স্বরচিত কবিতা "মাগো"||

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "মাগো"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কবিতাটির শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই কবিতাটি আমার মাকে নিয়ে লিখেছি। আসলে মায়ের তুলনা এই পৃথিবীতে আর একটি হয় না। আমি এই পৃথিবীতে আমার মাকে সবথেকে বেশি ভালোবাসি এই মাকে নিয়েই আমার আজকের কবিতাটি।

IMG_20230423_173044.jpg

💖 মাগো 💖
💖আল হিদায়াতুল শিপু💖

স্বর্গ সুখের ছোঁয়া যে পাই
মাগো তোমার কোলে,
তোমার সাথে হাজার স্মৃতি
হৃদয় মাঝে দোলে।

তুমি আমার স্বর্গ মাগো
তুমি আমার জান
তোমার জন্য হৃদ মাঝারে
গভীর প্রেমের টান।

তোমার স্নেহ মায়া মমতায়
ধন্য মাগো আমি
তোমায় কত ভালবাসি
জানেন অন্তর্যামী।

চোখের আড়াল হলে তুমি
কষ্ট যে পাই মনে,
সব সময় থাকবো মাগো
আমি তোমার সনে।

আমায় নিয়ে স্বপ্ন যত
তোমার মাগো আছে
পূরণ করতে চাই যে দোয়া
মাগো তোমার কাছে।

মাগো তুমি পূর্ণিমা চাঁদ
ভোরের প্রথম আলো
জোসনা ভেজা রাতে তোমায়
দেখতে লাগে ভালো।

সোনা মনি লক্ষ্মীমণি
প্রিয় আমার মা,
এই জগতে মাগো তোমার
নেই যে তুলনা।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আসলে মায়ের কোন তুলনা হয় না। মা যেন সন্তানের জন্য আল্লাহ তাআলার সৃষ্টি একটি আশীর্বাদ। আর এই মমতাময়ী মায়ের কোন তুলনা নেই। আসলে আপনি মাকে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো, সুন্দরভাবে আপনার অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার লেখা কবিতাটি যে আপনার ভালো লেগেছে জেনে খুবই লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মাগো কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে লিখে উপস্থাপন করেছেন ভাইয়া ।আসলেই মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। মায়ের মতো হয়তো কেউ হতে পারে না ।আমি একজন মা তাই আমি বুঝি। আজকে আপনি মাকে নিয়ে তার স্নেহ মায়া মমতা সবকিছু কবিতার মাধ্যমে তুলে ধরেছেন ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

খুবই সুন্দর সাধারণ সাবলীল ভাষায় অসাধারণ একটি কবিতা লেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বাবা। আশা করছি আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা তোমার লেখা পড়তে পারবো।পৃথিবীতে কোনদিন কখনোই মায়ের ঋণ শোধ হবেনা কোন কিছুতেই না।তাই সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67724.53
ETH 2606.51
USDT 1.00
SBD 2.72