লাইফ স্টাইল :- স্টিমেট থেকে ইনকাম করে নিজের অনেকদিনের স্বপ্ন পূরণ।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই নিজেরও সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। অনেকদিনের একটি স্বপ্ন হঠাৎ করে পূরণ হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও সেই স্বপ্নের কথাগুলো শেয়ার করি। স্বপ্নটা কিন্তু অনেকদিন আগেই পূরণ হয়েছে। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে। যাইহোক কোন সমস্যা নেই তাও আপনাদের মাঝে আমার স্বপ্ন পূরণের উদ্যোগটা শেয়ার করতে পেরে অনেকটাই ভালো লাগলো। আশা করি এভাবেই আমার মত সবার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হবে।

CollageMaker_2024429195632830.jpg

আমি স্টিমেট এ কাজ করতেছি প্রায় অনেকদিন হয়ে গিয়েছে। স্টিমেট এ কাজ করার পর থেকেই নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার চেষ্টা করেছি। অনেকগুলো স্বপ্নের মধ্যেও নিজের ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করলাম। কিন্তু তেমনভাবে কখনোই একেবারে প্রয়োজনীয় অথবা বিপদের সময় যে জিনিস কাজে লাগে তেমন কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু যখন আমার মেয়ে আজ থেকে প্রায় এক বছর আগে এই পৃথিবীতে এসেছিল। তখন থেকেই আমি ভেবেছিলাম আমার মেয়ের সাথে সাথে নিজেরও একটি ছোট্ট গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ করব।

20231111_165730.jpg

20231111_170051.jpg

দেখতে দেখতে তখন ৬-৭ মাস বয়স হয়ে গেল আমার মেয়ের। তখন নিজে থেকেই ভাবলাম ছোট বাচ্চাদেরকে যদি হাতে চুড়ি পরানো হয় তাহলে ছোট বাচ্চাদের দেখতে কিন্তু মাশআল্লাহ খুব সুন্দর দেখায়। তখন ভাবলাম মেয়ের সাথে সাথে নিজের জন্য কিছু কেনা যাক। তখন আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিলাম কিছু একটা গোল্ড এর জিনিস কিনব। কারণ আমরা যদি অন্য কোন জিনিস কিনি তাহলে সে জিনিসগুলো কখনো না কখনো ব্যবহার হয়ে যাবে। যদি নিজের কষ্টের টাকাগুলো দিয়ে কিছু গোল্ড কিনে রাখি তাহলে সেই গোল্ড গুলো কখনো না কখনো নিজের বিপদের সময়ও কাজে লাগবে।

20231111_163458.jpg

20231111_163422.jpg

20231111_163447.jpg

এই ভেবে নিজের জন্য কিছু কেনার সিদ্ধান্ত নিলাম। আসলে আমি সব সময় নিজের সামনের দিনগুলোর কথা চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ আজকের দিনটা আমার হয়তো ভালো যাচ্ছে কালকের দিনটা হয়তো নাও যেতে পারে। তাই নিজের পায়ে নিজেকে দাঁড়ানোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। যাতে কখনো নিজের পাশাপাশি নিজের হাসবেন্ডের ও পাশে দাঁড়াতে পারি। তাই একদিন বিকেলে রকি ভাইয়া এবং সোনিয়া আপুকে নিয়ে আমরা গোল্ডেন দোকানে গেলাম। প্রথমত আমার মেয়ের জন্য চুড়ি কিনতে গিয়েছিলাম। কারণ আমি চাই ছোট থেকেই আমার চেষ্টা দিয়ে আমার মেয়ের ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার জন্য।

20231111_170119.jpg

20231111_170116.jpg

20231111_165212.jpg

তাই প্রথমত নিজের মেয়ের জন্য দোকানে গিয়ে সুন্দর এক জোড়া চুড়ি পছন্দ করে নিলাম। আমি আমার মেয়ের জন্য রুপোর চুড়ি পছন্দ করেছি। কিন্তু পরে অনেক কিছু দেখার পরে আবার নিজের জন্য একটা গোল্ডের হাতের আংটি পছন্দ করলাম। আসলে এটা কখনোই চিন্তা করিনি যে নিজের উপার্জনের টাকা দিয়েও কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। এরকম হাজারো মেয়ে আছে যারা চেষ্টা করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। কিন্তু কখনো কখনো সবার ক্ষেত্রে পূরণ করা হয় আবার কখনো কখনো সবার ক্ষেত্রে পূরণ করা হয় না।

20231111_165131.jpg

20231111_165120.jpg

20231111_165059.jpg

আমি আলহামদুলিল্লাহ নিজের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পেরেছি শুধুমাত্র এই স্টিমেট এ কাজ করার জন্যই। আমি সবসময়ই চাই আমার মত সবাই নিজের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করুক এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য রুপোর চুড়ি এবং আমার জন্য গোল্ডেন আংটি কিনতে পেরে আমি অনেক খুশি। তাই দেরি না করে আপনাদের সাথেও আমার স্বপ্ন পূরণের মুহূর্ত টা শেয়ার করলাম। হয়তো স্বপ্নটা অনেকদিন আগেই পূরণ হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়েছে। যাইহোক আশা করি আমার স্বপ্ন পূরণের মুহূর্তটা আপনাদের অনেক ভালো লাগবে।

