"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগ4 months ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সবসময়ের মত আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমি আরো একটি অনু কবিতার পোষ্ট শেয়ার করতে যাচ্ছি।


Abb-jpg.png

সোর্স

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত সবাই সুন্দর সুন্দর কবিতা,অনুকবিতা লিখছে এবং তাদের কবিতা পড়ে আমিও অনুপ্রাণিত হলাম। আর বিশেষ করে আমার বাংলা ব্লগের এবিবি ফানের অনু কবিতা গুলো দেখে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম।

কারণ সেখানে খুব সুন্দর একটা অনু কবিতাকে কেন্দ্র করে,অসংখ্য ইউজার খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকে। সেই অনু কবিতা গুলো পড়ে পড়ে এখন নিজের মধ্যেও একটি ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করি। কারণ চেষ্টা করতে দোষের কিছু নেই। আর আমি আশা করি চেষ্টা করলে আমিও সবার মত ভাল কিছু অনু কবিতা বা কবিতা লিখতে পারবো।চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয়।যদিও একদিন এবিবি-ফানের অনুকবিতার আসরে ৪লাইনের ছোট একটা অনুকবিতা লিখেছিলাম, সেদিন মনে হয়েছিল আমিও চেষ্টা করলে কবিতা লিখতে পারবো।সেই ভাবনা থেকেই মূলত কবিতা লেখার ইচ্ছা হলো।

তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কিন্তু প্রায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা লেখে।বড় দাদার অনুকবিতা,কবিতা ,ছোট দাদার কবিতা সাথে হাফিজ ভাইয়ার কবিতাগুলোও আমার খুব ভালো লাগে।তাদের কবিতা পড়ে কিছুটা সাহস পেয়েছি। আর সেই প্রচেষ্টায় আজকে আপনাদের মাঝে আমার নিজের স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।অনু কবিতা শেয়ার করার পূর্বেই বলে নিচ্ছি হয়তো অগোছালো বা কিছুটা বেমিল হতে পারে। আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১
ক্লান্ত বিকেলে আমার উদাস মন।
তোমায় ভাবি আনমনে কিছুক্ষণ।
ভাবনার দেয়ালে যত আছে স্মৃতি।
একটা সময় গিয়ে সব টানছে যে ইতি।



অনু কবিতা-২

আমার শূন্যতায় চাই শুধু তোমায়।
তোমার তরে আমার চাওয়া পাওয়া।
তোমাতেই আমি দিশে হারা।
ওগো, তোমার তরে আমার বাঁচা মরা।



অনু কবিতা-৩

আশা আছে অনেক তবে,
ভাষা নেই তোমায় বলার।
চাওয়া আছে অনেক তবে,
পাওয়ার হিসাব টা শূন্যতায় পারাপার।



অনু কবিতা-৪

আধুনিকতার আড়ালে হারাচ্ছে সব পুরনো।
নতুনত্বের আগমনে পুরাতন জীর্ণ শীর্ণ।
তবুও অনেকই আজও পুরাতনের অনুসারী।
কারণ পুরাতনই তো নতুনত্বের দিশার।



অনু কবিতা-৫

আজও নিস্তব্ধ এ হৃদয় তোমার অপেক্ষায়। আজও সীমাহীন কষ্টে বুকে হয় অশ্রু ক্ষরণ।
আজও বেলা অবেলায় থাকে দু চোখে জল।
সবকিছু ভুলে তুই ফিরবি কবে বল?

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর সাপোর্ট এর জন্য। অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার মুল্যবান সাপোর্ট পেতে আমার অনেক ভালো লাগে৷ অসম্ভব ভালোবাসা রইল।।।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি সবসময় চেষ্টা করার কারণেই এখন অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এভাবে যদি প্রতিনিয়তই চেষ্টা করে যান, তাহলে একসময় দেখা যাবে আপনি আরো বেশি সুন্দর সুন্দর অনু কবিতা লিখতে পারতেছেন। আপনার আজকের লেখা অনু কবিতা পড়তে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা অনু কবিতা আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখার কারণে ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে সুন্দরভাবে লিখেছেন আপনি। আপনার পরবর্তী অনু কবিতা আশা করছি খুব শীঘ্রই পাবো।

