" শখের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ4 months ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব।

মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা।এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা,কিন্তু চেষ্টা করি যেমনটা পারি।যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন,আমার আজকের ফটোগ্রাফিগুলো।

ফটোগ্রাফি নং-১

20240319_121416.jpg

প্রথমে আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি আপনারা অনেকে হয়তো দেখেননি৷ আমিও এই ফুলটিকে প্রথম দেখলাম এবং প্রথম দেখাতেই এই ফুলের প্রেমে পড়ে গেলাম৷ খুব সুন্দর একটি ফুল এটি৷ যেভাবে আজকে এই ফুলটি আমি দেখলাম তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় ছিল না৷ এই ফুলটির যে সৌন্দর্য ছিল তা একেবারে খুব সুন্দর ছিল৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন এই ফুলটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় ছিল না৷ যখন আমি এই ফুলটি দেখতে পাই তখন এর মধ্যে যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব ভিন্নভাবে এখানে অবস্থান করছিল৷ ভিন্নভাবে অবস্থামের কারণে এটিকে অনেক বেশি পরিমাণে অসাধারণ দেখা যাচ্ছিল৷

ফটোগ্রাফি নং-২

20240410_150454.jpg

এবার যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সে ফুলটি হয়তো আমরা অনেকেই দেখেছি৷ যারা শহরে থাকেন তারা হয়তো এই ফুলটিকে তেমন একটা দেখেননি৷ আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমি পানির মধ্যে দেখতে পাই৷ এই ফুল বেশিরভাগ সময় পানির মধ্যে দেখা যায়৷ যখন এই ফুলটি এখানে দেখা যাচ্ছিল তখন এর সৌন্দর্য দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ খুব সুন্দরভাবে এই ফুলটি এখানে দেখা যাচ্ছিল৷ এরকম সুন্দর একটি ফুল যখন এখানে দেখলাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একইসাথে এই সুন্দর ফুলটির যে পাপড়িগুলো ছিল সে পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো রঙের সংমিশ্রণ একসাথে দেখা যায় যা এর সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে দেয়।

ফটোগ্রাফি নং-৩

20231220_104553.jpg

20231220_104551.jpg

এবার আবারও একদম অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম৷ এই ফুলটি একদম ইউনিক এবং এই ফুল সাধারণত সব সময় দেখা যায় না৷ অল্প কিছু সময় এই ফুলগুলোকে দেখা যায়৷ যখন আমি এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই এবং এই ফুলের মধ্যে যে পাপড়িগুলো ছিল সেগুলো খুবই ছোট ছিল এবং খুবই ছোটভাবে এই ফুলটি এখানে অবস্থান করছিল৷ ছোট পাপড়িগুলো যখন এখানে অবস্থান করে একটি ছোট ফুল গঠন করে তখন এই সৌন্দর্য আমাকে অনেক বেশি পরিমাণে মুগ্ধ করে দেয়৷ এই ফুলের রঙের ভিন্নতাও এই ফুলের সৌন্দর্যকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয়।

ফটোগ্রাফি নং-৪

20231216_091408.jpg

20231216_091401.jpg

এবার আমাদের সকলের পরিচিত কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এটি হলো গোলাপ ফুল৷ এই ফুলগুলো অনেক ধরনের হয়ে থাকে৷ এই গোলাপ ফুল গুলো বিভিন্ন আকারেরও হয়ে থাকে৷ তাই আজকে একদমই ভিন্ন ধরনের কিছু ধরণ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম৷ এই ফুলগুলো যখন এখানে অবস্থান করছিল তখন এর পাপড়িগুলোর মধ্যে একটু সাদা রংয়ের পাশাপাশি কিছুটা গোলাপি রঙের সংমিশ্রণ দেখা যাচ্ছিল৷ এই দুই রঙের সংমিশ্রণ এর সৌন্দর্যকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করে দেয়৷ যখন আমি এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন এতটাই মুগ্ধ হই যে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় ছিল না ৷ আশা করি আপনারাও এই ফুলটিকে দেখে অনেকটাই মুগ্ধ হয়ে যাবেন

ফটোগ্রাফি নং-৫

20231211_084234.jpg

20231211_084232.jpg

এবার একটি পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুল যখন আমি দেখি তখন একদম মুগ্ধ হয়ে যাই৷ কারণ এই পাতাগুলো সাধারণত সব সময় দেখা যায় না৷ খুব অল্প কিছু সময় এই পাতাগুলোকে দেখতে পাওয়া যায়৷ যখন আমি এই পাতাগুলোকে এখানে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ এই পাতাটি যখন এখানে দেখা যাচ্ছিল তখন খুব ভালোভাবে ফুটে উঠছিল৷ এর সবুজ রংগুলো খুবই ভালোভাবে এখানে ফুটে উঠেছিল৷ তখন এর দিকে একেবারে তাকিয়ে থাকার মত অবস্থা হয়ে গিয়েছিল৷ আমি যখনই সবুজ পাতাটিকে এখানে দেখতে পাই তখন এটি একেবারেই ভিন্নভাবে এটি এখানে ছিল যা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
মডেলM34 5g
ক্যাপচার@bijoy1
অবস্থানফেনী, বাংলাদেশ

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

20240306_081102.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো ভালো লাগলো দেখে। এখানকার অনেকগুলো ফুলই আমার অজানা। আগে কখনো এগুলো দেখা হয়নি। প্রথম ফটোগ্রাফির ফুল টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বাকি ফটোগ্রাফি গুলো ও সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমিও এই প্রথম সকল ফটোগ্রাফি গুলো দেখার কারণে এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম৷

 4 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি প্রথম দেখায় ফুলটির প্রেমে পড়ে গিয়েছেন জানতে পেরে বেশ ভালো লাগলো ভাই। আসলে আমার কাছেও দেখতে বেশ চমৎকার লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে আমারও খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 4 months ago 

ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষকে কমিয়েছে আর বর্তমান সময়ে সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে এই কমিউনিটিতে। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে আমার কাছে ৪ নম্বর ফটোগ্রাফিতে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একেবারে ঠিক বলেছেন। সকলে ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করে৷ তাই আমিও চেষ্টা করলাম৷

 4 months ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা আসলে দেখলে মনটি ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি অনেক যত্ন সহকারে করেছেন। তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ আমার এই পোস্টে আপনার সুন্দর ও গোছালো মন্তব্যটি তুলে ধরার জন্য৷

 4 months ago 

প্রথম ফুলটা বেশ চমৎকার ছিল। আমি নিজেও সম্ভবত প্রথমবার দেখলাম। বেশ সুন্দর ফুলটা। গোলাপ ফুলটাও বেশ সুন্দর লাগছে। বেশ ভালো করেছেন ফটোগ্রাফি গুলো। তবে শেষে যে ফটোগ্রাফি টা শেয়ার করেছেন ঐটা থানকুনি পাতা। এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একেবারে ঠিক বলেছেন৷ আমি আপনাদের এই মন্তব্যগুলো পড়ে এটি সম্পর্কে জানতে পারলাম৷

 4 months ago 

আপনার শখের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি হচ্ছে মনের ভিতরে একটা বড় শিল্প। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো গোলাপ ফুলের ফটোগ্রাফি। এবং ছোট পাতার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন আমাদের মাঝে। তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ও মূল্যবান একটি মন্তব্য আমার এই পোস্টে তুলে ধরার জন্য৷

 4 months ago 

আজ আপনি বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ফুল এবং পাতার। যেগুলো অনেক দারুন হয়েছে বলতে গেলে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। ফুলগুলোর ফটোগ্রাফি দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। ৫ নাম্বারে যে পাতার ফটোগ্রাফি আপনি করেছেন এটা হচ্ছে থানকুনি পাতা। এই পাতাগুলো যদি ভর্তা করা হয়, তাহলে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আমি কয়েকবার করেছিলাম থানকুনি পাতার ভর্তা। গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 4 months ago 

এই পাতা আমি এই প্রথম দেখেছি৷ তবে আপনি এই পাতার ভর্তা তৈরি করে খেয়ে ফেলেছেন শুনে খুবই ভালো লাগছে৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে সবসময় সাপোর্ট করে সামনের দিকে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য ।

 4 months ago 

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়। আপনার ফটোগ্রাফি গুলো আমি প্রতিনিয়ত দেখি, যেগুলো আমার অনেক ভালো লাগে। আপনি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি আমাদের মাঝে বর্ণনা ও শেয়ার করেন। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, আমি তো আপনার ফটোগ্রাফির দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। ফুল এবং পাতা সবকিছুর ফটোগ্রাফি সুন্দর ছিল। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির পাশাপাশি থানকুনি পাতার ফটোগ্রাফি করেছেন দেখে আরো ভালো লাগলো।

 4 months ago 

আমার ফটোগ্রাফির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আপনি আমার ফটোগ্রাফিগুলো সব সময় পছন্দ করেন শুনে খুবই ভালো লাগলো৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58309.71
ETH 2617.30
USDT 1.00
SBD 2.42