টার্গেট ডিসেম্বর সিজেন-৪|| ৬০ স্টিম পাওয়ার আপ।।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯/০৮/২০২৪) রোজ: বৃহস্পতিবার।

IMG_20240829_090825.jpg


সোর্স ছবিটি এডিট করা হয়েছে।

💞 শুভ সকাল 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো টার্গেট ডিসেম্বর সিজেন-৪|| ৬০ স্টিম পাওয়ার আপ।

আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম আজকে একটা পাওয়ার আপ পোস্ট করা যাক। তারপরেই আমি পোস্ট লিখতে বসলাম।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

পাওয়ার আপ করা আমাদের সকল ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পাওয়ার আপ করার মাধ্যমে তার কাজের সক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া দীর্ঘদিন কাজ করার জন্য অবশ্যই আমাদের পাওয়ার আপ করা একান্ত প্রয়োজন। তাই কাজে সক্ষমতা বৃদ্ধির জন্যই মূলত পাওয়ার আপ করি। আমি পাওয়ার আপ করে যেন কাজের সক্ষমতা আরো বৃদ্ধি করতে পারি।
তাছাড়া এই বছরে আমি টার্গেট নিয়েছি ২০০০ স্টিম পাওয়ার আপ করবো। তাই আমি আমার কাজের সক্ষমতা অনুযায়ী যেন সেই টার্গেট পূরণ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

পাওয়ার আপের ধাপগুলো নিম্নরূপ:-

পাওয়ার আপ করার আগে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট ।

Screenshot_2024-08-29-07-31-28-63.jpg

সর্বপ্রথমে আমি আমার স্টিমিট ওয়ালেটে প্রবেশ করেছি। আর এটি খুবই সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়েছি। আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম রয়েছে ২৮৭.৩৪৬ এবং স্টিম পাওয়ার রয়েছে ৬৮৬.৩৮১ ।

Screenshot_2024-08-29-07-32-23-02.jpg

আমি যেহেতু স্টিম পাওয়ার আপ করবো। তাই এবার আমি স্টিমের পাশে ড্রপ ডাউন এ ক্লিক করেছি। এবং খুবই সুন্দর একটি স্ক্রিনশট আমি উপরে দিয়েছি। এখানে স্টিমের পাশে ড্রপ ডাউন এ ক্লিক করলে আপনার সামনে পাঁচটি ট্যাব ভেসে উঠবে। আমি যেহেতু পাওয়ার আপ করবো । তাই আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করবো।

Screenshot_2024-08-29-07-39-04-63.jpg

পাওয়ার আপ অপশনে ক্লিক করলে আমার সামনে আরো নতুন একটি ট্যাব আসবে। যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এটার খুবই সুন্দর একটি স্ক্রিনশট আমি দিয়েছি আপনাদের বুঝার সুবিদার্থে। আর এখানে এমাউন্টের ঘরে এমাউন্ট বসাতে হবে। এমাউন্টের ঘরে আপনি যতো স্টিম পাওয়ার আপ করবেন সেই সংখ্যা লিখতে হবে। আমি যেহেতু ৬০ স্টিম পাওয়ার আপ করবো । তাই আমি এমাউন্টের ঘরে ৬০ দিয়েছি। এবার আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করবো। তারপরে আরও একটি নতুন বক্স আসবে। সেখানে সবকিছু ঠিক থাকলে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপর আরো একটি বক্স আসবে সেখানে ইউজার আইডির ঘরে একটিভ কী দিয়ে লগইন করতে হবে। তারপরেই আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে যাবে।

পাওয়ার আপ করার পরে আমার স্টিমিট ওয়ালেটের স্ক্রিনশট।

Screenshot_2024-08-29-07-46-14-43.jpg

এবার আপনারা উপরের স্ক্রিনশটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে গেছে। তাছাড়া পূর্বে আমার লিকুইড স্টিম ছিল ২৮৭.৩৪৬ আর এখন তা কমে হয়েছে ২২৭.৩৪৬ আর দিকে আমার পূর্ব স্টিম পাওয়ার ছিল ৬৮৬.৩৮১ তা বেড়ে এখন ৭৪৬.৩৮২। এতে করে বোঝা যায় যে আমার ৬০ স্টিম পাওয়ার আপ হয়ে গেছে।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89
পাওয়ার আপের পুর্বে স্টিম২৮৭.৩৪৬
পাওয়ার আপের পুর্বে স্টিম পাওয়ার৬৮৬.৩৮১
পাওয়ার আপের পরে স্টিম২২৭.৩৪৬
পাওয়ার আপের পরে স্টিম পাওয়ার৭৪৬.৩৮২

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

একাউন্টঃ @biplob89
পাওয়ার বৃদ্ধিঃ = 8.74636%

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি প্রতিদিন তো নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলের সক্ষমতা বৃদ্ধি করে দেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৭৪৬ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।

 last year 

হ্যাঁ ভাইয়া দোয়া করবেন।

 last year 

নিজেকে শক্তিশালী ও ক্ষমতাবান করতে হয়ে পাওয়ার আপ করা গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্ষমতা বৃদ্ধি করতে আজকে পাওয়ার আপ করলেন শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

৬০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি আরও বৃদ্ধি করলেন। নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ করার গুরুত্বপূর্ণ, আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।

 last year 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে ৬০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছো। স্টিমিট এই প্লাটফর্মে নিজের শক্তিকে বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলো আশা করি তোমার শক্তি আরও বৃদ্ধি করতে পারবে। তোমার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

 last year 

গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

 last year 

বাহ্ ভাইয়া দারুন তো। আপনি তো দেখছি বেশ অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। এছাড়া আপনি কিন্তু প্রতি সপ্তাহেই আপনার পাওয়ার আপ করার ধারাবাহিকতা ধরে রেখেছিন। সব মিলিয়ে সুন্দর একটি পাওয়ার আপ পোস্ট করেছেন। শুভ কারনা রইল আপনার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করে উৎসাহিত দেওয়ার জন্য। তবে শেষের বানানটি ঠিক করে নিবেন আপু ধন্যবাদ।

 last year 

আপনি আজকে অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সেইসাথে আমি অনেক উৎসাহিত হয়েছি। আপনার ৬০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আজকে সামনের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এভাবে প্রতিনিয়ত এগিয়ে যেতে থাকলে, আপনি নিজের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত বড় এমাউন্টের পাওয়ার আপ করে নিজেও এগিয়ে যাওয়ার জন্য, আর অন্যদেরকেও উৎসাহিত করার জন্য।

 last year 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন। তাছাড়া পাওয়ার আপ করা আমাদের জন্য খুবই প্রয়োজন। তবে আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনার মতামতটি খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই যদি সব সময় অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে নিজেদের সক্ষমতা বেশি করে বৃদ্ধি করতে পারবো। আমরা পাওয়ার আপের মাধ্যমে অন্যদেরকেও পাওয়ার আপের প্রতি উৎসাহিত করতে পারবো। আমাদের সবাইকেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে সব সময়। তবে আমরা নিজেদের লক্ষ্য শীঘ্রই পূরণ করে নিতে পারবো। লক্ষ্য পূরণে পাওয়ার আপ সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115790.47
ETH 4482.30
SBD 0.86