অনেক বেশি পছন্দ করি আমার কাছে ঝাল পিঠা অনেক বেশি ভালো লাগে। কিন্তু আপনার এই পিঠার নাম আমি যখন শুনলাম তখন আমি রীতিমতো সত্যিই অবাক হয়ে গেলাম এটা আবার কেমন নাম..!! যদিও এ ধরনের পিঠা কখনো খাওয়া হয়নি তবে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।

 2 years ago 

আমি নিজেও প্রথমবার নাম শুনে অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে খেয়ে খুবই ভালো লেগেছে। এটি তিনভাবেই তৈরি করা যায়। সামনে সুযোগ পেলে বাকি দুই পদ্ধতিও দেখাবো।

 2 years ago 

আসলেই আপু চারদিকে পিঠা খাওয়া ধুম পড়েছে ৷ আপনিও আজ দারুণ একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন ৷ তবে আমার কাছে ও একটু পিঠার নাম শুনে অবাক লাগলো ৷ বউ পিঠা কখনো খাইনি এবং এমন নামও শুনিনি ৷ তবে যাই হোক আপনার রেসিপি থেকে ইউনিক একটি পিঠার তৈরি শিখতে পারলাম ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

জি ভাইয়া,ধুম পড়েছে তো।কিন্তু এই ঠান্ডায় তো বানিয়ে খেতে ইচ্ছে করে না,ইচ্ছে করে কম্বল মুড়িয়ে ঘুমাই আর খাই🤭

 2 years ago 

বউ পিঠার নাম আজকে প্রথম শুনলাম আপু। তবে আপনার মামার বিয়ের পর আপনি এই পিঠাটি প্রথম খেয়েছেন জেনে ভালো লাগলো। আসলে নতুন নতুন পিঠার রেসিপি শিখতে ভালো লাগে। শীতে মজার মজার পিঠা তৈরি করতে ইচ্ছা করে। তবে এই পিঠাগুলো দেখতে অনেকটা বেনি পিঠার মত লাগছে। আপনার তৈরি করা পিঠার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতকালীন সবজি গুলো দেওয়াতে খেতে নিশ্চয়ই আরো বেশি ভালো হয়েছে। ঝাল ঝাল পিঠা খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপু,মামার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। আর তখন থেকেই এই পিঠা খাই।মামনি অনেক রকম বানাতো,অনেক কিছুই তার কাছে শেখা।আর এই পিঠা কিন্তু খেতে দারুণ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে আপু শীতকাল মানেই পিঠাপুলির সময়। আপনার বউ পিঠা রেসিপিটি আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি লেগেছে। জামাই পিঠার নাম শুনেছি কিন্তু বউ পিঠার নাম কখনো শুনিনি। বেশ ভালই লাগলো নামটি শুনে। আর চমৎকার করে বানিয়েছেন দেখতে এত বেশি চমৎকার লাগছে কি আর বলব ।হাত দিয়ে কি সুন্দর করে বেনি তৈরি করেছেন সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আপনার পিঠাটি । খেতেও নিশ্চয়ই বেশ মজার হয়েছে ।অনেকগুলো সবজি দিয়েছেন খেতে তো মজা হবারই কথা। বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামাই পিঠার নাম আমিও শুনেছি,যেগুলোকে আমরা ছাচের পিঠা বলি।তবে এই বউ পিঠার নাম আমিও প্রথমবার শুনে অবাক হয়েছিলাম।

Hi, @bristy1,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

বউ পিঠা নামটাও প্রথম শুনলাম এবং দেখলাম ও।নাম টা যেমন মিষ্টি খেতেও নিশ্চয় সুস্বাদু ছিল।এত সবজি দিতে পিঠা টি তৈরি করেছেন।মজাদার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ছিল মনে হয় ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু খেতে খুবই মজার ছিল। আর আমি সবজি দিয়েই তৈরি করেছি। এর আগে মাংস এবং ঝুরো নারকেল দিয়েও তৈরি করেছিলাম।

 2 years ago 

একবার আমি জামাই পিঠা নামে একটি পিঠার নাম শুনেছি। কিন্তু বউ পিঠা আজ প্রথম শুনলাম। ঝাল পিঠা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। পিঠাগুলো দেখে খেতে ইচ্ছে করছে। বিভিন্ন রকম সবজি ব্যবহার করার কারণে পিঠাগুলো খেতে ও নিশ্চয় সুস্বাদু হয়েছে। এভাবে একদিন তৈরি করে দেখব। ধন্যবাদ সুস্বাদু ও ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা অনেকভাবে তৈরি করা যায় আপু।মাংস, সবজি, আবার নারকেল দিয়ে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু পিঠার নাম শুনেই তো খেতে ইচ্ছা করছে। শীত কাল আসলেই বিভিন্ন ধরনের পিঠা। মজাদার স্বাদে বউ পিঠা তৈরির রেসিপি খুব ভালো ছিলো। আমার কাছে রেসিপি নতুন মনে হচ্ছে। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আশা করি এই পিঠা আগে কেউ খায় নি।এটি কিন্তু অনেক মজাদার আর মুখরোচক পিঠা।খেতে ভালোই লাগে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96882.92
ETH 3729.72
SBD 4.14