জেনারেল রাইটিং :- ভবিষ্যতে কষ্ট দেওয়া মানুষটাই কোন একদিন কাছের মানুষ হয়ে দাঁড়ায়।

in আমার বাংলা ব্লগ2 months ago

জেনারেল রাইটিং :- ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।

shy-fox

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


colored-pencils-1090000_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। আমরা পরিবার এবং সমাজ একসাথে বসবাস করি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে সবাই এভাবে বসবাস করতেছে। তখন দেখা যায় চলার পথে আমরা এমনভাবে কিছু লোক থেকে কষ্ট পেয়ে থাকি। যে কষ্টগুলো আমরা সহজে ভুলতে পারিনা। অথচ এই লোকগুলো আমাদেরকে এমনভাবে কষ্ট দেয় যা বলা যায় না।

স্বার্থের কারণে এই লোকগুলো বেশি কষ্ট দিয়ে থাকে। আর এই লোক গুলো দেখলে বোঝা যায় না। আর এই লোকগুলো আমাদের বর্তমান সময়ে খুব আপন। আপন বলতে তারা আমাদের হয়তোবা রক্তের কেউ নয়তোবা আমাদের আশেপাশে কেউ। এই লোক গুলো যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন এই লোকগুলো এমন ভাবে কষ্ট দিয়ে থাকে এই কষ্টগুলো সহজে ভুলা যায় না। তখন এই লোকগুলো মনে করে স্বার্থ ফুরিয়ে গেছে এই কারণে কষ্ট দিয়েছে। আর এই লোক গুলোই আসলে মানুষরূপে হিংস্র প্রাণী।

এবং এই লোক গুলো রূপ দুই রকম থাকে। কারণ স্বার্থের কারণে এরা আপনার সাথে খুব সুন্দর করে কথা বলবে এবং চলাফেরা করবে। এবং তাদের স্বার্থ উদ্ধার হলে তখন তারা খুব হিংস্রভাবে মানুষের মনে কষ্ট দিয়ে থাকে। আর এই কষ্টগুলো বেশিরভাগ আপন মানুষ থেকে পেয়ে থাকে। আপন মানুষগুলো কষ্ট ভয়ংকর সাপের চেয়ে ভয়ঙ্কর। হয়তোবা এই লোকগুলো এক সময় আপনাকে কষ্ট দিবে। অথচ এই লোকগুলো এখন আপনার খুব আপনজন ।এবং আপনার সব সময় সুনাম করে।

আর এই লোকগুলো সহজে চেনা যায় না। আর যখন চিনা যায় তখন কিছুই করার থাকে না। তবে হয়তোবা এই লোকগুলো যখন চিনা যায় তখন তারা স্বার্থ উদ্ধার করে ফেলে। আর এই লোক গুলো আমাদের আশেপাশে অনেক আছে। হয়তোবা আমাদের রক্তের সম্পর্কের মধ্যেও আছে। বর্তমান সময়ে এই লোকগুলো অনেক বেশি দেখা যায়। আর এই লোকগুলোর কারণে অনেক সময় ভালো বন্ধুত্ব এবং সুখের সংসার নষ্ট হয়ে যায়। এবং এই ধরনের লোকগুলো আপনাদের আশেপাশে ও আছে।

একসময় এই আপন বা আশেপাশের লোক গুলোই বেশি কষ্ট দিয়ে থাকে। হয়তোবা সামান্য কিছুর কারণে তারা ভাষা পরিবর্তন করে হিংস্র প্রাণীর মত হয়ে যায়। আসলে এই লোকগুলোকে অনেকে অনেক নামে বলে থাকে। এবং এই লোকগুলোকে আমি আমার মন থেকেও ঘৃণা করি। এবং এই লোকগুলোর কারণে অনেক সময় মানুষ কষ্টে মৃত্যুবরণ করে ফেলে। এ ধরনের লোক গুলো আমাদের আশেপাশে সমাজে অনেক দেখা যায়। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আমি প্রায় একটা কথা বলে থাকি। মানুষের মন পাওয়া আর মন চেনা বেশ কঠিন। তবে কিছু কিছু মানুষ যখন দেখবেন আপনার উপর অধিকার ফলিয়ে কষ্ট দিচ্ছে তারা কখনো আপনাকে ছেড়ে যাবে না। কারণ তারা আপনাকে নিজের মতো করে দেখে। আর স্বার্থবাদী মানুষগুলো নিজের মতো করে দেখে না। তাদের স্বার্থ গুলো উদ্ধার করে। তবে যাই হোক আপনার সুন্দর এ জেনারেল রাইটিং আমার খুব ভালো লাগলো।