 4 months ago 

প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে করে নতুন ও কোয়ালিটিফুল অনু কবিতা শেয়ার করতে পারি৷ তাই এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। আপনার এই অনু কবিতা পড়ে খুবই ভালো লাগে। আসলে অনু কবিতার মাধ্যমেই মূল কবিতা লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। আস্তে আস্তে আপনার এই অনু কবিতা গুলো আমার আরো বেশি ভালো লাগছে। আজকের কবিতাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

চেষ্টা করি প্রতিনিয়ত এই অনু কবিতা গুলোকে আরো কোয়ালিটি করে তোলার।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার লেখা পাঁচটি অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। অনু কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল এবং চমৎকার হয়েছে। আপনার লেখা পাঁচটি অনু কবিতার মধ্যে প্রথম অনু কবিতাটি এবং ৪ নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

খুব খুশি হলাম আমার ৪ নাম্বার অনু কবিতা আপনার পছন্দ হয়েছে শুনে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভালোবাসার আবেগ অনুভূতি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। অনু কবিতা যেখানে অনুভূতি খুব সুন্দর ভাবে প্রকাশ করতে দেখি। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে ভালই লাগে পড়তে। আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর যেখানে পাওয়া না পাওয়ার অনেক রহস্য লুকায়িত।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার কাছেও আমার এই কমিউনিটির সকলের অনু কবিতা পড়তে অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর ৫ টি অণুকবিতা শেয়ার করেছেন ভাইয়া। কত অল্প কথায়, কত সুন্দর ভাবে মনের অভিব্যক্তি প্রকাশ করা যায়, তা এই অণুকবিতা গুলো পড়লেই বুঝা যায়।অনেক সুন্দর হয়েছে অণুকবিতার গুলো। শব্দের ব্যবহার আর ছন্দের দিকে একটূ নজর দিলে আরো ভালো কবিতা উপহার পাব আপনার কাছ থেকে। অণুকবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

একেবারে ঠিক বলেছেন৷ অল্প কথায় অনুভুতি প্রকাশ মুল মাধ্যম হলো অনু কবিতা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি খুবই চমৎকার অনু কবিতা লিখেছেন। প্রতিটি অনু কবিতা পড়ে অনেক ভাল লেগেছে আমার কাছে।
সুন্দর করে ছন্দ মিলিয়ে অসাধারণ কবিতা আপনি আমাদের মাঝে উপহার দিলেন।

অনু কবিতা-২

আমার শূন্যতায় চাই শুধু তোমায়।
তোমার তরে আমার চাওয়া পাওয়া।
তোমাতেই আমি দিশে হারা।
ওগো, তোমার তরে আমার বাঁচা মরা

উপরের অনু কবিতা আমার কাছে বেশি ভাল লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমার এই অনু কবিতা আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাদের কমিউনিটিতে সবাই খুবই চমৎকার কবিতা লিখে থাকেন। বিশেষ করে অনু কবিতাগুলো খুব বেশি সুন্দর ভাবে লিখে থাকে। আপনি আজকে যে কোন কবিতাগুলো লিখেছেন প্রত্যেকটি অনু কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতাগুলো সুন্দরভাবে দেখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক খুশি হলাম আপনার এই মন্তব্য পড়ে। অনু কবিতা আসলেই অনেক সুন্দর।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি বড় দাদা ছোট দাদা এবং হাফিজ ভাইয়ের কবিতা গুলো পড়ে কবিতা লেখার সাহস পান । আপনার অনু কবিতাটি পড়ে আসলেই আমার অনেক ভালো লেগেছে ।আপনার সব লাইনগুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে মিলিয়ে মিলিয়ে লিখেছেন ।ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 4 months ago 

একদম৷ ওনারা খুব সুন্দর অনু কবিতা শেয়ার করেন। তার থেকে আমি প্রতিনিয়ত অনুপ্রেরণা পাই৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 54917.96
ETH 2851.40
USDT 1.00
SBD 2.21