20231111_163554.jpg

20231111_163449.jpg

20231111_163528.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 6 months ago 

আসলে এই প্লাটফর্মে কাজ করার মাধ্যমে অনেকেরই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়েছে । প্রতিটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে যদি তার একটা অংশ পূরণ হয় তাহলে জীবনের অনেক সুন্দর মুহূর্ত সাক্ষী হওয়া যায়। যেমনটা আপনি এই প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করছেন। আজকে আপনার ছোট্ট বাচ্চার জন্য গোল্ডের চুরি কেনার যে সার্থকতা সেটা আপনাকে তৃপ্তি দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 6 months ago 

আমি নিজেও এর প্ল্যাটফর্মে কাজ করতে পেরে নিজেকে অনেকটাই গর্বিত মনে করি। কারণ নিজের স্বপ্নগুলো এখান থেকেই শুরু হলো

 6 months ago 

স্টিমিটের টাকা দিয়ে স্বপ্ন পূরণ ভীষণ আনন্দের একটা বিষয়। সত্যি বাচ্চাদের হাতে চু্রি পড়ালে খুব ভালো লাগে দেখতে।আপনি আপনার জন্য একটি সুন্দর আংটি কিনেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ সপ্নপূরণের পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু নিজের ইনকামের টাকা দিয়ে পছন্দের জিনিসগুলো কেনার মুহূর্তটা আসলে অনেক সুন্দর হয়

 6 months ago 

নিজের ইনকামের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার অনুভূতিটাই আলাদা। আপনি নিজের একটি স্বপ্ন পূরণ করতে পেরেছেন এজন্য আপনাকে অনেক অভিনন্দন আপু। আপনার মেয়ের হাতের চুড়ি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার গোল্ডের রিংটাও বেশ দারুন লাগছে দেখতে। আসলেই টাকাগুলো দিয়ে গোল্ড কিনে রাখলে সেগুলো ভবিষ্যতে কাজে দেয়। আর গোল্ডের দাম এখন যেভাবে বাড়ছে ভবিষ্যতে সেগুলো আসলেই অনেক কাজে দিবে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপু।

 6 months ago 

আমি সবসময় চেষ্টা করব এভাবে যাতে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি এভাবে এগিয়ে যাওয়ার জন্য

 6 months ago 

নিজের কষ্টের ইনকামের টাকা দিয়ে নিজের শখ পুরন করার মতো আনন্দ আর কিছুতে নেই।বাচ্চাদের চুরি হাতে দিলে খুব সুন্দর লাগে দেখতে।অনেক ভাল লাগলো আপু।আর আংটি গুলো চমৎকার লাগছে।ধন্যবাদ আপনার এই সুন্দর সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

নিজের স্বপ্নের পাশাপাশি নিজের মেয়ের স্বপ্ন টা চেষ্টা করব সব সময়

 6 months ago 

স্টিমিটে কাজ করার পর থেকে অনেকেই অনেকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনিও আপনার এবং আপনার মেয়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছেন। আসলে এভাবে নিজের ভবিষ্যৎ এখন থেকে গুছিয়ে নিলে ভালোই হবে। তবে ভবিষ্যৎ পরিকল্পনাকারী কি ভেবে রেখেছেন সেটা আমাদের জানা নেই।তবুও নিজের মত করে এগিয়ে যেতে হবে।

 6 months ago 

সব সময় তো পিছনের দিকে ফিরে থাকলে হবে না ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য

 6 months ago 

আসলে স্টিমিট আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করে চলেছে। আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে স্বর্নের জিনিস কিনেছেন দেখে খুব ভালো লাগলো। আর বাবুর হাতের চুড়ি দারুন মানিয়েছে।

 6 months ago 

ঠিক বলেছেন স্টিমেট আসলেই আমাদের সবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে যাচ্ছে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

প্রতিনিয়ত স্টিমিট প্লাটফর্ম থেকে সকলের এরকম ছোট ছোট সফলতা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। অবশেষে আপনি ও আজকে স্টিমিট প্লাটফর্মের টাকায় একটি ছোট স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আপনি একজন মেয়ে হয়ে ও এই প্লাটফর্মের মাধ্যমে আপনি এবং আপনার মেয়ের জন্য বেশ কিছু স্বর্ণের জিনিস পত্র কিনেছেন।

 6 months ago 

প্রতিনিয়ত চেষ্টা করব এভাবে কাজ করে নিজের ছোট স্বপ্নগুলো পূরণ করে যাওয়ার জন্য

 6 months ago 

স্টিমিটার টাকা দিয়ে সুন্দর স্বপ্ন পূরণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমরা সবাই কমবেশি বিভিন্ন আশা নিয়ে বাঁচি। আবার বিভিন্ন কাজে অংশগ্রহণ করি বড় আশা নিয়ে। তবে আজকে আপনারা সত্যি ই মনমুগ্ধকর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনাদের এই পোস্ট দেখে যেন মনে হল এভাবে আমিও আমার বেশ কিছু আশা পূরণ করতে পারব।

 6 months ago 

আমরা সবাই কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কোন না কোন চেষ্টা করি তাই আমিও নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67814.21
ETH 2401.94
USDT 1.00
SBD 2.34