 2 months ago 

আজকে আমার পোস্ট নিয়ে আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বেশ চমৎকার একটি টপিকস নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট ক্রিয়েট করেছেন। ভালো লাগলো আপনার লেখা এই সুন্দর পোস্ট। আসলে সংসারে বসবাস করতে গেলে প্রিয়জন দ্বারা আপনজন তারা অনেক সময় লাঞ্ছিত হতে হয় আবার অনেকেই অনেক রকম ভাবে কষ্ট দিয়ে থাকে। তবে দিন শেষে দেখা যায় আপন মানুষ কষ্ট দিলে সে আপন। আপনার লেখা পড়ে বাস্তবতার অনেক কিছু দেখতে পারলাম।

 2 months ago 

আপনার অসাধারণ মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো। মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি একেবারে বাস্তবিক একটা বিষয় নিয়ে পোস্টটি লিখেছেন। আমরা যে মানুষটার কাছ থেকে ভবিষ্যতে বড় কষ্টটি পাব, সেই মানুষটা বর্তমানে আমাদের খুবই আপন এবং কাছের। কিছু কিছু মানুষ রয়েছে যারা এই কষ্টগুলো মেনে নিতে পারেনা, যার কারণে অনেক সময় অনেক কিছু করে। কাছের মানুষ যদি কষ্ট দেয় তাহলে তার থেকে বড় কষ্ট কোন কিছুতেই হয় না। মানুষ স্বার্থের জন্যই আসে, আর স্বার্থ শেষ হলেই চলে যায়। সব মানুষ নিজের স্বার্থ নিয়েই সব সময় চিন্তা করে। কখনো কারো আপন হয় না এই মানুষগুলো। অনেক ভালো লাগলো আপনার লেখাটা।

 2 months ago 

হ্যাঁ আমরা যে মানুষের ধারা কষ্ট পাবো বর্তমান সময় খুব আপন এবং কাছের লোক তারা। তবে সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো আপনার।

 2 months ago 

সব মানুষ আমাদের আপন হয় না। বিশেষ করে সেই মানুষগুলো যারা কিনা স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায় আমাদেরকে ছেড়ে। এখন যে মানুষগুলো আমাদের সব থেকে কাছের, দিনশেষে দেখা যায় তারাই চলে যায়। আসলে একটা মানুষের ভিতরে কি রয়েছে এটা আমরা জানিনা। মানুষের বাহিরে এক রূপ থাকে এবং ভেতরে থাকে অন্যরূপ। আপনি এই বিষয়গুলো নিয়ে অনেক সুন্দর করে লিখেছেন। কাছের মানুষগুলো কষ্ট দিলে সেই কষ্ট আমরা সহজে ভুলতে পারিনা। শত্রু কষ্ট দিলেও এত বেশি খারাপ লাগে না, যদি কাছের মানুষগুলোই দিন শেষে কষ্ট দেয়।

 2 months ago 

এটি একদম ঠিক বলেছেন সব মানুষ আমাদের আপন হয় না। স্বার্থ ফুরিয়ে গেলে অনেক মানুষ ছেড়ে চলে যায়। তবে বেশ চমৎকার মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্টের টপিক্স আমার অনেকটাই ভালো লেগেছে৷ আসলে সকল মানুষ আমাদের আপন নয় এবং যে মানুষগুলোকে আমরা সব সময় আপন ভাবি সে মানুষ আমাদের কখনোই আপন নয়৷ মানুষ সবসময় স্বার্থকে চেনে৷ সে স্বার্থ যদি ফুরিয়ে যায় তাহলে সে কখনোই আর থাকে না। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পরে সে তার নিজের পথ বেছে নেয়। তবে অন্যরা কষ্ট দিলে আমরা যতটা না কষ্ট পাই তার থেকেও বেশি কষ্ট পাই যদি আমাদের প্রিয় মানুষজন আমাদেরকে কষ্ট দেয়।

 2 months ago 

প্রিয় বা আপন লোকের কষ্ট বেশি যন্ত্রণা দিয়ে থাকে। অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সত্যি কথা বলতে আপু ইদানিং তো কাউকে বিশ্বাস করতেই ভয় হয়। কারণ স্বার্থ ছাড়া কেউ কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায়না।একদম ঠিক বলেছেন যারা আমাদের ক্ষতি করে তারা আমাদের খুব কাছের আপনজন হয়ে থাকে যা মেনে নেওয়াটাও কষ্টের। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।

 2 months ago 

পৃথিবীতে আপন লোক গুলোই সবথেকে বেশি কষ্ট দেয়। তাছাড়া আমাদের আশেপাশে এমন কিছু লোক রয়েছে যারা সুযোগ সন্ধানী। অর্থাৎ যতদিন আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন ততদিন আপনার পক্ষে কথা বলবে। আর যখনই তাদের স্বার্থে আঘাত লাগবে তখনই দেখবেন বিপক্ষে চলে গেছে। এই লোকগুলো কে আসলেই চেনা যায় না সহজে। তবে আপু, এই মানুষগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49