আশা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
মানুষ আশায় বুক বাঁধে আবার আশাতেই নিরাশ হয়। এর কারণ হলো আশা মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। কেউ যদি বলে আশা করো না কখনো তাহলে বুঝবেন আপনার থেকে সেই বেশি আশা করে। হয়তো সে নিরাশ হয়েছে নয়তো সে আশা কি সেটাই জানে না। আশা, প্রত্যাশা এগুলো মানবজীবনের একটি বাস্তব সত্য। যা ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না।চলুন আপনাদের সাথে এই নিয়ে কিছু উদাহরণ শেয়ার করি। যা আমাদের সবার জীবনের সাথে মিলে যায়।
একজন শিক্ষার্থী ছোট বেলা থেকেই ভালোভাবে পড়াশোনা করে যায় সে ভালো একটা রেজাল্ট করার আশায়।কিন্তু সবাই কি ভালো রেজাল্ট করতে পারে?কখনোই না।হয়তো পরীক্ষা খুব ভালো হওয়ার পরও দেখা যায় তার রেজাল্ট আশাতীত নয়।সে ভালো করার কথা ছিল কিন্তু অনেক খারাপ হয়েছে। এর থেকে সে নিরাশ হয়। তখন হয়তো সে পড়ালেখা ছেড়ে দেয়,নয়তো আশা নিয়ে আবারো পড়ালেখা শুরু করে।কারণ তার মধ্যে তীব্র জিদ চেপে যায়।তাকে ভালো ফলাফল করতেই হবে।সে আবারো আশা নিয়ে পড়াশোনা শুরু করে।
কেউ কেউ আবার পড়ালেখা করে উচ্চ পর্যায়ে যায়। সে চাকরির আশা নিয়ে বিভিন্ন জায়াগায় ইন্টার্ভিউ দিতে থাকে।তার মনে একটাই আশা কোথাও না কোথাও তো চাকরি হবে। আবার কেউ ব্যবসা শুরু করে।একদিন না একদিন তো ব্যবসায় উন্নতি হবে এই আশায়।আমরা আমাদের ক্যারিয়ার গড়তে কত শত আশা মনে পুষে রাখি সেটা আমরা প্রত্যেকেই জানি। এটা অস্বীকার করার মত কিছুই নেই।
এটাতো গেল নিজের প্রতি বা নিজের আয়ত্বে থাকা কিছু কথা।যেগুলো সম্পূর্ণ নিজের উপরই ডিপেন্ডেড।কিন্তু আমরা কি অন্যের প্রতি আশা করি না!এটা কি মানা যায়। একটা মানুষ নিজের প্রতি যে আশা রাখে তার চেয়ে বেশি আশা হয়তো অপরের প্রতি হয়। তবে সেটা সবার জন্যও নয়। আপনি যার প্রতি পজেটিভ, আপনি এটাই আশা করবেন সেও যেন আপনার প্রতি পজেটিভ হয়। আপনি তার ভালো চাইলে আপনি আশা করবেন সেও যাতে ভালো করে।
আপনি আশা করেন কেউ আপনাকে প্রায়োরিটি দিবে,আপনাকে বুঝবে, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে।এর কারণ হলো আপনি তার জন্য সেটাই করে যাচ্ছেন।যেটা আপনি অন্য কারো জন্য করছেন সেটা আপনার জন্য হোক সেটাই আপনি আশা করেন। কিন্তু এক্ষেত্রে যে আশা করে না সে নিশ্চয়ই অন্যের ক্ষতি করে আর তার বিপরীতে নিজের ক্ষতি হোক এটা আশা করে না।তবে আপনি কারো ভালোবাসা বা কারো থেকে কিছু পাওয়ার আশা যদি করেন সেটা না পেলে আপনি নিরাশ হন।আর এটাই হলো চক্র।
আপনি নিরাশ যার কারণে হয়েছেন, সেও হয়তো নিরাশ হয়েছে অন্য কারো জন্য।আপনি প্রত্যাশার ফল পাননি,বা আপনার কাজ অনুযায়ী সেই সম্মান পাননি। তাহলে সেটা অন্যের ক্ষেত্রেও ঘটে।দুনিয়াতে কেউই সাধু নয় যে সে ভুল বা অন্যায় করে না।তবে ভুল হলে স্বীকার করতে জানতে হয়।আর আপনি যদি এটা আশা করেন কেউ আপনার ভুলগুলোকে সবসময় মেনে নেবে তাহলে সেই আশা ছেড়ে ভুল সুধরানোর মানসিকতা রাখুন।কারণ মিথ্যা আশা কখনো সুখের হয় না।
যাইহোক আজ অনেক কথাই বলে ফেললাম।আসলে আমরা রক্তমাংসে গড়া মানুষ।আশা, প্রত্যাশা, হতাশা আর নিরাশা নিয়েই আমাদের জীবন।মানতে হবে মানিয়ে নিতে হবে। সবকিছু যেমন আমরা দিতে পারবো না তেমনি সবকিছু নিতেও পারবো না।আজ এই পর্যন্তই ছিল,আশা করি আমার আজকের লেখাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কত জনের মনে কত আশা থাকে কত স্বপ্ন থাকে। কারো স্বপ্ন বাস্তবায়িত হয় কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায়। জীবনে আশা করাটা খুবই ভালো। সেই অনুযায়ী পরিশ্রম করা ও ভালো। তবে অনেক সময় দেখা যায় আশা এবং পরিশ্রম দুটি থাকার সত্বেও ও সফল পাওয়া যায় না। জীবনে জয় পরাজয় থাকবে আসলে হতাশ হওয়া যাবে না অন্যদিকে প্র্যাকটিস করতে হবে। বেশ ভালো লিখলেন আপনি লেখাগুলো।
আপনাকে অনেক ধন্যবাদ আপু। আসলে জীবনে আশা যদি না থাকে তাহলে কোন কিছুই পাওয়া যায় না। শত নিরাশার মাঝেও আশা রাখতে হয়।
দুনিয়ার বুকে সবাই কোন না কোন আশা নিয়ে বেঁচে থাকে। তবে অনেক সময় আশা পূরণ না হলেও নিজেকে ব্যর্থ ভাবতে নেই। কারণ কারো জন্য আশাভঙ্গ হলে তারও কিন্তু আশা ভঙ্গ হতে পারে। যাই হোক আপনার লেখা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।