রেনডম ফটোগ্রাফি: আমার ধারন করা কিছু এলোমেলো আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু / আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৫ আগষ্ট রোজ রবিবার ২০২৪ ইং:।

বাংলায় ১০ ভাদ্র ১৪৩১ বঙ্গব্দ।

আমার বাংলা ব্লগের সকল সদস্যগন

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে। আপনারা সেই পোস্টগুলোকে যথার্থ মূল্যায়ন করে থাকেন যার কারনে কাজের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। নিজের ভিতর ইচ্ছা শক্তি তৈরি হয় কাজ করার জন্য। আসলে আপনাদের এই অফুরন্ত ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা জোগায়। আমি আজ কিছু অন্য রকম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। একটু আলাদা কিছু করার ভেতর অম্য রকম ভালো লাগা কাজ করে। আশা করছিয়ামার এই পোস্টটি সবার কাছে অনেক ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

1000002439.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

আমার প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটার নাম হলো কামিনি ফুল। ফটো দেখতে খুবই সুন্দর পাঁচটি সাদা পাপড়ের মাঝখানে হালকা হলুদ রঙের হওয়াতে ফুলটি দেখতে অনেক সুন্দর। আমরা সব সময় গাছের ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকি কিন্তু ফুল নিচে ঝরে পড়ে গেলে সে ফুলের দিকে তাকিয়ে দেখি না। সকালের ঠান্ডা মৃদু বাতাসে ফুলগুলো যখন ঝরে পড়ে তখন সে দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে।

দ্বিতীয় ফটোগ্রাফি

1000002943.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

এখন যে ফুলটি আপনি দেখতে পারছেন এই ফুলটা হলো টগর ফুল। বেশ কয়দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে গাছের ফুলগুলো তেমন একটা নষ্ট হয় না। আর ঝরে পড়ে থাকা ফুল গুলা অনেক দিন ভালো থাকে। যখন একসাথে অনেকগুলো ফুল মাটিতে পড়ে থাকে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু টগর ফুল দেখতে সাদা তাই এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

1000002938.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

নয়নতারা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। কারণ নয়নতারা ফুল দেখতে বেশ সুন্দর। ফুল বলতে যে কোন ফুলই সুন্দর দেখলে মানুষ আকৃষ্ট হয়। যখন কাছে থাকে তখন এই কুলগুলো আমরা দেখতে থাকি হে সৌন্দর্য উপভোগ করে কিন্তু যখন গাছ থেকে ফুলগুলো মারতে ঝরে পড়ে যায় তখন সেই গুলার কোন আমরা দেই না। যখন ফুল গাছ থেকে ঝরে পড়ে মাটির উপর ছিটিয়ে পড়ে থাকে ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগে। আমি এই ফুলগুলো দেখে অনেক উপভোগ করি।

চতুর্থ ফটোগ্রাফি

1000002948.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

এইটা হলো ছোট রঙ্গন ফুল। স্বাভাবিক ফুলের তুলনায় এই ফুলটি একটু ছোট হয় আকারে। প্রকৃতির নিয়ম অনুযায়ী যখন একটা জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে তখন সে জমিনে পতিত হয়। ঠিক তেমনি ফুলের ক্ষেত্রে একই রকম যখন তার যৌবনতা থাকে তখন সেটা গাছের ডাকে তাকে। তখন আমরা সবাই গিয়ে তার ছবি তুলি এবং সুগন্ধ গ্রহণ করে মনকে সতেজ করি। কিন্তু যখন সে তার সৌন্দর্য হারিয়ে ফেলে তখন আমরা সেই জমিনে পতিত হওয়া ফুলের দিকে একবার ঘুরে তাকায় না।

পঞ্চম ফটোগ্রাফি

1000002945.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

আমারে ফটোগ্রাফি তো আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফুলটি হল রঙ্গন ফুল। ছোট ছোট গাছের থোকায় থোকায় এক ফুলটি ফুটে থাকে। আমার কাছে ফুলটি বেশ ভালোই লাগে। রক্তের মত লাল ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে যখন এই ফুলগুলো ফুটে থাকে তখন এর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।

ষষ্ঠ ফটোগ্রাফি

1000002862.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

আমার এই ফটোতে ভিন্ন ধর্মী ফটোগ্রাফি। আপনারা সবাই হয়তো এই দৃশ্য চিনে থাকবেন। কারণ আমরা প্রতিনিয়ত চলাচলের পথে গাছে, রাস্তা ঘাটে, পুরাতন দেওয়ালে এই জিনিসটা কম বেশি দেখে থাকি। এটা হল একটা মস জাতীয় উদ্ভিদ দীর্ঘদিন যেখানে পানি জমে থাকে সেখানেই
এই উদ্ভিদের দেখতে পাওয়া যায়। গাঢ় সবুজ বর্নের এই উদ্ভিতি দেখতে বেশ ভালই লাগে।

সপ্তম ফটোগ্রাফি

1000002856.jpg

ফটোগ্রাফার - আশিক

ডিভাইস - গ্যালাক্সি এ ১৫

লোকেশন- https://w3w.co/tango.promises.approximates

আমার সপ্তম ফটোগ্রাফিতে আপনারা যে ফটো দেখতে পাচ্ছেন ফুলটি হল গাধা ফুল। আমাদের অফিসে বেশ কয়েকটি গাঁদা ফুলের গাছ আছে কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কোন ফুল বাবুলের কলি দেখা যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে একদিন আমি খেয়াল করলাম একটি গাছে মাত্র একটি কোলি এসেছে এবং একটি ফুল ফুটেছে। ফটো দেখতে বেশ চমৎকার লাগছে আমার কাছে গাