ফুটবল ম্যাচ রিভিউঃ সমতায় থেকে খেলা শেষ করে আল নাসের ও আল রিয়াদ।

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৬ মে ২০২৪ ইংঃ রবিবার ।

বাংলায় ১২ জ্যৈষ্ঠ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ১৭ জ্বিলকদ ১৪৪৫ হি:।


IMG_20240525_225451.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। সৌদি লীগের একটি খেলা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো৷ আল-নাসের বনাম আল- রিয়াদের মধ্যেকার ম্যাচের রিভিউ করতে চলেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি কারণ ম্যাচের ভেতরে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।

ম্যাচ শুরুর আগে কিছু ছবি।

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


দুই দলের লাইন আপ

IMG_20240525_232402.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


ম্যাচেরর বিবরনী
আল-রিয়াদপারফর্মেন্সআল-নাসের
০৫শর্ট২৪
০২শর্ট অন টার্গেট০৬
২৫%বল পজিশন৭৫%
২২২পাস৬৩৬
৬৬%সঠিক পাস৮৭%
১১ফাউল১০
০২হলুদ কার্ড০১
০০লাল কার্ড০১
০৩অফসাইড০৫
০১কর্নার১১


IMG_20240525_225511.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল বেশ ভালো ভাবেই খেলা চালিয়ে যাচ্ছিলো। তবে আল নাসের বেশি ভালো লহেলছিলো।যেহেতু তাদের দলে ভালো মানের প্লেয়ার আছে। ক্রিস্টিয়ানো রোনালদো সাদিও মানের মতো প্লেয়ার এই টিমে খেলে৷ তবে আল রিয়াদ কিন্তু কম যায়নি তারাও আল নাসেরকে ভয়ে ভয়ে রাখছিলো।

IMG_20240525_232854.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলার ১৫ মিনিট যেতে না যেতে ওতাভিওর দূরপাল্লার শটে আত্মঘাতিক গোল পায় আল নাসের। ০-১ গোলে এগিয়ে যায় আল নাসের। এর এর ফলে আল রিয়াদের উপর একটু চাপ পড়ে যায়। কিন্তু সেই চাপ বেশি ক্ষন তাদেরকে দমিয়ে রাখতে পারেনি।

IMG_20240525_232917.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

২৬ মিনিটের মাথায় গ্রে কাছে দূর থেকে বলপাস করে রিয়াদের আরে প্লেয়ার। সামনে ফাঁকা পেয়ে গোলকি তে ফাঁকি দিয়ে আল নাসেরের জালে বল ঢুকাই গ্রে। এর ফলে দুই দল সমতায় থাকে।

IMG_20240525_232938.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এরপর দুই দলের খেলা চলতে থাকে তারা একে অপরকে বিন্দু মাত্র ছাড় দিতে চাইছিলো না। যার কারনে দুই দল হাফ টাইমের আগে আর কোন বলে দেখা পাবে বলে আশা ছিলো না।

IMG_20240525_232956.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

কিন্তু সবাই চাই নির্দেশমতা বাড়িয়ে এক ধাপ আগিয়ে যেতে। যার কারণে খেলার ৪৫+১ মিনিটের মাথায় আল রিয়াদের প্লেয়ার আকেল গোল করে বসে। ২-১ গোলে এগিয়ে থেকে হাফ টাইম খেলা শেষ করে।

IMG_20240525_233042.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এরপর শুরু হয় দ্বিতীয় অর্ধের খেলা আল নাসের চেষ্টা করে তাদের সমতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।

IMG_20240525_233054.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

এর ফলে খেলার ভিতরে অনেক প্রতিযোগিতা বেড়ে যায় খেলার ভিতরে বেশি বিশ্রাম তোলার সৃষ্টি হয়। আল নাসেরের এক প্লেয়ার রিয়াদের প্লেয়ারের হাতে কিল দেয় যার কারনে তাকে হলুদ কার্ড দেখানো হয় কিন্তু পূর্বে তার আরেকটি হলুদ কাজ থাকার কারণে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেয়া হয়। এর ফলে আল নাসের অনেকটা চাপের মুখে পড়ে যায়।

IMG_20240525_233018.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

ক্রিস্টিয়ানো রোনালদো অনেক চেষ্টা করে একটি গোল করার জন্য কিন্তু সে কোন মতে গোল করতে পারছিলো না যার কারনে তার চোখে মুখে হতাশা দেখা যায়।

IMG_20240526_001247.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলা এভাবেই চলতে থাকে ২-১ গোলেগে থাকে আল রিয়াদ। খেলা প্রায় শেষের দিকে আর মাত্র কয়েক মিনিট সময় হাতে বাকি আছে আল রিয়াদ ভেবেছিল তারা মেসেজ দিয়ে যাবে কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় নিমের। ডি বক্সের বাইরে থেকে পাস করা বল একসাথে গোলের ভেতর ঢুকিয়ে দেয়। এর ফলে আল নাসের সমতায় ফেরেন।

IMG_20240525_233106.jpg

ফোনের মাধ্যমে ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

খেলারো দ্রুত সময় হিসেবে ১১ মিনিট দেয়া হয়েছিল ৬ মিনিটের মাথায় গোলটি করে ফেলে আল নিমের। এর ফলে ২-২ গোলে খেলাটি শেষ হয়ে যায়।


পোস্টের ধরনফুটবল ম্যাচ রিভিউ
পোস্টকারীমোঃ আশিকুর রহমান।
চ্যানেলসনি লাইভ
ফটো সংগ্রহইউটিউব
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবানা


ম্যাচের ভালো মন্দ
ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুইটি দল খুবই সুন্দর খেলেছে তবে আমি আশা করেছিলাম আল নাসের এই ম্যাচে জয়লাভ করবে। কিন্তু তারা সে কাজটি করতে ব্যর্থ হয়েছে। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স খুবই খারাপ ছিল আমি তার থেকে আরো ভালো খেলা আশা করেছিলাম। আর খেলার ভেতরে মারামারি করাটা খুব একটা ভালো না। এতে করে খেলার মান নষ্ট হয়ে যায়।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34