স্পোর্টস রিভিউ: বড় জয়ের ব্যবধানে ফাইনালে ভারত।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে সেমি ফাইনাল-২ এর ভারত বনাম ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচের রিভিউ শেয়ার করবো। ভারত ও ইংল্যান্ড এর মধ্যকার একদিনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়েছিলো।
ম্যাচটি আমার কাছে মোটামুটি ভাবে ভালো লেগেছে। যেহেতু দুইটি দলই ভালো তাই খেলাটি অনেক টানটান ও উত্তেজনা পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে ভারত খুব সহজেই জয় লাভ করে। ভারত ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচটি খুব সহজ ভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আমার রিভিউয়ের মাধ্যমে আপনারা কম বেশি ম্যাচ সম্পর্কে ধারণা লাভ করবেন। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করে দেয়া যাক।
ইংল্যান্ড টসে জিতে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা আগে বল করবে।
খেলার শুরুটা বেশ ভালো দিয়ে শুরু করতে পারেনি ভারত। প্রথম দিক থেকেই চাপে পড়তে দেখা যায় ভারতকে। বিরাট কোহলি আউট হয়ে যাওয়াতে ভারতের উপর চাপটা আরো বেশি পড়ে যায়। রোহিত শর্মাকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে তারা চাপের মুখে রয়েছে।
বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে ব্যাট করতে আসে রিসাব প্যান্ট। রোহিত শর্মা ও প্যান্ট খুবই ভালো খেলছিল। ভিতরে কোন রকম চাপ ছিলো না।
কিন্তু প্যান্ট ৫.২ ওভারে ৪০ রানের মাথায় আউট হয়ে গিতে কিছুটা চাপ বাড়িয়ে দেয়। তিনি মাত্র ৬ বলে ৪ রান করে আউট হয়ে যায়।
প্যান্ট আউট হয়ে যাওয়ার পর মাঠে আসছেন সুরিয়া কুমার। সুরিয়া কুমারকে নিয়ে রোহিত শর্মা বেশ ভালো খেলা খেলছিল। এদিকে সুরিয়া কুমার খুব ভালো খেলা উপহার দিচ্ছিলো তার ভক্তদের জন্য। ১২ ওভারে ৯১ রান তাড়া করেন তারা।
কিন্তু তার কিছুক্ষণ পরে রোহিত শর্মা ৩৯ বলে ৫৭ রান করে আউট হয়ে যায়। রোহিত শর্মা আউট কিছু ক্ষন হতে না হতেই সুরিয়া কুমার আউট হয়ে যায়।
অবশেষে ভারত ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭১ রানের টার্গেট দেও ইংল্যান্ডকে। ফাইনাল ম্যাচ হিসেবে হিসাব করলে মোটামুটি রানের পরিমাণ ঠিক ধরা হলেও ইংল্যান্ডের বিপক্ষে রানটা বেশ কম হয়ে যায়। ইংল্যান্ড কে জিততে হলে প্রতি ওভারে ৮.৬০ রান করে করতে হবে যা টোয়েন্টি ম্যাচের যেন খুব একটা কঠিন কিছু না।
প্রথমে ইংল্যান্ড ফ্রুট খুবই ভালো করেছিল কারণ তারা প্রথম থেকে বেশ ভালো খেলছিল বাটলার ও সল্ট দুই জনে ঠান্ডা মাথায় খেলা চালিয়ে যাচ্ছিলো। তারা প্রথম থেকে যেভাবে খেলা খেলছিল তাদের খেলা দেখে ভারত বেশ চাপে ছিলো।
কিন্তু ৩.১ ওভারে মাথায় ভুল একটা শর্ট নিতে গিয়ে আউট হয়ে যায় ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার তিনি মাত্র ১৫ বলে ২৩ রান করেন।
তবে বাটলার আউট হয়ে যাওয়ার পর থেকে ইংল্যান্ড টিমে ধ্বস নেমে যায়। ভারতের বলাদের কাছে পরাজয় বরণ করে ইংল্যান্ডের প্লেয়ারা। তারা মাঠে বেশি ক্ষন স্থায়ী হতে পারে না বারবার তারা ব্যর্থ হয়ে যায়।
