লেভেল ৪ হতে আমার অর্জন - By @bijoy1

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।

2023-08-17-22-20-57-542.jpg

সবাইকে আমার পক্ষ থেকে সাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।

কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেভেল পড়ে লিখিত পরীক্ষা প্রকাশ করবো তাহলে শুরু করা যাক

  • p2p কি?

  • p2p হলো একজন থেকে আরেকজনের মাঝে কোনো কিছু ট্রান্সফার করা৷ আমাদের steemit থেকে যদি আমরা অন্য একজন ইউজারকে আমাদের Steem, SBD, TRX পাঠাতে চাই তাহলে সেটাকে p2p বলা হয়।

  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • প্রথমে আমি আমার Steemit Wallet এ প্রবেশ করব। তারপর STEEM DOLLARS নামে যে অপশনটি রয়েছে তার পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে টাচ করব।

Screenshot_20230817-091502_Chrome.jpg

  • সেখানে টাচ করার পর আরো অনেকগুলো অপশন বেরিয়ে আসবে৷ সেখান থেকে আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব অর্থাৎ ট্রান্সফার অপশনটিতে ক্লিক করব৷

Screenshot_20230817-091510_Chrome.jpg

  • ট্রান্সফার এ ক্লিক করার পর সেখানে একটি মেনু আসবে সেখানে আমরা To তে লিখব @level4test. তারপরে অ্যামাউন্টের ঘরে আমরা লিখব 0.001 SBD. তারপরে নেক্সট এ ক্লিক করব।

Screenshot_20230817-091631_Chrome.jpg

  • তারপর একটি কনফার্মেশন এর পেজ আসবে সেখানে আমরা ওকে করে দিলেই আমাদের SBD ট্রান্সফার হয়ে যাবে৷

Screenshot_20230817-091641_Chrome.jpg

  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • প্রথমে আমরা আমাদের ওয়ালেটে লগইন করে নিব। তারপর প্রথম দিকে আমরা Steem দেখতে পাবো৷

Screenshot_20230817-091739_Chrome.jpg

  • Steem এর পাশের যে চিহ্নটি রয়েছে সেখানে টাচ করার পর কিছু অপশন আসবে৷ সেখানে আমরা ট্রান্সফার এ ক্লিক করব৷

Screenshot_20230817-091746_Chrome.jpg

  • ট্রান্সফার ও ক্লিক করার পর To তে আমরা @level4test লিখব। তারপর অ্যামাউন্টের ঘরে 0.001 Steem লিখে নেক্সট এ ক্লিক করব৷

Screenshot_20230817-091831_Chrome.jpg

  • তারপর কনফার্মেশন থেকে সবকিছু দেখে নিয়ে ওকে তে ক্লিক করব৷

Screenshot_20230817-091836_Chrome.jpg

  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • প্রথমে ওয়ালেট থেকে TRX অপশন এ যাব।

Screenshot_20230817-091917_Chrome.jpg

  • তারপর আ্যরো চিহ্নটিতে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করব।

Screenshot_20230817-091928_Chrome.jpg

  • তারপর To তে লিখব @level4test। অ্যামাউন্টের ঘরে লিখব 0.01. তারপর নেক্সট এ ক্লিক করব।

Screenshot_20230817-092012_Chrome.jpg

  • তারপর কনফার্মেশন থেকে সবকিছু দেখে নিয়ে ওকে তে ক্লিক করব।

Screenshot_20230817-092017_Chrome.jpg

  • তারপর এখানে আমরা আমাদের Private Key দিয়ে ট্রান্সফার এ ক্লিক করব।

Screenshot_20230817-092025_Chrome.jpg

  • Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • প্রথমে আমরা আমাদের ওয়ালেট এ প্রবেশ করব। তারপর আমাদের প্রোফাইল এর ডান পাশে তিনটি দাগ রয়েছে সেখানে ক্লিক করব।

Screenshot_20230817-092125_Chrome.jpg

  • ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। সেখানে আমরা দেখতে পাব Currency Market.

Screenshot_20230817-092136_Chrome.jpg

  • সেখানে আমরা অ্যামাউন্টের ঘরে লিখব 0.1. তারপর BUY STEEM এ ক্লিক করব।

Screenshot_20230817-092156_Chrome.jpg

  • ক্লিক করার পর ওকে তে ক্লিক করব।

Screenshot_20230817-092207_Chrome.jpg

  • Poloniex Exchange site এ একটি Account Create করুন।

  • প্রথমে Poloniex Exchange site এ প্রকাশ করব। সেখানে সাইন আপ এবং লগইন নামে দুটি অপশন থাকবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করার পর সেখানে আমরা আমাদের একাউন্ট কি নামে খুলতে চাই সে নামটি দিয়ে দিব। তারপর আমরা আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিব এবং কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ডটি পুনরায় লিখে দিব।

আমরা এখানে যে জিমেইলটি দিয়েছি সেই জিমেইলে একটি মেইল যাবে৷ সেই মেইলে আমরা একটি লিঙ্ক দেখতে পাব সে লিংকে টাচ করার পর আমাদের একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে৷

