জেনারেল রাইটিং:- সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

Blue Aqua Minimalist Sea Soothes the Soul Quote Instagram Post_20240413_214424_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। টপ একটি হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন। আমরা মানুষ এবং আমরা সমাজে বাস করি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যেগুলোকে আমরা স্বার্থপর বলে থাকি। এ ধরনের মানুষগুলো সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে। দেখা যায় অনেক মানুষ আছে ভালো-মন্দ বিচার না করে। কেউ কিছু বললে সাথে সাথে তার সাথে তাল মিলিয়ে কথা বলে।

আসলে এই লোক গুলো বন্ধু হল খুব ভয়ংকর। কারণ তাদের কারণে অনেক সময় বড় ধরনের বিপদে পড়তে হয়। কারণ এই লোকগুলো আপন পর কিছু চাইনা। এরা মানুষের কথার সাথে সুবিধা নেওয়ার জন্য তাল মিলিয়ে কথা বলে। আর এই তাল মিলিয়ে কথা বলা লোক গুলো হচ্ছে ব্যাক্তিত্বহীন। ব্যাক্তিত্বহীন মানুষ এদের কোন ভালো দিক নেই। বলতে গেলে এরা এক ধরনের ভয়ংকর পশুর চেয়েও খারাপ। কারণ পশুর একটা চরিত্র আছে এই লোকগুলোর ওই চরিত্র নেই।

এই লোক গুলো আমাদের সমাজের আশেপাশে অনেক দেখা যায়। কারণ এগুলোর কারণে অনেক মানুষ বিপদে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই লোক গুলো সুবিধা নেওয়ার জন্য সব সময় তাল মিলিয়ে কথা বলে। যখন দেখবেন তাল মিলিয়ে কথা বলে তখন মিথ্যা কথা অন্য লোকে সত্য বলে মনে করে। কারণ তাদের তাল মিলিয়ে কথার কারণে অনেকেই কথাগুলো সত্য মনে করে। ওই সময় সত্য জিনিসটি তাদের তাল মিলানোর কারণে মিথ্যে হয়ে যায়। আসলে এই ধরনের লোকগুলো অনেক খারাপ।

তবে এই লোক গুলো আমাদের আশেপাশও আছে। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটি মহিলার মুরগি হারিয়ে গেছে। তখন ওই মহিলাটি একটি লোককে সন্দেহ করেছে। তখন দেখা যায় পাশের ঘরের এক মহিলা বলতেছে এই কাজ ওই করেছে। ওই লোক ছাড়া এই কাজ কেউ করে নাই। অথচ ওই লোক হয়তোবা তার মুরগীটি নেই নাই। এই মহিলা তাল মিলিয়ে কথা বলে ভেজালটি বড় করে দিয়েছে। অথচ তার মুরগিটা কে নিয়েছে সঠিক মুরগি আলা জানেনা। তিনি মাত্র সন্দেহ করেছে একটি লোককে।

আর এই লোক গুলো যখন কেউ কথা বলে কারো সাথে শত্রুতামি থাকলে তখন তাল মিলিয়ে কথা বলে অন্য লোককে বিপদে ফেলে দেয়। সত্যি এই ধরনের লোকগুলোকে আমি মন থেকে অনেক ঘৃণা করি। কারণ এই লোক গুলো সত্যকে মিথ্যা করে মিথ্যা কে সত্য করে। আর এই লোকগুলো এমন ভাবে কথা বলবে তাল মিলিয়ে তখন মনে করে সবাই তার কথাটি সত্যি। আসলে এই লোকগুলো হচ্ছে এক প্রকার ঘৃণিত লোক। যদিও এই লোকগুলো চিনতে একটু কষ্ট হয়। এই লোকের কোন চরিত্র নেই। এই লোককে বলা হয় ব্যাক্তিত্বহীন। আশা করি আমার এই পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে সামনে আরো শিক্ষা নিয়োগ বিষয় নিয়ে পোস্ট করতে পারব।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 months ago 

অনেক মানুষকে অনেক সময় আমরা অনেক কারণে সন্দেহ করি। কিন্তু সন্দেহর থেকে সবথেকে বড় প্রয়োজনীয় হচ্ছে, সে ওই কাজটা করেছে কিনা এটা কনফার্ম হয়ে জানা। সঠিক বিষয়টা না জেনে কারো উপর কোন দোষ ফেলা একেবারেই উচিত না। আর এরকম তো অনেক মানুষকে দেখা যায়, কারো সাথে যদি শত্রুতা থাকে তাহলে ওই মানুষটাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। এমনকি সে যদি কোন ভাবে ফেঁসে যায় তাহলে তাকে আরো ভালোভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন আজকের পোস্টটি। বাস্তবতাকে তুলে ধরলেন।

