ফুটবল ম্যাচ রিভিউঃ সমতায় থেকে খেলা শেষ করে আল নাসের ও আল রিয়াদ।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। সৌদি লীগের একটি খেলা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো৷ আল-নাসের বনাম আল- রিয়াদের মধ্যেকার ম্যাচের রিভিউ করতে চলেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি কারণ ম্যাচের ভেতরে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।
আল-রিয়াদ | পারফর্মেন্স | আল-নাসের |
---|---|---|
০৫ | শর্ট | ২৪ |
০২ | শর্ট অন টার্গেট | ০৬ |
২৫% | বল পজিশন | ৭৫% |
২২২ | পাস | ৬৩৬ |
৬৬% | সঠিক পাস | ৮৭% |
১১ | ফাউল | ১০ |
০২ | হলুদ কার্ড | ০১ |
০০ | লাল কার্ড | ০১ |
০৩ | অফসাইড | ০৫ |
০১ | কর্নার | ১১ |
রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল বেশ ভালো ভাবেই খেলা চালিয়ে যাচ্ছিলো। তবে আল নাসের বেশি ভালো লহেলছিলো।যেহেতু তাদের দলে ভালো মানের প্লেয়ার আছে। ক্রিস্টিয়ানো রোনালদো সাদিও মানের মতো প্লেয়ার এই টিমে খেলে৷ তবে আল রিয়াদ কিন্তু কম যায়নি তারাও আল নাসেরকে ভয়ে ভয়ে রাখছিলো।
খেলার ১৫ মিনিট যেতে না যেতে ওতাভিওর দূরপাল্লার শটে আত্মঘাতিক গোল পায় আল নাসের। ০-১ গোলে এগিয়ে যায় আল নাসের। এর এর ফলে আল রিয়াদের উপর একটু চাপ পড়ে যায়। কিন্তু সেই চাপ বেশি ক্ষন তাদেরকে দমিয়ে রাখতে পারেনি।
২৬ মিনিটের মাথায় গ্রে কাছে দূর থেকে বলপাস করে রিয়াদের আরে প্লেয়ার। সামনে ফাঁকা পেয়ে গোলকি তে ফাঁকি দিয়ে আল নাসেরের জালে বল ঢুকাই গ্রে। এর ফলে দুই দল সমতায় থাকে।
এরপর দুই দলের খেলা চলতে থাকে তারা একে অপরকে বিন্দু মাত্র ছাড় দিতে চাইছিলো না। যার কারনে দুই দল হাফ টাইমের আগে আর কোন বলে দেখা পাবে বলে আশা ছিলো না।
কিন্তু সবাই চাই নির্দেশমতা বাড়িয়ে এক ধাপ আগিয়ে যেতে। যার কারণে খেলার ৪৫+১ মিনিটের মাথায় আল রিয়াদের প্লেয়ার আকেল গোল করে বসে। ২-১ গোলে এগিয়ে থেকে হাফ টাইম খেলা শেষ করে।
এরপর শুরু হয় দ্বিতীয় অর্ধের খেলা আল নাসের চেষ্টা করে তাদের সমতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।
এর ফলে খেলার ভিতরে অনেক প্রতিযোগিতা বেড়ে যায় খেলার ভিতরে বেশি বিশ্রাম তোলার সৃষ্টি হয়। আল নাসেরের এক প্লেয়ার রিয়াদের প্লেয়ারের হাতে কিল দেয় যার কারনে তাকে হলুদ কার্ড দেখানো হয় কিন্তু পূর্বে তার আরেকটি হলুদ কাজ থাকার কারণে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেয়া হয়। এর ফলে আল নাসের অনেকটা চাপের মুখে পড়ে যায়।
ক্রিস্টিয়ানো রোনালদো অনেক চেষ্টা করে একটি গোল করার জন্য কিন্তু সে কোন মতে গোল করতে পারছিলো না যার কারনে তার চোখে মুখে হতাশা দেখা যায়।
খেলা এভাবেই চলতে থাকে ২-১ গোলেগে থাকে আল রিয়াদ। খেলা প্রায় শেষের দিকে আর মাত্র কয়েক মিনিট সময় হাতে বাকি আছে আল রিয়াদ ভেবেছিল তারা মেসেজ দিয়ে যাবে কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় নিমের। ডি বক্সের বাইরে থেকে পাস করা বল একসাথে গোলের ভেতর ঢুকিয়ে দেয়। এর ফলে আল নাসের সমতায় ফেরেন।
খেলারো দ্রুত সময় হিসেবে ১১ মিনিট দেয়া হয়েছিল ৬ মিনিটের মাথায় গোলটি করে ফেলে আল নিমের। এর ফলে ২-২ গোলে খেলাটি শেষ হয়ে যায়।
পোস্টের ধরন | ফুটবল ম্যাচ রিভিউ |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান। |
চ্যানেল | সনি লাইভ |
ফটো সংগ্রহ | ইউটিউব |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবানা |
Upvoted! Thank you for supporting witness @jswit.