জেনারেল রাইটিং।। প্রথমবার খুলনায় যাওয়ার অনুভূতি।।(পর্ব -০৮)।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০২/০৮/২০২৪) রোজ: সোমবার।
💞 ঘুরতে ভালোবাসি💞
আজকে সকালে ঘুম থেকে উঠি। প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি। এরপর জেনারেল চ্যাটে গিয়ে একটু আড্ডা দি। তারপর ভাবলাম একটা পোস্ট লিখে শেয়ার করা যাক।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
ইতিপূর্বে আপনারা যারা আমার এই খুলনায় ভ্রমণের প্রথম পর্ব থেকে শুরু করে একে একে পর্বগুলো দেখে আসছেন । আশা করছি আজকেও আপনাদের এই পর্বটি দেখে ভালো লাগবে। আপনারা জানেন অর্থাৎ যারা আমার এর পূর্বের পর্বটি করেছেন তারা জানেন আমরা হোটেল খুঁজতে খুবই ব্যস্ত ছিলাম। কেননা নতুন শহরে সব কিছুই অচেনা। সেই অচেনা থেকে ভালো কিছু পাওয়াটা সত্যিই একটা ভাগ্যের বিষয়। যাই হোক ভালো হোটেল পেয়েছিলাম। এরপর আমরা হালকা একটু রুমের রেস্ট করে পরে বাইরে খেতে বের হয়েছিলাম। বাইরে এসে দেখি সত্যিই রাতে খুলনা শহরটা দেখতে একটা অন্যরকম লাগছে। সবকিছুই বেশ ভালো লেগেছিল। তাছাড়া নতুন শহর আমার কাছে খুবই ভালো লাগে। সেই সাথে খুলনা তো একটা খুবই সুন্দর জায়গা। হোটেল থেকে বের হয়ে এসেছি এখন আমরা খাবারের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছি। রাস্তায় বের হয়ে উপরের ছবিটি আমি আমার ফোনে ধারণ করি।
তবে খুলনায় একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছিল যে শপিং করার জন্য খুবই সুন্দর মার্কেট। তবে ইচ্ছে আছে এবার যদি আবার কখনো সিলেটে যায় তাহলে সেখান থেকে অবশ্যই শপিং করে আসবো। তাছাড়া আমরা যখন রাস্তায় ঘুরে বেড়িয়েছিলাম ওই মুহূর্তে এদিক-ওদিকে দেখছিলাম। এরপরে পরের ছবিটি মনে ধারণ করেছি। আপনার উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শপিং মল। এমনকি আমরা বাইরে থেকে দেখতে পেয়েছিলাম যে সেখানে খুব জিনিসগুলো খুবই দামি এবং সুন্দর করে সাজানো। আমরা অনেকটা জার্নি করেছি তাই আমাদের এখন খাওয়ার প্রয়োজন ছিল তাই আমরা মার্কেটে গিয়েছিলাম না। বাইরে থেকেই ছবিটি সংগ্রহ করা হয়।
এভাবে একটু একটু করে আমরা সামনের দিকে এগোচ্ছি ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কেননা অনেকটা পথ জার্নি করেছি অবশ্যই একটু ভালো খাবার খেতে হবে। যদি আমরা ভাজা কোন জিনিস খাই তাহলে ভালো লাগবে না। তাই আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্যই বাইরে বেরিয়েছি। এভাবে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার এপারে ওপারে দোকানপাট গুলো দেখে খুবই ভালো লেগেছিল। তাই আমরা একটা মেলায় ঢুকেছিলাম। আসলে সেখানে জিনিসগুলো এত সুন্দর করে সাজানো যা দেখলেই চোখ জুড়ে যায়। উপরের ছবিটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ছোটদের খেলনা যাবতীয় জিনিস পাতিগুলো খুব সুন্দর করে সাজানো। আর এগুলো দেখেই ছবি না তুলে আর থাকতে পারলাম না। তবে সেখানে আমরা অনেক ধরনের খেলনা পাতিসহ অনেক জিনিস দেখলাম। তবে একটা বিষয় লক্ষ্য করলাম সেখানে ছোটদের যাবতীয় জিনিসগুলোর দাম একটু বেশি ছিল।
