নাটক রিভিউ : - "হালকা শশুর চালাক জামাই"

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।

Screenshot_20231028-134823_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

সবাইকে আমার পক্ষ থেকে সাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।

কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব একটি নাটক এর রিভিউ। এই নাটকের নাম হলো হালকা শশুর চালাক জামাই

নাটকের নামহালকা শশুর চালাক জামাই
পরিচালকনাজমুল রনি
লেখকগোলাম সরওয়ার অনিক
অভিনয়নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৫ মিনিট ১১ সেকেন্ড
মুক্তির তারিখ১৩ অক্টোবর ২০২৩

Screenshot_20231028-134901_YouTube.jpg

Screenshot_20231028-134929_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

  • প্রথমেই নাটকের মধ্যে দেখতে পাই জামাই এবং শশুর নাটক দেখছিল তখন নায়িকা এবং তার মা এসে তাদেরকে বকা দিতে থাকে৷ তারা দুজনে এরকমভাবে টিভি দেখছে কেন৷ তখন অনেকক্ষণ তারা বকাবকি করতে থাকে৷ পরে যখন নায়িকা এবং নায়িকার মা পার্টিতে যাচ্ছিল তখন নায়ক এবং নায়কের শশুর বাইরে গাছের মধ্যে মাটি দিচ্ছিল এবং পানি দিচ্ছিল৷ তখন তারা ইচ্ছা করে নায়িকা এবং নায়িকার মায়ের উপর পানি ফেলে দেয় যাতে করে তারা পার্টিতে যেতে না পারে।

Screenshot_20231028-135004_YouTube.jpg

Screenshot_20231028-135310_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

  • এবার তারা ভাত খাচ্ছিল। যখন নায়িকার মা সকলকে ভাত দিচ্ছিল, একই সাথে নায়িকাও সেখানে ভাত খাচ্ছিল৷ তখন নায়ক বলে তাকে কেউ ভাত দিচ্ছে না কেন৷ তারপর শশুরের বকাবকির কারণে পরে তাকেও ভাত দেওয়া হয়৷ এবার সে পরের দিন মার্কেটে যায় কিছু কেনাকাটার জন্য। তখন সে যে রিকশা করে এসেছিল সেই রিকশা চালক অনেক গরিব ছিল৷ তাই নায়ক তার কিনে আনা সবকিছুই রিকশাওয়ালাকে দিয়ে দেয়। যাতে করে সে তার পরিবারকে নিয়ে দিতে পারে। তখন নায়ক আবার শপিং করার জন্য চলে যায়।

Screenshot_20231028-135325_YouTube.jpg

Screenshot_20231028-135340_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

  • এবার নায়কের শশুরের কাছে অনেক জন লোক আসে তাদের বাকি টাকা চাওয়ার জন্য। তখন শশুর জিজ্ঞাসা করলে সে বলে যে নায়ক তাদের দোকান থেকে বাকী নিয়ে এসেছিল। সকল ধরনের দোকান থেকে বাকি নিয়ে এসেছিল। তখন সকালবেলা নায়কের শশুর তাদের টাকা পরিশোধ করে দেয় । যখন রাতের বেলা নায়ক নায়িকার ঘরে যায় তখন নায়িকার তার ঘর থেকে নায়ককে বের করে দেয়। কারণ নায়িকা নায়ককে পছন্দ করে না।

Screenshot_20231028-135354_YouTube.jpg

Screenshot_20231028-135455_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

  • যখন নায়িকা নায়ককে বাড়ি থেকে বের করে দেয় তখন নায়ক রাগ করে চলে যায়। এবার নায়িকার বাবা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যদি নায়ককে তারা বাড়িতে না নিয়ে আসে তাহলে তার সকল সম্পত্তি নায়কের নামে লিখে দিয়ে নায়কের শশুর বাড়ি ছেড়ে চলে যাবে৷ তখন নায়িকা তাকে নেওয়ার জন্য বাইরে যায়। তখন নায়কের শ্বশুর নায়ককে জিজ্ঞেস করে কেন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তখন সে সবকিছু খুলে বলে এবং পরে নায়কের আসল পরিচয় জানিয়ে দেয়।

