মহান সৃষ্টিকর্তা ছাড়া অহংকার করা কারো শোভা পায় না||জেনারেল রাইটিং।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
লোভ, হিংসা, অহংকার এই তিনটি বৈশিষ্ট্য যে স্বত্বার মধ্যে রয়েছে সেই স্বত্বা পুরোপুরি ভাবেই একটি বিনষ্ট স্বত্বা। স্বাভাবিকভাবে মানবজাতি হিসেবে আমাদের মধ্যে এই গুণগুলো বিদ্যমান থাকে। তবে এর প্রয়োগ যদি ভয়ংকর হয় তখন সত্যিই মানবজাতির মধ্যে বিবেকবান মানুষটিও অনেক ভয়ঙ্কর হয়ে থাকে।আজকে আমি আপনাদের সাথে অহংকার বিষয়ে কিছু কথা তুলে ধরতে এসেছি।
লোভ, হিংসা আর অহংকার এই তিনটিই হচ্ছে মানুষের নষ্টের মূল। অর্থাৎ মানুষের ধ্বংসের মূলে এইগুলো রয়েছে। মানুষের মধ্যে যদি এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং স্বাভাবিকভাবে প্রতিনিয়ত এর ব্যবহার করতে থাকে তাহলে সে ব্যক্তিটি নিজেই ধ্বংস হবে। মানবজাতি হিসেবে অহংকার আমাদের মাঝে শোভা পায়না। অথচ আমরা আমাদের আশেপাশে তাকালে অনেককেই দেখব যারা অনেক কিছু নিয়ে অহংকার করে থাকে। কেউ বা গায়ের রং নিয়ে অহংকার করে, কেউ টাকা পয়সা নিয়ে অহংকার করে বা কেউ তার বলিষ্ঠ দেহ নিয়ে অহংকার করে থাকে।
কিন্তু এই অহংকার কারী কখনোই সুখী হতে পারে না এবং সে নিজের অস্তিত্ব নিয়ে সবসময় অহংকার করেই যায়। কিন্তু একটা সময় যখন দেখে যে তার অহংকারের কোন দাম নেই বরং সেই অহংকার কারী অন্যের কাছে ঘৃণিত এবং নিন্দিত, তখন হয়তোবা সে অনুভব করে তার এই অহংকার সব সময়ের জন্য তার ভালো বয়ে আনবে না। মহান সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কারোরই অহংকার করা শোভা পায় না। আমরা কেউই সর্ব গুনে গুণান্বিত নয়।তাই অহংকার আমাদের মাঝে কখনোই শোভা পায় না। বলতে গেলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছি যাদের টাকা পয়সা, ধন-সম্পত্তির অভাব নেই, অঢেল ধন সম্পত্তি রয়েছে। সেই হিসেবে অনেক বেশি অহংকার করে থাকে। মাটিতে পা পড়ার মতো অবস্থা তাদের থাকে না।

কিন্তু এই টাকা পয়সার খেলা এক সেকেন্ডে ওলট-পালট হয়ে যায়। আজকে একজনের হাতে থাকলে কালকে অন্যজনের হাতে চলে যাবে। তাই অহংকার করা কখনোই উচিত নয়। কেউ ক্ষমতার অপব্যবহার করে এবং ক্ষমতা নিয়ে অহংকার করে থাকে। কিন্তু যখন তাদের এই শক্তি ক্ষয় হয়ে যাবে তখন তাদের অহংকার করা নিয়ে মানুষের কাছে নিন্দিত এবং ঘৃণিত হয়ে বেঁচে থাকবে। সমাজের অনেক শোষণকারী রয়েছে যারা নিজেরা বিত্তশালী বা শক্তিশালী হিসেবে মনে করে। অন্যকে দু'পয়শার দাম দিতে চায়না তারাই একটা সময় কারো কাছে প্রাধান্য পায় না।
যে ব্যক্তি অহংকার করে এবং অন্যের সাথে অন্যায় করে সেই ব্যক্তি যখন সর্বস্বটা হারায় তখন সেই ব্যক্তিটিকে কেউই পছন্দ করে না। তার অহংকার এবং তার অমানুষিক অত্যাচার যেটা মানুষ সহ্য করতে পারত না সে ব্যাপারটা থেকেই মানুষের কাছ থেকে সে উপহার স্বরূপ পাবে একরাশ নিন্দা। যেটা তার কর্মের ফল হিসেবে সে ভোগ করবে। এজন্যই কখনো কোন বিষয়ে অহংকার করা উচিত নয়। বলিষ্ঠ দেহ একটা সময় কঙ্কালে পরিণত হবে, অঢেল সম্পত্তি একটা সময় মাটিতে মিশে যাবে, সৌন্দর্য এক সময় ফ্যাকাসে হয়ে যাবে। এজন্যই কোন কিছুতেই অহংকার করা উচিত নয়। তাই প্রথমতই বললাম অহংকার ধ্বংসের মূল।
এজন্য অহংকার না করে সকলের সাথে স্বাভাবিকভাবে সুন্দর একটা জীবন গড়ে নিতে পারলেই হয়তোবা জীবনের স্বার্থকতা পাওয়া যায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)



খুব সুন্দর ইউনিক একটি পোষ্ট লিখেছেন আপু ৷
জানি মানব জাতি কেন কিসের জন্য এতো অহংকার করে থাকে ৷ যেখানে এই জীবনের কোনো মুল্য নেই ৷ সেখানে ধন সম্পদ অর্থ বৈভব এসবের অহংকার মানায় না ৷
সর্বোপরি একটা কথা মনে রাখা উচিত মানুষের ৷ যে অধিক অহংকার পতনের কারণ ৷ তাই এসব অহংকার না করে৷ কারন সবার উপর মানুষ সত্য ৷
সব সময় আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দরভাবে একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার কথায় আমি একদম একমত অহংকার করা কোন মানুষের শোভা পায় না। আমি মনে করি অহংকার মানুষের পতনের মূল। ঠিক বলেছেন আপু আপনি অহংকারী ব্যক্তিকে কেউ কখনোই পছন্দ করেনা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে, অনুপ্রেরণা যোগানোর জন্য ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিনিয়ত সাপোর্টার আওতা রেখে,, সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।