 2 months ago 

তবে অনেক মানুষ আছে শত্রুতা নিয়ে খারাপ মানুষকে বিপদে ফেলেদে কথা দিয়ে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

সঠিকভাবে খেয়াল না করলে সত্যিই অনেক ক্ষতি হয়ে যায়। দোকানদাররা সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করে। তিনি ইচ্ছা করে বলতে পারতেন সঠিক দামটা।দোকানদাররা সবসময় সুবিধার নিয়ে এসেছে। একটা জিনিসের দাম ৫০০ থেকে ৮০০ টাকা সেই জিনিসের দাম ৩ হাজার টাকা।আপনার কারণে তারা একটু বেঁচে গেল। এটা দোকানদারের কর্তব্য ছিল। যাইহোক অনেক ভালো লাগলো। আপনি ওদের ভুলটা সংশোধন করে দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলে আমিও বেশ কিছু লোককে এরকম করতে দেখেছি। সত্যি এগুলো বেশ খারাপ একটি অভ্যাস। কারণ সত্যটা না জেনেই কোনো মত দেওয়া বা কোন কিছুর সাথে তাল মিলানো কখনোই উচিত নয়। প্রথমে আগে সত্যটা জেনে তারপর যাচাই-বাছাই করে তারপর কোন কথা বলা উচিত। আর আপনি যার কথা বললেন তার এমনটা করা কখনোই উচিত ছিল না। কারণ তার কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে সে সেটা বলতে পারত কিন্তু না জেনেই শুধু শুধু সন্দেহর বসে এমনটা বলা বোকামি ছাড়া কিছুই নয়। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর কিছু লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এইরকম লোক সব জায়গাতে কম বেশি আছে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন, যে ব্যক্তি সবার সাথে তাল মিলিয়ে নিজের সুবিধার জন্য কথা বলে সে ব্যক্তিত্বহীন। সবার মাঝে যে সঠিক এবং সত্য কথা বলতে পারে না সবার সাথে তাল মিলিয়ে কথা বলে সে আসলেই সুবিধাভোগী সুযোগ সন্ধানী মানুষ। আসলে এমন মানুষ সত্যিই খুব জটিল হয়ে থাকে। আজকে আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ এই ধরনের লোক সবচেয়ে বেশি জটিল। এরা ভালো-মন্দ বিচার করে না। ভালো থাকবেন।

 2 months ago 

আপনি একদম সঠিক কথা বলছেন আপু আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এই পৃথিবীতে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে। কেউ সত্যের পক্ষে কথা বলে আবার কেউ মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন সবার পক্ষ হয়ে কথা বলে। আমি মনে করি তারাই ভালো থাকার জন্য নিজের ব্যক্তিত্বকে এভাবে বিসর্জন দিয়ে থাকেন। তাদের কাছ থেকে আসলে সুবিচার পাওয়া কখনো সম্ভব নয়। আপনার গুরুত্বপূর্ণ লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আমার পোস্ট পড়ে অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমাদের চারপাশে এমন মানুষের সংখ্যা মোটামুটি ভালোই আছে। যাদের চরিত্র এমন সাপের গালেও চুমা খাই আবার ব‍্যাঙের গালেও চুমা খাই। এই মানুষ গুলো আমাদের জন্য খুবই ভয়ংকর। এদের জন্য আমরা ভয়াবহ বিপদে পড়তে পারি। আমাদের উচিত এই ধরনের মানুষ কে সর্বদা সবসময় এড়িয়ে চলা। সুন্দর একটা বিষয়ে লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এই লোকগুলো আসলে খুব ভয়ংকর। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এরকম মানুষ এখন অনেক বেশি পরিমাণে দেখা যায়৷ তারা একটা সময় যে মানুষের সাথে থাকে তার সাথে অনেক ধরনের কথাবার্তা বলে এবং সেই কথাগুলোই অন্য মানুষের সাথে আবার গিয়ে তাল মিলিয়ে বলতে থাকে৷ অনেক মানুষ আছে যারা যার সাথে থাকে তার একেবারেই যেন পছন্দের মানুষ হয়ে যায়৷ কেননা তারা এতটাই ভালোভাবে তাল মিলিয়ে চলতে পারে যার ফলে তাদের পছন্দের পাত্র হওয়া ছাড়া যেন কোন উপায় থাকে না৷

 2 months ago 

একদম আমার মনের কথা বলেছেন আপু।আমার কিছু আত্মীয়-স্বজন আছে এমন যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। আমার কাছেও দিনশেষে এদেরকে মানুষ বলে মনে হয় না। বেশ ভালো লাগলো আপু আপনার পোস্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64940.81
ETH 3553.52
USDT 1.00
SBD 2.33