ভারতের বোলারদের বলে ভুলভাল শট খেলে তাদের নিজের বিপদ নিজের ডেকে নিয়ে আসে। ১০.৩ বলে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে তারা হারের দার প্রান্তে চলে যায়। কারন ম্যাচ জেতানোর জন্য কোন ভালো প্লেয়ার আর অবশিষ্ট থাকে না।
অবশেষে ইংল্যান্ড দল ১৬.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৩ রান করে। ভারতের বলার সামনে টিকতেই পারেনি তারা। ইংল্যান্ডের জন্য এটা খুবই লজ্জা জনক হার বলে আমি মনে করছি।
অবশেষে ভারত ৬৮ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
ম্যাচটা আমার কাছে খুবই বাজে লেগেছে। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ ছিলো এই হিসেবে বিবেচনা করতে গেলে এই ম্যাচটি তেমন একটা ভালো হয়নি বলে আমি মনে করি। খেলাটা এর থেকে আরও বেশি জমজমাট এবং উত্তেজনা পূর্ণ হওয়ার দরকার ছিল। যাহোক ভারতের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। তাদের ফাইনালে বিপক্ষ টিম হিসেবে সাউথ আফ্রিকা নির্বাচিত হয়েছে সামনে তাদের সাথে ফাইনাল খেলা হবে। আশা করছি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশকে উপহার দিবে। শুভকামনা ইন্ডিয়া টিম।
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | redmi note 08 |
চ্যানেল | পিটিভি লাইভ ক্রিকেট |
স্ক্রিনশট | ইউটিউব |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি আগে থেকেই জানতাম, ভারত এবছর টিটোয়েন্টি ফাইনাল খেলবে। অবশেষে ভারত ইংল্যান্ড কে হারিয়ে ফাইনালে গিয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে ইংল্যান্ড এর সাথে অনেক সুন্দর খেলছে ভারত ক্রিকেট টিম। ভারতের জন্য শুভকামনা রইল। আশা করছি ভারত কাপ নিতে পারবে।
আসলে ভাই অস্ট্রেলিয়া ছাড়া ভারতের সাথে খেলার মতো তেমন কোন দল নেই। ফাইনালে সাউথ আফ্রিকাকে খুব সহজে হারিয়ে কাপ নিয়ে চলে যাবে।
যেহেতু দুইটা দলই অনেক ভালো তাই অনেক সুন্দর একটা আক্রমণ তো খেলা আমরা দেখতে পাব মনে করেছিলাম। কিন্তু ভারতে এত সহজে ইংল্যান্ডে হারিয়ে দেবে এটা ভেবেছিলাম না। যাইহোক ভারত যখন ফাইনালে গিয়েছে তাহলে ফাইনাল খেলাটা দেখে অনেক মজা পাওয়া যাবে।
সে তো অবশ্যই কিন্তু আফ্রিকা না হয়ে যদি অস্ট্রেলিয়া হতো তাহলে খেলা দেখে অনেক বেশি মজা পাওয়া যেতো। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য।
প্রথম দিকে ইংল্যান্ডের বোলার রা একটু আধিপত্য বিস্তার করলেও পরবর্তীতে ভারতীয় ব্যাটার রা খুবই ভালো করে। এবং ভালো একটা সংগ্রহ করে। কিন্তু ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। একেবারে যোগ্য দল হিসেবে ম্যাচটা জিতে ফাইনালে গিয়েছে ভারত। তবে ম্যাচটা আরও জমজমাট হবে আশা করেছিলাম।
আমিও এমনটা আশা করেছিলাম যে ম্যাচটা অনেক জমজমাট ও উত্তেজনা পূর্ণ হবে। কিন্তু ইংল্যান্ড আমাদেরকে নিরাশ করেছে। তারা যে এত বাজে পারফরম্যান্স করবে তা আগে বুঝতে পারিনি। শুকরিয়া ভাই।