হলুদ সন্ধ্যায় গেট এবং লাইটিং এর কিছু সৌন্দর্য

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।

2023-07-13-12-03-57-443.jpg

সবাইকে আমার পক্ষ থেকে সাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।

কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সৌন্দর্যমন্ডিত একটি মুহূর্ত নিয়ে। আশা করি আজকের এই মুহূর্তগুলো আপনাদের মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নিবে। আজকে প্রকাশিত মুহূর্তে এবং ফটোগ্রাফি আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ করে আমি আশা করি।

20230702_224337.jpg

https://maps.app.goo.gl/SuTFF9VPFAfCK6u8ALocation

আমি পূর্বে আপনাদের মাঝে কিছু বিষয় প্রকাশ করেছি। যেখানে গেট লাগানোর পূর্ব মুহূর্ত নিয়ে বলা হয়েছে। হলুদ সন্ধ্যায় যখন গেটে লাইট লাগানো হয়েছিল এবং বাড়ির রাস্তায় লাইট লাগানো হয়েছিল তখনকার কিছু সৌন্দর্য। যখন বাড়ির রাস্তায় লাইট লাগানো হয়েছিল সেখানে অনেকগুলো রঙের লাইট লাগানো হয়েছিল। বাড়ির গেট থেকে শুরু করে বাড়ির ভেতর পর্যন্ত শুধু লাইট দেখা যাচ্ছিল এবং অনেকগুলো রঙের লাইট লাগানো হয়েছিল।

20230702_195433.jpg

https://maps.app.goo.gl/SuTFF9VPFAfCK6u8ALocation

যারা এই লাইটগুলো লাগিয়ে ছিলেন তারা সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত লাগিয়েছিলেন এবং সন্ধ্যা বেলা যখন এই লাইটগুলো জ্বালানো হয়েছিল তখন পুরো রাস্তাই আলোকিত হয়ে গেল। গেটের মধ্যে অনেক ভিন্ন ধরনের লাইট লাগানো হয়েছিল। গেটে পর্দা কিছুটা সাদা রঙের হওয়ার কারণে এই লাইটের আলোয় ওই সাদা পর্দার রঙ একদমই পরিবর্তিত হয়ে গেল।

20230702_195430.jpg

https://maps.app.goo.gl/SuTFF9VPFAfCK6u8ALocation

বাড়ির ভিতরের লাইট এবং গেটের লাইটের মধ্যে মিল ছিল। কারণ রাস্তার মধ্যে যে সকল লাইট লাগানো হয়েছিল রঙিন ছিল। সেই লাইট গুলো পাশাপাশি গেটে যে লাইট দিয়ে আলোকিত করা হয়েছিল। সেই লাইট থেকে অনেকগুলো রঙিন ছিল। একসাথে একটি বড় লাইট গেটের উপরে প্রতিফলিত হচ্ছে এবং গেটের রং যেন প্রত্যেকবারই পরিবর্তিত হয়েছে।

20230702_195428.jpg

https://maps.app.goo.gl/SuTFF9VPFAfCK6u8ALocation

সন্ধ্যাবেলা যখন এই লাইটগুলো লাগানো হয়েছিল সেই লাইট গুলোর সৌন্দর্যমন্ডিত কিছু মুহূর্ত আমি আপনাদের মাঝে প্রকাশ করেছিম । পরবর্তী সময়ে আরো কিছু বিষয় আমি আপনাদের প্রকাশ করব।

20230702_195402.jpg

https://maps.app.goo.gl/SuTFF9VPFAfCK6u8ALocation

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএ ১৩
ক্যাপচার@bijoy1
অবস্থান

https://maps.app.goo.gl/oFhN2EP48B12qTs79

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

** আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। **

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হলুদ সন্ধ্যার এই লাইটিং খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিয়ে বাড়িতে যদি এই লাইটিং গুলো করা না হয় তাহলে ভালোই লাগে না। লাইটের কালারটা মনে হচ্ছে যেন বিজয় দিবসের উৎসব হচ্ছে 😋।যাইহোক খুবই ঝাঁক ঝমক ভাবে সাজানো হয়েছে।

 last year 

খুবই সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ক্যামেরাবন্দি করতে পেরেছেন খুব সুন্দর করে। এমন একটি দৃশ্য আমিও একবার চেষ্টা করেছিলাম ক্যামেরাবন্দী করার জন্য কিন্তু ভালো হয়নি মোবাইলে। যাইহোক ভালো লাগলো সুন্দর এই সন্ধ্যাকালীন মুহূর্তে লাইটিং এর দৃশ্যটা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 84807.59
ETH 3302.93
USDT 1.00
SBD 2.81