Screenshot_20231028-135507_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

  • নায়কের আসল পরিচয় জানিয়ে দেওয়ার পর নায়িকার নায়ককে ভালো লাগতে থাকে। তখন তারা দুজনে একসাথে হওয়ার সিদ্ধান্ত নেয় এবং এভাবেই সুন্দর ভাবে নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত

এই নাটকটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে এবং এই নাটকের মধ্যে অনেকগুলো শিক্ষনীয় বিষয়বস্তু রয়েছে। একই সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত এই নাটকের মধ্যে অনেকগুলো বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ যা আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ আশা করি আপনারাও এই নাটকটি দেখে নিবেন৷

নাটকের লিংক ↓ ↓ ↓

Source

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।

 last year 

এদের দুজনের নাটক আমার খুবই ভালো লাগে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবে ফুটে উঠেছে নিলয় আর হিমি। আমি প্রায় মাঝে মাঝে তাদের নাটকগুলো দেখার চেষ্টা করে থাকি। তাদের অসাধারণ নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

চমৎকার ভাবে নাটকের রিভিউ পোস্ট শেয়ার করলেন।আপনার করা নাটকের রিভিউ পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। বেশকিছু শিক্ষনীয় বিষয় এই নাটকে তুলে ধরা হয়েছে। যদিও নাটকটি আমার দেখা হয়নি।তবে চেষ্টা করবো সময় নিয়ে নাটকটি দেখার।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

নিলয় আর হিমির নাটক মানেই যেন হাসির খোরাক। আর নাটকটি আমিও দেখেছিলাম। আমার তো অনেক ভালো লেগেছিল। আপনি কিন্তু দারুন একটি রিভিউ করলেন । যেমন সুন্দর ছিল নাটকটি তেমন সুন্দর করে রিভিউ করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার মন্তব্য পড়ে আমার অনেক ভালো লাগলো।

 last year 

নিলয় আলমগীরের নাটক গুলো সত্যি অনেক সুন্দর হয়। আর জান্নাতুল সুমাইয়া হিমি এবং নিলয় আলমগীর এর জুটিটা আমার কাছে খুব ভালো লাগে। তারা দুজন অনেক সুন্দর অভিনয় করে থাকে প্রত্যেকটা নাটকে। নায়কের আসল পরিচয় জানিয়ে যাওয়া দেওয়ার পরে দেখছি নায়িকার কাছে নায়ক কে ভালো লাগতে শুরু করে। আর শেষ পর্যন্ত তারা একসাথে হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এটা অনেক ভালো লেগেছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আমার এই নাটকের রিভিউ ভালোভাবে পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

বাংলাদেশের নাটকের নাম শুনলে হাসি পেয়ে থাকে। আপনি আজকে খুব চমৎকার একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। হালকা শশুর চালক জামাই এই নাটকটি যদিও আমি দেখিনি তবে আপনার রিভিউ করে বুঝতে পারলাম বেশ মজার। চেষ্টা করব কখনো দেখে নেয়ার জন্য। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার মন্তব্য দেখে আমার খুবই ভালো লাগলো।

 last year 

আপনার নাটক রিভিউ পোস্টগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তবে আমি পূর্বে একটি পোস্টে বলেছিলাম নাটক রিভিউ করার পর নাটকের রেটিং একটি মূখ্য বিষয় যা আপনি আবারো দিতে ভুলে গেছেন। আর নাটকের মূল শিক্ষনীয় অংশটা গুছিয়ে লিখা দরকার। আশাকরি রিভিউ পোস্ট লিখার ক্ষেত্রে আরো যত্নশীল হবেন।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। আপনার এই রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আমি কয়েক দিন ধরে ভাবছি এই নাটক দেখবো কিন্তু সময় বের করতে পারছিলাম না। তবে আজ আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো।সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ উপস্থাপন করেছেন। নাটকটি এখনো দেখা হয় নাই। তবে আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। নিলয় আলমগীর আর হিমি এদের নাটক গুলোও বেশ দারুণ হয়।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81