প্রথম দিন $PUSS কয়েন কিনতে না পারার কিছু কথা।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ আমার জন্মদিন (০৭/০৯/২০২৪) রোজ: শনিবার।
💞আজকে আমার জন্মদিন তাই সবাই আমার জন্য দোয়া করবেন।💞
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই। এরপর নাস্তা করি। নাস্তা খাওয়া শেষ হলে, মায়ের কাজে সহযোগিতা করি। তারপর আজকে আমার গাংনী যেতে হয়েছিল। তাই রেডি হয়ে মোটরসাইকেল নিয়ে বাজারে গেলাম। তারপর সেখানে কাজ শেষ করে বাসায় ফিরলাম। আসলে আজকে প্রচন্ড গরম পরছে। শুধু তাই নয় বাসায় এসে দেখি কারেন্ট নাই। খুবই বিরক্ত লাগছিল। তারপর কিছুক্ষণ পরে কারেন্ট আসলো এবং গোসল শেষ করলাম। গোসল শেষ করে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপরে ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
🌹 প্রথম দিন puss না কিনতে পারাই আমার কিছু কথা।🌹
আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা উপরে টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমার আজকের পোষ্টের মধ্যেই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো
আপনারা জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা আমাদের বড় দাদা। দাদার প্রতি জানাই অনেক কৃতজ্ঞতা। কেননা তিনি সবসময় আমাদেরকে নিয়ে গভীর চিন্তাভাবনা করেন। এরই ধারাবাহিকতায় তিনি আমাদের জন্য দারুন একটি কয়েন নিয়ে এসেছেন। আসলে এই প্লাটফর্মে বর্তমানে একটি নিজস্ব কয়েন এসেছে। এই কয়েন এর নাম জানেনা এমন কোন ইউজার নেই বললেই চলে। কেননা বর্তমানে এটি আমাদের ব্যাপক বিস্তার লাভ করেছে। শুধু তাই নয় এই কয়েন আমাদের সকলেরই একটি ভালোলাগার কয়েন বলে আমি মনে করি ।
সম্ভবত ১২ ই আগস্ট আমাদের বড় দাদা আমাদের সকলের জন্য মজার ফলে একটা কয়েন এই কমিউনিটিতে নিয়ে এসেছে। সেই কয়েনটি হচ্ছে $pussকয়েন। তবে আমি আমার কাছ থেকে খুবই আজকে দুঃখিত। কেননা দাদা যখন এটা এনাউন্সমেন্টে দিয়েছিল তখন আমি দ্রুত সেখানে বিষয়টা দেখতে পাই। তবে প্রথমত আমি বিষয়টা তেমন বুঝতে পেরেছিলাম না। এরপরে দাদার পোস্ট আমি সম্পূর্ণ পড়েছিলাম। তারপরে আমি এই বিষয়ে ভালো একটা ধারণা পায়। তবে এটি যখন আমাদের মাঝে প্রথম আসে সেই সময় আমার ওয়ালেটে একদম ০ trx ছিল। যে কারণে আমি তখন এই puss কয়েন ক্রয় করতে পারেনি। তবে আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তাছাড়া আমার ওয়ালেটে তেমন স্টিমও ছিল না যা দিয়ে আমি trx কিনবো। যাইহোক কিছুদিন পরেই আমি আমার ওয়ালেটে trx নিয়ে আসি। তবে এতে করে আমার বেশ কয়েকদিন লেট হয়ে গিয়েছিল। তাছাড়া আমি এমনিতেও মজা করতে খুবই ভালোবাসি। আর সেই সাথে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা বড় দাদা। তিনি আমাদের জন্য মজার ছলে এনেছেন puss কয়েন। আর এই puss কয়েন প্রথম দিন কিনতে না পারাই সত্যিই আমার খারাপ লেগেছিল।
তবে এই খারাপ লাগার মধ্যেই বর্তমানে আমার একটু ভালো লাগছে। আর ভালো লাগছে এই কারণেই যে বর্তমানে আমার ওয়ালেটেও $puss কয়েন রয়েছে।
সবশেষে পুশ কয়েন কিনতে পেরে আমার মনে হচ্ছে আমি যেন সফল হতে যাচ্ছি।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া সত্যি বলতে আমিও প্রথম দিন এই পুস কয়েন কিনতে পারিনি। এজন্য আমার আফসোস হয়েছে। তবে, যদি প্রথম অবস্থায় এই পুস কয়েন কিনতে পারতাম, তাহলে হয়তো অনেক বেশি লাভবান হতে পারতাম।পুস কয়েন ইতোমধ্যেই আমাদের কে একটি ঝলক দেখিয়ে দিয়েছে।
একদম ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ প্রথম দিন $PUSS কয়েন কিনতে না পারার কিছু কথা। আসলে প্রথম দিন আমিও $puss না কিনতে পেরে বেশি আফসোস করেছিলাম। তোমার কাছে trx না থাকার কারণে তুমি কিনতে পেরেছিলে না জানতে পারলাম। ধন্যবাদ বন্ধু তোমার গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছ বন্ধু ধন্যবাদ।
আমিও এরকম ঝামেলায় পড়েছিলাম যার জন্য প্রথমে কিনতে পারিনি।আসলে সবাই এধরনের প্রবলেম ফেইস করেছিল। পরে কিনতে পেরেছিলেন জেনে ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু।