জেনারেল রাইটিং :- "সফলতা নিজ থেকে বয়ে আসে না"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।
আজকে আবার আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই জেনারেল রাইটিং আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে৷ আমি অনেকদিন ধরে এরকম একটি চিন্তা নিয়ে ছিলাম যে এরকম একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করা উচিত৷ তাই সেই থেকে অনুপ্রেরণা পেয়ে আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করব৷ আশা করি আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে৷ তাহলে চলুন শুরু করা যাক৷
আজকের যে জেনারেল রাইটিং এর বিষয়টি রয়েছে সেটি আমাদের সকলের জীবনেই প্রয়োজন এবং এটিকে পাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করে রয়েছি৷ প্রতিনিয়ত এর জন্য পরিশ্রম করে যাচ্ছি৷ এই বিষয়টি হলো সফলতা৷ সফলতা আমরা সবসময়ই আশা করি। সফল হওয়ার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি৷ বিভিন্নভাবে পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করার চেষ্টা করে যাচ্ছি৷
আমরা সকলেই পড়াশোনা করি। বেশিরভাগই পড়াশোনা শেষ করে তাদের চাকরি নিয়ে ব্যাস্ততম সময় পার করছে । আমার বাংলা ব্লগ কমিউনিটিতেও অনেক মানুষ আছেন, যারা পড়াশোনা এবং চাকরির পাশাপাশি এখানে কাজ করে যাচ্ছেন। উনারা চেষ্টা করছে সকলে যেন সফল হতে পারে৷ আমিও চেষ্টা করি যেন কোথাও না কোথাও আমি আমার লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। যার মাধ্যমে সফল হতে পারব।
আমাদের এখানে আমরা পাওয়ার আপের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি৷ আমরা বছরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পাওয়ার আপ করতে থাকি, যাতে করে আমরা আমাদের নির্ধারিত টার্গেটে পৌঁছে যেতে পারি৷ একটি নির্ধারিত টার্গেটকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি৷ এই টার্গেট অনেকের পূরণ হয়৷ আবার অনেকেরই পূরণ হয় না৷ আবার অনেকের এই টার্গেটের প্রান্তে এসে আটকে যেতে হয়৷ আবার অনেকের এটি অনেক আগেই পূরণ হয়ে যায়ভ তাই আমাদেরকে থেমে থাকলে চলবে না৷ সবসময়ই পাওয়ার আপ করে যাওয়া উচিত৷
তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও একই বিষয়৷ যদি আমরা আমাদের জীবনের কোন সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে৷ পরিশ্রমের মাধ্যমে যদি আমাদের সফলতা আসতে আসতে আমাদের চোখের সামনে এসেও চলে যায়, তারপরও আমরা হাল ছাড়বো না৷ প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে৷ একদিন না একদিন সফলতা আসবে৷ আমরা যদি এক জায়গায় বসে থেকে কোন পরিশ্রম না করে শুধুমাত্র সাফল্য আসার আশা করতে থাকি তাহলে তা বোকামি ছাড়া আর কিছুই নয়৷
আমাদেরকে আমাদের সফলতা ছিনিয়ে আনতে হবে। সফলতা অবশ্যই আমাদের কাছে আসবে৷ হয়তো আজ আমরা সফল হতে পারছি না এবং সফলতার কাছে গিয়ে ফিরে চলে আসছি৷ হয়তো এই বছর আমাদের সফলতা আসবে না৷ তবে তাই বলে আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব এবং সফলতা অর্জনের লক্ষ্যকেও তুচ্ছ করে দেবো তা কোন মতেই হতে পারেনা৷ এজন্য আমাদেরকে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে। সফলতা আজকে না হলে পরের দিন আসবে। তারপরের দিন না হলে একদিন না একদিন অবশ্যই আসবে। এই সফলতা কখনো নিজ থেকে চলে আসবে না৷ সফলতা আমাদেরকে এসে বলবে না এটাই তোমার সফলতা৷ এই নাও আমাকে তুমি গ্রহণ করো৷ এটা কখনোই হবে না৷ আমরা যখন আমাদের সফলতাকে অর্জন করতে পারব তখন সফলতা বলবে হ্যাঁ তুমি তোমার সফলতা অর্জন করেছ এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে থাকো৷
