প্রথমেই সেদ্ধ আলু গুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিলাম। তারপর এরমধ্যে একটা চামচ লবণ, এক চা চামচ মরিচ গুড়া এবং গ্রেট করা গাজর দিয়ে দিলাম।
এই ধাপে বাঁধাকপি কুচি, পেঁয়াজকুচি, টমেটো কুচি, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
এখন রসুন বাটা, আদা বাটা,টমেটো সস,সয়াসস এবং গ্রেট করা চিজ দিয়ে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা মিশ্রন তৈরি করলাম।
তারপর আমি পাউরুটি গুলো নিয়ে পাউরুটির কিনারার অংশগুলো ফেলে দিলাম ছুরির সাহায্যে। তারপর এগুলোকে চার ভাগ করে কেটে নিলাম। এভাবে কয়েকটি টুকরো কেটে নিয়েছি।
তৈরি করা পুর থেকে ছোট ছোট করে হাতে নিয়ে কাটলেটের শেপ তৈরি করলাম। তারপর ছোট এক টুকরো পাউরুটির উপরে এই পুর দিয়ে তার উপরে আরেকটি স্লাইস দিয়ে দিলাম।
এখন স্লাইস করা চিজ গুলো এই পাউরুটির উপরে দিয়ে দিলাম। এভাবে তিনটি পাউরুটির পুরসহ একসাথে নিয়ে নিলাম। একটা অংশের উপর আরেকটা অংশ দিয়ে বড় করে তৈরি করলাম।
এখন প্রত্যেকটাতে একটি করে স্টিক ঢুকিয়ে দিলাম যাতে এগুলো খুলে না যায়। এভাবে আমি এই চারটি স্টিক তৈরি করে নিলাম।
এই ধাপে দুটো ডিম ভেঙে নিলাম। তারপর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম।
এই ধাপে ডিমের মধ্যে পূর্বে তৈরি করে রাখা পাউরুটির স্ট্রিক গুলো চুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে একবার গড়িয়ে নিলাম।
তারপর আবারো ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেডক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম।দুইবার কোট করার কারণ হলো এগুলো যাতে খুলে না যায় এবং অনেক পুরু এবং ক্রিসপি একটা ভাব তৈরি হয়। এরপর এক ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম।
ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে গরম করে নিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই এই পাউরুটির স্টিক গুলো দিয়ে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে থাকলাম। একদম মুচমুচে হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। ব্রাউন কালার হলে তেল ছাড়িয়ে উঠিয়ে নিলাম এবং পেপারের মধ্যে রেখে দিলাম। এভাবেই সবগুলো ধীরে ধীরে ভেজে নিলাম।
হেলদি চিকেন-ভেজিটেবল সালাদ। |
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
উপকরণ | পরিমাণ |
পাতাকপি | ১ ফালি |
চিকেন | ২পিস(হাড়বিহীন বুকের মাংস) |
আপেল | ১টি |
গাজরকুচি | ১/২ কাপ |
পেঁয়াজকুচি | ১/২কাপ |
কাঁচামরিচ কুচি | ৪টি |
টমেটো কুচি | ১/২ কাপ |
লবণ | ২চা চামচ |
মরিচ গুড়া | ১ চা চামচ |
রসুনবাটা | ১চা চামচ |
আদাবাটা | ১চা চামচ |
টমেটো সস | ১টেবিল চামচ |
সয়াসস | ১/২ চা চামচ |
গোলমরিচ গুড়ো | ১/২ চা চামচ |
সয়াবিন তেল | ভাজার জন্য |
মেয়োনিজ | ১ কাপ |
ধনেপাতা কুচি | প্রয়োজন মত |
লেবু | ১ ফালি |
প্রথমে চিকেনের পিসগুলোর মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবন এবং গোলমরিচ গুড়ো দিয়ে দিলাম। তারপর টমেটো সস এবং সয়াসস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেরিনেট করে রাখলাম ৩০ মিনিটের জন্য।
ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে প্রায় ১৫ মিনিটের মত একদম লো আঁচে ভেজে নিলাম।
একটি গ্রিন আপেল ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম।
এই ধাপে পাতাকপিকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি।
পূর্বে ভেজে রাখা চিকেনের এক পিস নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা পাতাকপি এবং আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম।
এবার পেয়াজকুচি, কাঁচা মরিচ কুচি,টমেটো কুচি, গাজর কুচি এবং ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিলাম।তার পাশাপাশি ১ফালি লেবু চিপে দিলাম। এরপর টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে দিলাম।
তারপর সবকিছু ভালোভাবে মেখে নিলাম। যাতে করে প্রত্যেকটা সবজি এবং চিকেনের গায়ে মেয়োনিজ লেগে যায়। আর এভাবেই সুস্বাদু হেলদি সালাদ তৈরি হয়ে গেল।
স্পেশাল মিক্স স্যান্ডউইচ । |
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
উপকরণ | পরিমাণ |
পাউরুটি | ৬পিস |
চিকেন ফ্রাই | ১পিস(হাড়বিহীন বুকের মাংস) |
গাজরকুচি | ১/২ কাপ |
পেঁয়াজকুচি | ১/২কাপ |
কাঁচামরিচ কুচি | ৪টি |
টমেটো কুচি | ১/২ কাপ |
লবণ | ১/২চা চামচ |
টমেটো সস | ১টেবিল চামচ |
গোলমরিচ গুড়ো | ১/২ চা চামচ |
মেয়োনিজ | ১ কাপ |
ধনেপাতা কুচি | প্রয়োজন মত |
লেবু | ১ ফালি |
প্রথমে ফ্রাই করা চিকেনটাকে একদম ঝুরঝুরে করে নিলাম। তারপর এর মধ্যে গাজর কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম।
এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি এবং টমেটো সস।
এই ধাপে দিয়ে দিলাম মেয়োনিজ, লেবুর রস, গোল মরিচ গুঁড়ো আর লবণ।
এখন সবকিছু একসাথে মিক্স করে নিলাম ভালোভাবে। রেডি হয়ে গেল স্যান্ডউইচ এর জন্য চিকেন-ভেজিটেবল পুর।
এখন প্রথমে একটি পাউরুটি নিলাম।তার মধ্যে টমেটো সস দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে তারপর এই পুর দিয়ে আবারো ছড়িয়ে দিলাম।
এবার আরেকটি পাউরুটি নিয়ে এই পুরের উপরে দিয়ে কিনারার অংশগুলো কেটে ফেলে দিলাম এবং মাঝ বরাবর কেটে নিলাম। ব্যাস, মজাদার চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি হয়ে গেল।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
উপকরণ | পরিমাণ |
বিটরুট | ১টি |
তরল দুধ | হাফ কাপ |
চিনি | হাফ কাপ |
ঠান্ডা পানি | ১ গ্লাস |
লবণ | ১চিমটি |
প্রথমে বিটরুটের খোসা ছাড়িয়ে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে নিলাম।
এখন ব্লেন্ডারে দিয়ে প্রথমেই ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর দুধ চিনি এবং এক চিমটি লবন দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে ঠান্ডা পানি যোগ করেছি। তারপর ছেঁকে নিলেই রেডি হয়ে গেল বিট রুটের শরবত।
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
💦
💦 BRISTY 💦
💦
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু ভাইয়ের পোষ্টেও দেখলাম বেশ কয়েকটা আইটেম সাথে দেখি আপনিও করেছেন ৷ আপনারা দুজনে মিলে যত আইটেম ইফতার রেসেপি করেছেন ৷ যা দিয়ে আমার বা়ংলা ব্লগের সবাইকে দাওয়াত দিতে পারতেন ৷ দারুন ছিল সত্যি এতো এতো আইটেম দেখে জিভে জল এসে গেছে ৷ দেখার মতো ছিল সত্যি বলতে এতকিছু করতে তো প্রচুর সময় ব্যায় করেছেন ৷ যা হোক অনেক ভালো লাগলো ৷ আশা করি এই প্রতিযোগিতায় ভালো কিছু হবে ৷
আপনিও আর সবার মত খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। প্রত্যেকটা রেসিপি একেবারে অসাধারণ হয়েছে।কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো তা বলা মুশকিল।সব গুলোই দারুন,দেখে যেমন সুন্দর লাগছে খেতেও নিশ্চই ততটাই সুস্বাদু হয়েছে।দারুন সব রেসিপি শেয়ার করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য,আশা করি সেরাদের একজন হবেন।
বাহ আপু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন দেখে বেশ ভালো লেগেছে। আসলে এতো গুলো মজার মজার রেসিপি এক সাথে দেখলে কোনটা ছেড়ে কোনটার প্রসংশা করবো বলেন তো। প্রতিটি রেসিপি সুপার হয়েছে। একটা থেকে একটা রেসিপি টেস্ট করতে পারলে কিন্তু ভালোই হতো।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রেসিপি গুলো এতটাই চমৎকার হয়েছে যে,দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ইফতারের সময় এমন মজাদার রেসিপি গুলো থাকলে তো আর কোনো কথাই নেই। আমার কাছে ভেজিটেবল স্টিক স্যান্ডউইচ রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো লোভনীয় রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। অসাধারণ কিছু রেসিপি শেয়ার করেছেন আপনি। সবগুলো রেসিপিই দেখতে অনেক লোভনীয়। আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
প্রথমেই আপনাকে প্রতিযোগীতায় অংশ গ্ৰহন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে রেসিপি গুলো দেখে যে কারো লোভ লেগে যাবে। তাছাড়া ইফতারের সময় এমন মজাদার আইটেম গুলো থাকলে আর কোনো কথাই নেই। যাইহোক আপনার উপস্থাপনা দুর্দান্ত ছিলো। প্রতিটা খাবার অনেক বেশি লোভনীয় ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
বেশ সুস্বাদু কয়েকটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। দেখে তো বোঝা যাচ্ছে অনেক লোভনীয় ছিল আপনার প্রতিটি রেসিপি। আশা করি খেতে খুব ভালোই লাগবে আপু। এত সুস্বাদু খাবার দিয়ে যদি ইফতারি করা হয় তাহলে তো বেশ ভালই লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতাইয় গ্রহণ করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।বেশ সুস্বাদু কয়েকটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটি রেসিপি অনেক লোভনীয় ছিল। দেখেই লোভ লেগে গেল। আর রেসিপিগুলো ইউনিক ছিল। আপনার মাধ্যমে দারুন কিছু রেসিপি শেখাও হয়ে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু। প্রতিটা রেসিপি যেমন ইউনিক হয়েছে তেমন দেখতেও লোভনীয় লাগছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে তা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ভাবে সবগুলো রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। ইফতারে এরকম ভিন্ন কিছু ভালই লাগবে খেতে। ধন্যবাদ আপু ইউনিক কিছু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।