টার্গেট ডিসেম্বর সিজেন-৪|| ৬০ স্টিম পাওয়ার আপ।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯/০৮/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
সোর্স ছবিটি এডিট করা হয়েছে।
💞 শুভ সকাল 💞
আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম আজকে একটা পাওয়ার আপ পোস্ট করা যাক। তারপরেই আমি পোস্ট লিখতে বসলাম।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
পাওয়ার আপ করা আমাদের সকল ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পাওয়ার আপ করার মাধ্যমে তার কাজের সক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া দীর্ঘদিন কাজ করার জন্য অবশ্যই আমাদের পাওয়ার আপ করা একান্ত প্রয়োজন। তাই কাজে সক্ষমতা বৃদ্ধির জন্যই মূলত পাওয়ার আপ করি। আমি পাওয়ার আপ করে যেন কাজের সক্ষমতা আরো বৃদ্ধি করতে পারি।
তাছাড়া এই বছরে আমি টার্গেট নিয়েছি ২০০০ স্টিম পাওয়ার আপ করবো। তাই আমি আমার কাজের সক্ষমতা অনুযায়ী যেন সেই টার্গেট পূরণ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
পাওয়ার আপের ধাপগুলো নিম্নরূপ:-
পাওয়ার আপ করার আগে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট ।
সর্বপ্রথমে আমি আমার স্টিমিট ওয়ালেটে প্রবেশ করেছি। আর এটি খুবই সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়েছি। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম রয়েছে ২৮৭.৩৪৬ এবং স্টিম পাওয়ার রয়েছে ৬৮৬.৩৮১ ।
আমি যেহেতু স্টিম পাওয়ার আপ করবো। তাই এবার আমি স্টিমের পাশে ড্রপ ডাউন এ ক্লিক করেছি। এবং খুবই সুন্দর একটি স্ক্রিনশট আমি উপরে দিয়েছি। এখানে স্টিমের পাশে ড্রপ ডাউন এ ক্লিক করলে আপনার সামনে পাঁচটি ট্যাব ভেসে উঠবে। আমি যেহেতু পাওয়ার আপ করবো । তাই আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করবো।
পাওয়ার আপ অপশনে ক্লিক করলে আমার সামনে আরো নতুন একটি ট্যাব আসবে। যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এটার খুবই সুন্দর একটি স্ক্রিনশট আমি দিয়েছি আপনাদের বুঝার সুবিদার্থে। আর এখানে এমাউন্টের ঘরে এমাউন্ট বসাতে হবে। এমাউন্টের ঘরে আপনি যতো স্টিম পাওয়ার আপ করবেন সেই সংখ্যা লিখতে হবে। আমি যেহেতু ৬০ স্টিম পাওয়ার আপ করবো । তাই আমি এমাউন্টের ঘরে ৬০ দিয়েছি। এবার আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করবো। তারপরে আরও একটি নতুন বক্স আসবে। সেখানে সবকিছু ঠিক থাকলে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপর আরো একটি বক্স আসবে সেখানে ইউজার আইডির ঘরে একটিভ কী দিয়ে লগইন করতে হবে। তারপরেই আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে যাবে।
পাওয়ার আপ করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।
এবার আপনারা উপরের স্ক্রিনশটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে গেছে। তাছাড়া পূর্বে আমার লিকুইড স্টিম ছিল ২৮৭.৩৪৬ আর এখন তা কমে হয়েছে ২২৭.৩৪৬ আর দিকে আমার পূর্ব স্টিম পাওয়ার ছিল ৬৮৬.৩৮১ তা বেড়ে এখন ৭৪৬.৩৮২। এতে করে বোঝা যায় যে আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে গেছে।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
পাওয়ার আপের পুর্বে স্টিম | ২৮৭.৩৪৬ |
পাওয়ার আপের পুর্বে স্টিম পাওয়ার | ৬৮৬.৩৮১ |
পাওয়ার আপের পরে স্টিম | ২২৭.৩৪৬ |
পাওয়ার আপের পরে স্টিম পাওয়ার | ৭৪৬.৩৮২ |
আজকের মতো এখানেই শেষ করছি।
একাউন্টঃ @biplob89
পাওয়ার বৃদ্ধিঃ = 8.74636%
ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি প্রতিদিন তো নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলের সক্ষমতা বৃদ্ধি করে দেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৭৪৬ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
হ্যাঁ ভাইয়া দোয়া করবেন।
নিজেকে শক্তিশালী ও ক্ষমতাবান করতে হয়ে পাওয়ার আপ করা গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্ষমতা বৃদ্ধি করতে আজকে পাওয়ার আপ করলেন শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
৬০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি আরও বৃদ্ধি করলেন। নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ করার গুরুত্বপূর্ণ, আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে ৬০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছো। স্টিমিট এই প্লাটফর্মে নিজের শক্তিকে বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলো আশা করি তোমার শক্তি আরও বৃদ্ধি করতে পারবে। তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।
বাহ্ ভাইয়া দারুন তো। আপনি তো দেখছি বেশ অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। এছাড়া আপনি কিন্তু প্রতি সপ্তাহেই আপনার পাওয়ার আপ করার ধারাবাহিকতা ধরে রেখেছিন। সব মিলিয়ে সুন্দর একটি পাওয়ার আপ পোস্ট করেছেন। শুভ কারনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করে উৎসাহিত দেওয়ার জন্য। তবে শেষের বানানটি ঠিক করে নিবেন আপু ধন্যবাদ।
আপনি আজকে অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সেইসাথে আমি অনেক উৎসাহিত হয়েছি। আপনার ৬০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আজকে সামনের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এভাবে প্রতিনিয়ত এগিয়ে যেতে থাকলে, আপনি নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত বড় এমাউন্টের পাওয়ার আপ করে নিজেও এগিয়ে যাওয়ার জন্য, আর অন্যদেরকেও উৎসাহিত করার জন্য।
হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন। তাছাড়া পাওয়ার আপ করা আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনার মতামতটি খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই যদি সব সময় অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে নিজেদের সক্ষমতা বেশি করে বৃদ্ধি করতে পারবো। আমরা পাওয়ার আপের মাধ্যমে অন্যদেরকেও পাওয়ার আপের প্রতি উৎসাহিত করতে পারবো। আমাদের সবাইকেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে সব সময়। তবে আমরা নিজেদের লক্ষ্য শীঘ্রই পূরণ করে নিতে পারবো। লক্ষ্য পূরণে পাওয়ার আপ সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।