তাই আমাদেরকে আমাদের সফলতা অর্জনের লক্ষ্যে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই লক্ষ্যকে যদি আমরা পরিকল্পনা করে এগিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবো৷ হয়তো আজকে এই সফলতার প্রান্তে আমরা গিয়ে ফিরে আসতে হয়েছে৷ তবে এর মানে এই না যে, আমাদের সফলতা আর কখনো আসবে না। হয়তো আমরা যে বিষয়টি নিয়ে সফলতা অর্জন করতে চাইছি সৃষ্টিকর্তা সে বিষয়টি আমাদের কপালে রাখেননি৷ তিনি আমাদেরকে অন্য কোন স্থানে রাখার পরিকল্পনা করে রেখেছেন৷ তাই হয়তো আজকে আমরা সেই সফলতা অর্জন করতে পারছি না৷ চেষ্টা করতে করতে আমরা অবশ্যই সফলতার দারপ্রান্তে পৌঁছে যেতে পারব৷ হয়তো একটু সময়ের প্রয়োজন হবে এবং পরিশ্রম বেশি হবে৷ তবে শেষ পর্যন্ত একটাই কথা, সফলতা আমাদেরকেই অর্জন করতে হবে৷ সফলতা কখনো নিজ থেকে চলে আসবে না।
আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।
BIJOY1
আমার সম্পর্কে কিছু কথা
আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

.png)

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সাপোর্ট পেতে আমার অনেক ভালো লাগে।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য।
https://twitter.com/bijoy1__2024_SB/status/1765934321167462751?t=g7hXQ1FiWn1tleghFGJ_IQ&s=19
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। মানুষের সফলতার পিছনে নিজের পরিশ্রম থেকে থাকে, আরো থাকে উদ্দেশ্য লক্ষ্য। পাওয়ার আপ নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আপনি। খুবই ভালো লেগেছে আপনার সুন্দর এই লেখা পড়ে। আশা করি অনেকের জন্য উপকার হবে এবং মানুষের জড়তা কাটবে এ পোস্ট পড়ার মধ্য দিয়ে
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন সফলতা এমনি এমনি আসে না। সফলতার পেছনে চেষ্টা থাকতে হয়। চেষ্টা না থাকলে কখনোই সফলতা অর্জন হবে না। ঠিক পাওয়ার আপ যেভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করে একটা সফলতার পথ দেখি। এভাবেই প্রতিটা কাজে আমাদের চেষ্টার মাধ্যমে সফলতা বয়ে আনতে হবে।
অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ।
সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম এবং চেষ্টা থাকতে হবে। তাছাড়া কখনো সফলতা অর্জন হবে না। সফলতা এমনি এমনি আমাদের সামনে আসবে না। সফলতা নিজেকেই নিয়ে আসতে হবে মনিজের যোগ্যতার মাধ্যমে। তাই সফলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম এবং সাধনা করতে হবে। আপনি ঠিকই বলেছেন পাওয়ার আপ যদি আমরা প্রতিনিয়ত না করি তাহলে পাওয়ার আপ শেষে আমাদের এই সফলতা আসবেনা, প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম সফলতার পেছনে কঠোর পরিশ্রম ইচ্ছা শক্তি থাকতে হবে।
অবশ্যই৷ পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না।
সফলতা কখনো আপনা আপনি চলে আসে না। সফলতা অর্জন করতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন। সফলতা পেতে হলে অবশ্যই আমাদের কে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সফলতা কখনো বলে আসে না, নিজের পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে সফলতা চলে আসে।
অনেক সুন্দর ও গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷
ঠিক বলেছেন ভাইয়া সফলতার নিজ থেকে বয়ে আসে না ।এজন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং নিজের লক্ষ্য স্থির রাখতে হয়। যেমন আমার বাংলা ব্লগে আমরা আজ যতটুকু পরিমাণ সময় দিতে পারি আমাদের ঠিক তেমনি আয় আসে ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।
পরিশ্রমের বিকল্প কিছুই নেই৷
জী ভাইয়া ঠিক বলেছেন সফলতা নিজ থেকে হেটে হেটে আসে না। সেটা অনেক পরিশ্রম করে অর্জন করতে হয়। অনেকে মনে করে কান্না করলেই সফলতা চলে আসে। সেটা ভুল,কাজ করতে হবে,লেগে থাকতে হবে। শরীরের ঘাম থেকে সফলতার বীজ বপন হয়। ধন্যবাদ।
একদম সুন্দর কিছু কথা বলেছেন আপনি৷ কান্না থেকে কখনো সফলতা আসে না।