স্বরচিত কবিতা "মানচিত্র" ||
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "মানচিত্র"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কবিতার অনুভূতিতে একটি গভীর ভালোবাসা ও সংযোগের কথা বলা হয়েছে। আমি আমাদের মানচিত্রকে শুধু একটি কাগজের খণ্ড হিসেবে নয়, বরং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছি । মানচিত্রের সীমারেখা, নকশা, এবং প্রতিটি বিন্দু আমাকে অতীত, বর্তমান, এবং ভবিষ্যতের সাথে সংযুক্ত করে।
এখানে আছে পরিচয়ের বোধ, শেকড়ের সাথে সম্পর্ক, এবং স্বাধীনতার স্বাদ। মানচিত্র তার জন্য শুধু দিশা নয়, সান্ত্বনার স্থানও বটে। কবি তার মানচিত্রের মাধ্যমে তার যাত্রার পথে প্রেরণা ও দিশা পেয়েছেন, এবং তার জীবনের প্রতিটি মুহূর্তে এই মানচিত্র তাকে সঙ্গ দিয়েছে।
সর্বোপরি, এই কবিতার অনুভূতি মানচিত্রের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং এক অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতিফলন।
মানচিত্র, তুমি আমার
চেতনার রঙে আঁকা ভালোবাসার প্রতীক,
তোমার রেখা ও সীমারেখার মধ্যে
আমার অস্তিত্ব মিশে আছে।
যেখানে সীমান্তের নীল রেখা
মিশে যায় সাগরের গভীরে,
সেখানে আমি খুঁজে পাই
আমার পরিচয়।
তুমি আমাকে স্মরণ করিয়ে দাও
কতটা পথ অতিক্রম করেছি,
কতবার আমার পায়ের তলায় মাটি বদলেছে,
তোমার বুকে রয়েছে শহর ও গ্রাম,
পাহাড় ও নদী, প্রতিটি স্থান একটি গল্প বলে।
এই গল্পগুলো আমার জীবনের অংশ, আমার স্বপ্ন ও সংগ্রামের অঙ্গ।
তোমার মধ্যেই আমি খুঁজে পাই
আমার শেকড়, আমার অতীতের নিদর্শন।
যেখানেই আমি যাই, তোমার
নকশা আমার সঙ্গী হয়ে থাকে।
তোমার মাধ্যমে আমি জানি কোথায় যেতে হবে, কোথায় থামতে হবে।
তুমি আমাকে পথ দেখাও, কিন্তু কখনো বাঁধা দাও না।
তোমার গণ্ডিতে আমি স্বাধীনতার স্বাদ পাই,
আবার তোমার সীমারেখায় আমি বন্দী হই।
তুমি আমাকে মনে করিয়ে দাও যে, পৃথিবী বিশাল,
কিন্তু আমার স্থান ছোট্ট। তবুও, তোমার মধ্যে আমি সান্ত্বনা পাই,
কারণ তুমি আমার পরিচয়ের একটি বড় অঙ্গ।
তোমার প্রতিটি বিন্দু,
প্রতিটি রেখা আমার হৃদয়ে গেঁথে থাকে।
মানচিত্র, তুমি শুধু কাগজের একখণ্ড নও,
তুমি আমার জীবনের দিশারী।
তোমার সাথে আমার সম্পর্ক গভীর ও অটুট,
কারণ তুমি আমার যাত্রার সঙ্গী, আমার স্বপ্নের বাহক।
আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা লেখার গতি আপনার মায়ের মত হবে একদিন। দোয়া করি আপনার কবিতা লেখার হাত যেন আরো গভীর হয়। খুব সুন্দর লিখেছেন কিন্তু। আপনার কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতাটি সত্যি অনেক গুরুত্বপূর্ণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
মানচিত্রের প্রতি কৃতজ্ঞতা অর্থাৎ দেশপ্রেম নিয়ে কবিতাটা লিখেছেন। দারুন হয়েছে আপনার আজকের লেখা কবিতাটা। আর নামটাও খুব সুন্দর দিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতার প্রত্যেকটা লাইন পড়ে। খুব সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।