প্রতিনিয়ত সাপোর্টার আওতা রেখে,, সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।।
অনেক সুন্দর লিখেছেন আপু অহংকার নিয়ে পড়তে অনেক ভালো লেগেছে। কারণ আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা অনেক কিছু নিয়ে অহংকার করেন। যার ভিতরে লোভ, হিংসে এবং অহংকার থাকে সে মানুষের ধ্বংস কিন্তু নিশ্চিত। আশেপাশে অনেক বাস্তব ঘটনা দেখেছি যারা মানুষকে হিংসা করেছেন কিন্তু পরবর্তীতে তার ফলাফল অনেক ভয়াবহ হয়েছে। সুন্দর একটি টপিকস নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও সুগঠিত একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন,।
জেনারেল রাইটিং এ আজ আপনি একটি দরকারি বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ আপু। যেনে না যেনে আমরা অনেক বিষয়ে অহংকার করে থাকি,তা একদম ঠিক নয় সেটা যথাযথ ভাবে তুলে ধরেছেন।অহংকার সাময়িক আর অহংকার পতনের মূল চির সত্য কথা। শুভ কামনা সবসময়।
ঠিক আপু অহংকার সাময়িক আর অহংকার পতনের মূল এটি চির সত্য কথা।
আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু মহা সৃষ্টিকর্তা ছাড়া অহংকার করার অধিকার আর কারো নেই। আমরা সবাই সামান্য তুচ্ছ মানুষ বটে। তাই অহংকার আমাদের শোভা পায় না। আমাদের এই দেহ কঙ্কাল হতে কয়েকটা দিন লাগে মাত্র। অহংকার দেখানো কখনোই ঠিক না আপু। এক কথায় আছে অহংকার পতনের মূল।
আসলেই আপু মহা সৃষ্টিকর্তা ছাড়া অহংকার করার অধিকার আর কারো নেই।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু মহান সৃষ্টিকর্তা ছাড়া অহংকার করা কারো শোভা পায় না আপনার এই টাইটেল পড়ে অনেক ভালো লেগেছে। কিন্তু এই রঙিন দুনিয়ার মানুষ কি সেই কথাটা বুঝতে চায় বা জানতে চায়, না তারা মনে করে অহংকার করলেই মানুষের কাছে বড় হয়ে যাবে। কিন্তু এই কথাটা বুঝতে চায় না যার মধ্যে লোভ, হিংসা আর অহংকার বিদ্যমান থাকে তার পতন হবেই। সেই মানুষ কখনো সুখী হতে পারে না। আমি গতকাল এমন একটি পোস্ট শেয়ার করেছিলাম। আজকে আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু এই রঙিন দুনিয়ার মানুষ কি সেই কথাটা বুঝতে চায় বা জানতে চায়, না তারা মনে করে অহংকার করলেই মানুষের কাছে বড় হয়ে যাবে।
আপনি আপনার জেনারেল রাইটিং পোস্ট খুবই সুন্দরভাবেই এবং খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন। যা পড়তে আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। আসলে কথায় আছে না অহংকার পতনের মূল। আপনি ঠিকই বলেছেন মানবজাতি হিসেবে আমাদের মাঝে অহংকার করা শোভা পায় না। লোভ, হিংসা আর অহংকার যে মানুষগুলোর ভিতরে থাকে এবং আছে তারা জীবনে সুখী হতে পারেনা। এই তিনটা জিনিস হচ্ছে মানুষের নষ্টের এবং ধ্বংসের মূল। ভালোই লিখেছেন আপনি সম্পূর্ণ পোস্ট।
জি লোভ, হিংসা আর অহংকার যে মানুষগুলোর ভিতরে থাকে এবং আছে তারা জীবনে সুখী হতে পারেনা।
আসলে আমি মনে করি মানুষের অহংকার করা একদমই শোভা পায় না কারণ অহংকার করার মত মানুষের মধ্যে তেমন কিছুই নেই। আর যারা অহংকার করে তারা নির্বোধ এবং বোকা। টাকা পয়সা ধন দৌলত নিয়ে মানুষ অনেক রকম অহংকার করে কিন্তু এই টাকা পয়সা চিরস্থায়ী নয় হঠাৎ কোন একটা সময় হারিয়ে যাবে তখন সাথে সাথে তার অহংকার অনেক দূরে পালিয়ে যাবে। ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট করে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া টাকা পয়সা চিরস্থায়ী নয় হঠাৎ কোন একটা সময় হারিয়ে যাবে তখন সাথে সাথে তার অহংকার অনেক দূরে পালিয়ে যাবে।
খুব ভালো বলেছেন। আসলে আমাদের হাতে যা নেই তা নিয়ে দম্ভ করা বোকামি। আমরা হইলাম মানুষ আজ আছি কাল নেই। তবে দাম্ভিকতা মানুষের মধ্যে আপনা আপনি চলে আসে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হয় তবেই জীবন সুন্দর।🖤
জি ভাই একদম ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।