গল্প:- এক বৃদ্ধ খারাপ লোক (পর্ব-০২)

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-plato-terentev-6166322.jpg

Source

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আবার আপনাদের জন্য খুবই সুন্দর একটি গল্প নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে যে গল্প শেয়ার করব সেই গল্পের প্রথম পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করেছি৷ সে পর্বটি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে বলে আমি আশা করি৷ তাই আজকে এর দ্বিতীয় পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এই পর্বটিও আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক।

এখানে আমি যে বৃদ্ধ লোকের গল্পটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সে বৃদ্ধ লোকটির দ্বিতীয় পর্বের মধ্যে আজকে আমি সেই খারাপ লোকের কিছু কর্মকান্ড সম্পর্কে তুলে ধরব।

এই ব্যক্তি যখন যুবক বয়সের ছিল তখন সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। আবার অনেক জায়গায় চাকরি করার জন্য সে ট্রান্সফার হয়েছিল। তখন সে যেখানেই ট্রান্সফার হতো সেখানে সে একটি করে বিয়ে করে নিত এবং সেখানে সে বসে বসে তার জীবন চালনা করতো।

আর সে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতো তখন তার পূর্ববর্তী স্ত্রীদের সম্পর্কে তার কোন খোঁজ খবরই ছিল না এবং তাদের কোন খোঁজখবর নেওয়ারও সে প্রয়োজন মনে করত না। সে সবসময় এক জায়গা থেকে অন্য কোন জায়গায় স্থানান্তর হলে তার আগের অতীতকে ভুলে যেত।

সে যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর হয়ে যেত তখন সে অন্যান্য স্ত্রীদের আর কোন খবর নিত না, তারা নিতে চাইলেও সে যোগাযোগ করতে চাইত না৷ সে সব সময় তাদেরকে এড়িয়ে চলত৷ এমন ভাব করত যে সে আগে এখনো বিয়েই করেনি৷ এটিই তার প্রথম বিয়ে৷

এভাবে যখন কিছুদিন চলতে থাকে তখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর আরো বেশি হতে থাকে এবং সে স্থানান্তর হতে হতে বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়। শেষ পর্যায়ে সে এক জায়গায় অবস্থান করতে থাকে। অনেক বছর সে এক জায়গায় অবস্থান করে এবং সেখানেও সে একটি বিয়ে করে নেয়। সেখানে বিয়ে করার পর সেখানে সে স্থায়ীভাবে অবস্থান করতে থাকে।

তার যখন চাকরির সময়সীমা শেষ হয়ে যায় তখন সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করতে থাকে এবং বাড়িতে অবস্থান করতে করতে সে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে থাকে৷ বাড়ির আশেপাশে যে সকল জমিগুলো রয়েছে তার নিজস্ব, সেই জমিগুলোর মধ্যেও সে কাজ করতে থাকে। আর সব সময় সে তার জমিতে কাজ করতে থাকে।

আশা করি আজকে আমি আপনাদের মাঝে এর যে পর্বটি তুলে ধরেছি সেটি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে৷ এর আরো পরবর্তী পর্বগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পরবর্তী পর্বগুলোও আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অসংখ্য ধন্যবাদ আমাকে সব সময় এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার প্রতিদিনের সাপোর্টে আমি অনেক বেশি পরিমাণে খুশি। অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে সব সময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86