  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

  • প্রথমে আমাদের ওয়ালেট এর STEEM নামে অপশন এর পাশের চিহ্নটিতে ক্লিক করব।

Screenshot_20230817-092253_Chrome.jpg

  • তারপর ট্রান্সফার অপশন এ ক্লিক করব।

Screenshot_20230817-092327_Chrome.jpg

  • এবার আমরা Poloniex এ প্রবেশ করব। সেখানে ওয়ালেট এ ক্লিক করব।

Screenshot_20230817-092410_Poloniex.jpg

  • তারপর Deposit এ ক্লিক করব।

Screenshot_20230817-092415_Poloniex.jpg

  • সার্চ বারে STEEM লিখে সার্চ দিয়ে STEEM এ ক্লিক করব৷

Screenshot_20230817-092429_Poloniex.jpg

  • তারপর STEEM নেটওয়ার্ক সিলেক্ট করব।

Screenshot_20230817-092437_Poloniex.jpg

  • এখানে আমরা Address & Memo কপি করে নিব।

Screenshot_20230817-092446_Poloniex.jpg

  • আবার আমরা আমাদের STEEMIT Wallet এ চলে আসব। তারপর To তে কপি করে আনা Address পেস্ট করে দিব। অ্যামাউন্টের ঘরে অ্যামাউট লিখব। Memo এর ঘরে কপি করে আনা Memo পেস্ট করে দিব।

Screenshot_20230817-092537_Chrome.jpg

  • তারপর কনফার্মেশন থেকে সবকিছু দেখে নিয়ে ওকে তে ক্লিক করব।

Screenshot_20230817-092543_Chrome.jpg

  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

  • প্রথমে Poloniex এ প্রবেশ করব। তারপর Wallet এ ক্লিক করব৷

Screenshot_20230817-092642_Poloniex.jpg

  • তারপর Deposit এ ক্লিক করব।

Screenshot_20230817-092648_Poloniex.jpg

  • তারপর TRX লিখে সার্চ দিয়ে TRX লিখার উপর ক্লিক করব।

Screenshot_20230817-092700_Poloniex.jpg

  • তারপর TRX নেটওয়ার্ক সিলেক্ট করব।

Screenshot_20230817-092707_Poloniex.jpg

  • তারপর এখানে যে Address রয়েছে সেটি কপি করে নিব।

Screenshot_20230817-092715_Poloniex.jpg

  • তারপর আমাদের ওয়ালেট এ প্রবেশ করব। TRX এর পাশে যে চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করব।

Screenshot_20230817-092728_Chrome.jpg

  • চিহ্নটিতে ক্লিক করার পর ট্রান্সফার এ ক্লিক করব।

Screenshot_20230817-092732_Chrome.jpg

  • তারপর SWITCH TO TRON ACCOUNT এ ক্লিক করব। তারপর কপি করা Address এখানে দিব। তারপর অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখব। তারপর নেক্সট এ ক্লিক করব।

Screenshot_20230817-092817_Chrome.jpg

  • নেক্সট এ ক্লিক করার পর কনফার্মেশন থেকে চেক করে নিয়ে ওকে তে ক্লিক করব।

Screenshot_20230817-092824_Chrome.jpg

  • তারপর Private key দিয়ে ট্রান্সফার এ ক্লিক করব।

Screenshot_20230817-092831_Chrome.jpg

  • Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

  • প্রথমে Poloniex Exchange site এ প্রবেশ করব৷ তারপর Trade এ ক্লিক করব ।

Screenshot_20230817-093024_Poloniex.jpg

  • Trade এ ক্লিক করার পর STEEM লিখে সার্চ দিয়ে ক্লিক করব।

Screenshot_20230817-093042_Poloniex.jpg

  • তারপর অ্যামাউন্ট ও প্রাইস বসিয়ে সেল করে দিব। তখন এটি USDT তে কনভার্ট হয়ে যাবে।

Screenshot_20230817-093051_Poloniex.jpg

  • এবার TRX কে USDT তে কনভার্ট করার জন্য আবার Poloniex Exchange site এ প্রবেশ করব৷ তারপর Trade এ ক্লিক করব।

Screenshot_20230817-093141_Poloniex.jpg

  • তারপর TRX লিখে সার্চ দিয়ে ক্লিক করব।

Screenshot_20230817-093157_Poloniex.jpg

  • তারপর অ্যামাউন্ট ও প্রাইস লিখে সেল এ ক্লিক করার পর এটি USDT তে কনভার্ট হয়ে যাবে।

Screenshot_20230817-093211_Poloniex.jpg

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

** আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। **

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

abb স্কুল এর ক্লাস করার মাধ্যমে দীর্ঘ একটা লম্বা জার্নি করে আজ আপনি লেভেল ফোর এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আশা করছি প্রফেসরগণ দের কাছ থেকে আপনি আমার বাংলা ব্লগের সকল বিষয়বস্তু শিখতে পেরেছে।প্রত্যেকটা লেকচার সিট ও ক্লাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ।লেভেল ৪ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ লেভেল ফোর পাস করলে ভেরিফাইড হওয়ার সুযোগ এবং আমাদের প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য সকল বিষয়বস্তু এই লেভেলে শেখানো হয়ে থাকে।আশা করছি খুব দ্রুত আপনি ভেরিফাই নাম্বার ট্যাগ অর্জন করতে পারবেন শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44