আসলে কোথাও প্রথম যাওয়া কিন্তু একটা অন্যরকম ব্যাপার। সেই সাথে খুলনা শহরটা তো সেই সুন্দর যেটা নিজ চোখে না দেখতে পারলে বুঝতাম না। তাছাড়া রাতের বেলায় বন্ধুদের সাথে যদি হাঁটতে শুরু করি তাহলে সেই হাটার শেষ হয় না। আর সেটা যদি হয় আবার নতুন একটা শহর তাহলে তো একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। এভাবে আমরা খাওয়ার জন্য বের হয়ে খুলনা শহরে বেশ কিছুক্ষণ সময় হাটাহাটি করেছিলাম। যদিও ক্লান্তি ছিলাম কিন্তু শহরটা বাইরে এসে এভাবে দৃষ্টি অগোচরে দেখতে পেয়ে খুবই ভালো লেগেছিল। সেই ভালোলাগা থেকেই ছবিগুলো সংগ্রহ করেছি। এবং আপনারা উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলস্টেশন থেকে একটু দূরে চৌরাস্তার মোড়। আর রাস্তায় ঠিক মিডিল পয়েন্টে খুব সুন্দর করে কয়েকটি ছবি আঁকা রয়েছে। এগুলো দেখেও বেশ ভালো লেগেছিল। তবে খুলনায় ভ্রমণে আমার এই প্রথম যাওয়াটা সত্যিই বেশ আনন্দে ছিলাম। খুলনা শহরের ডাক সত্যি খুবই সুন্দর যদিও খুবই অল্প পরিসরে সেখানে ছিলাম। তাই শহরটা পুরোপুরি ঘুরে দেখা হয়নি। তবে আমরা যেটুকু সময় খুলনায় ছিলাম খুব ভালো লেগেছিল। আসলে খাওয়ার জন্য যখন বাইরে বের হলাম তখন খাওয়ার কথা আর মনে নেই। আমরা চারজন বন্ধু মিলে হেঁটে চলেছি সেই দিগন্তের পথে।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
স্থান | খুলনা |
আজকের মতো এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ প্রথমবার খুলনায় যাওয়ার অনুভূতির অষ্টম পর্ব। তোমার প্রত্যেকটি পর্বের পোস্ট পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। তুমি খুলনা শহরটা নিজের চোখে দেখেছিলে এবং সে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছ আমার কাছে বেশ ভালো লাগলো। ঠিক বলেছ বন্ধু আসলে অনেকটা পথ জার্নি করলে একটু ভালো খাবার প্রত্যেকেরই বেশ প্রয়োজন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুলনা শহর যেতে অনেকটা পথ জার্নি করেছেন আপনি।আপনার মার্কেট টা বেশ ভালো লেগেছিল ।আসলে সব জেলা পর্যায় শহরগুলোর মার্কেট ভালো হয়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ধন্যবাদ।
শুনেছি খুলনা অনেক সুন্দর একটি শরহ। খুলনা আমারও কয়েকবার যাওয়ার কথা ছিল। কিন্তু সময় হয়ে ওঠেনি। আমার নানু বাড়ি যেহেতু যশোর আর আমাদের অনেক আত্মীয় থাকে সেখানে। আজ আপনার খুলনার ভ্রমণ পোস্ট দেখে আমারও খুলনা যেতে মন চাইছে। যাইহোক। খুলনা ভ্রমণ করে বেশ সুন্দর অনুভূতি পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন।
খুলনায় আপনার যাওয়ার কথা ছিল । কিন্তু সময়ের কারণে যাওয়া হয় নি। আশা করছি আপনি খুলনা শহরে যাবেন । সেখানে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করবেন এই প্রত্যাশা করি ধন্যবাদ।
💝 আল্লাহ হাফেজ 💝
আপনিরা যে তৈরি করেছেন, তার মূল্য নিয়ে আনতে এসেছেন। অভিনব ধারণা ও শৈলীর সমষ্টি!
আপনার খুলনা যাওয়ার একের পর এক পর্ব গুলো দেখে আসছি৷ আজকেও আরো একটি সুন্দর পর্ব দেখতে পারলাম৷ খুবই সুন্দরভাবে আপনি এখানে এই পর্বের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে একের পর এক ফটোগ্রাফিও বেশ অসাধারণ হয়েছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
ভাইয়া আমার পর্বগুলো আপনি তাহলে প্রথম থেকেই দেখছেন । বিষয়টা জানতে পেরে আমার কাছে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।