ফটোগ্রাফি।। সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ।।

in আমার বাংলা ব্লগ29 days ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০২/০৬/২০২৪) রোজ: রবিবার।

IMG20240529110547.jpg

💞 শুভ বিকেল 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ফটোগ্রাফি।। সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240529105622.jpg

আমি আজকে আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি তা আপনারা উপরের টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো ফুলের ফটোগ্রাফি সবাই বেশ পছন্দ করেন আমিও খুবই পছন্দ করি। আপনারা উপরের যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুল আপনাদের সকলেরই চেনা একটি ফুল। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং এই ফুলের রং হচ্ছে কমলা কালারের ন্যায় বেশি হয়ে থাকে। আপনারা উপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হচ্ছে কসমস ফুল। কসমস ফুল গুলোর কোনটাই আটটি পাপড়ি কোনটাই পাঁচটি এভাবে হয়ে থাকে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর তাই ফটোগ্রাফিটি করতে আগ্রহী হয়েছি।

IMG20240529105443.jpg

এবার আপনার উপরের যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি হচ্ছে সকলেরই সুপরিচিত একটি ফুল। এই ফুলের তেমন কোন সুবাস নেই বললেই চলে। তবে ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলের নাম হচ্ছে নয়ন তারা। সত্যিই দেখলে যেন নয়ন ভরে যায়। এই ফুলটি পার্ক থেকে তোলা হয়েছে।

IMG20240529110937.jpg

এবার আপনারা উপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। এ রঙ্গন ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে । তাই হলুদ রঙের রঙ্গন ফুলের কিছু অংশ আমি গাছ থেকে ছিড়ে হাতে নিয়ে একটি ফটোগ্রাফি করলাম। তবে আপনারা উপরে যে রঙ্গন ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলুদ রঙের । তাই এর সৌন্দর্যতা এ রঙের কারণে অনেকটা বৃদ্ধি পেয়েছে।

IMG20240529110739.jpg

এবার আপনারা উপরে যে ফুলের ছবি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হচ্ছে আমার সঠিক জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন। তবে এই ফুলগুলো দেখতে কিন্তু সেই সুন্দর। এই ফুলগুলো একগুচ্ছ ফুল একসাথে থাকে এবং ফুলগুলো ঝুলে থাকে মনে হয় যেন নেতিয়ে পড়েছে। তাই ফুলগুলো আমি হাতে করে ধরলাম এবং ফটোগ্রাফি করলাম এতে বেশ ভালো লেগেছিল আমার।

IMG20240529105554_01.jpg

এবার আপনারা উপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুল আপনাদের সকলেরই প্রিয় এবং চেনা একটি ফুল। এই ফুলের নাম হচ্ছে বাগান বিলাস। বিশেষ করে ফুলের বাগানে গেলেই এই ফুল দেখতে পাওয়া যায়। কারণ বাগানের সৌন্দর্যতা বৃদ্ধিতে এই ফুলগুলো লাগানো হয়ে থাকে।

IMG20240529105534.jpg

IMG20240529110547.jpg

এবার আপনারা উপরে যে দুটি ফুলের ছবি দেখতে পাচ্ছেন এই দুটি ফুল কিন্তু আপনাদের সকলেরই চেনা এবং অনেক প্রিয় একটি ফুল। এই ফুল আমারও অনেক প্রিয় একটি ফুল আর এই ফুলের মধ্যে যেন সকল ভালোবাসার একটা সৌন্দর্য তা প্রকাশ পায়। এই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রঙের এবং অপরটি সাদা রঙের গোলাপ ফুল। এ দুটি ফুলের মধ্যে সাদা রঙের গোলাপ ফুলটি আমাকে মুগ্ধ করেছিল ফটোগ্রাফি করতে।

উপরের প্রতিটি ছবিই আমার ফোন থেকে তোলা হয়েছে।

মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-

নাম : OPPO A15
মডেল : CPH2185
RAM : 3.00 GB
ROM : 32.0 GB
ক্যামেরা Front :5MP
ক্যামেরা Rear :13MP+2MP+2MP
অ্যান্ড্রয়েড ভার্সন : 10

টেবিল ১টেবিল ২
স্থানলোকেশন
পোস্ট তৈরি@biplob89
ডিভাইসOPPO A15

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 29 days ago 

ভাই খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুবই আকর্ষণীয় লাগছে। দেখতে ভারী সুন্দর লাগছে ভিন্ন ভিন্ন রঙের এই ফুলগুলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 28 days ago 

সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। মোটামুটি সব ফুলের সাথে পরিচিত হলেও রঙ্গন ফুলের সাথে আজকে পরিচিত হলাম ।আপনার এই পোস্টের মাধ্যমে। জায়গাটি অনেক চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে জোপির ঘোপা। খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

আমার পোস্টের মাধ্যমে আপনি রঙ্গন ফুল চিনতে পেরেছেন বিষয়টা বুঝতে পারলাম না। ধন্যবাদ।

 29 days ago 

বাহ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন আপনি। এরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি হলে দেখতে মন জুড়িয়ে যায়। আমার কাছে সব থেকে ভালো লেগেছে কসমস গোলাপ এবং বাগান বিলাস ফুল। তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পাচ্ছি দারুন রকমের দক্ষতা রয়েছে। অপেক্ষায় রইলাম ভাইয়া আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 28 days ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 29 days ago 

সাতটি ফুলের খুব সুন্দর রেন্ডম ফটোগ্রাফি করেছেন আপনি। অনেক সুন্দর লাগছে আপনার করা ফটোগ্রাফি গুলো। সুন্দর ভাবে সাজিয়ে বর্ননা দিয়েছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 28 days ago 

ধন্যবাদ ভাইয়া।

 29 days ago 

সকাল থেকে অনেক ব্যস্ত সময় পার করছেন আর ব্যস্ততার মাঝেও এই সুন্দর পোস্ট শেয়ার করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে ব্যস্ততার সময় কোন কিছুই ভালো লাগেনা। তবুও আপনি দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 28 days ago 

একদম ঠিক বলেছেন আপু তারপরেও ভালোবাসার জায়গা থেকে ফটোগ্রাফি গুলো করেছি। ধন্যবাদ।

 29 days ago 

ফুলের মধ্যে কসমস ফুলটি দেখতে বেশ দারুন লাগে যদিও বা আমার সাদা বর্ণের ফুলটি বেশ ভালো লাগে। নয়নতারা ফুলটি সুন্দরভাবে ফুটে উঠেছে। বেশ চমৎকার লাগতেছে আপনি অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি করেছেন। জায়গাটি বেশ চেনা চেনা লাগছে। আমিও ফটোগ্রাফি করেছি। আমিও আস্তে আস্তে শেয়ার করব সব মিলিয়ে লাস্টে গোলাপ ফুলের ছবিটা বেশ চমৎকার ভাবে তুলে ধরেছেন

 28 days ago 

সব সময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 29 days ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার ধারণ করা চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ফটো ছিল অসাধারণ।

 28 days ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন বিষয়টা জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।

 29 days ago 

খুব সুন্দর এবং যত্ন সহকারে আপনি কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখে সত্যিই ভালো লাগলো। তবে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি খুবই সুন্দর হয়েছে।

 28 days ago 

আপনার মতে গোলাপ ফুল টা অনেক সুন্দর হয়েছে বিষয়টা বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62770.12
ETH 3467.22
USDT 1.00
SBD 2.53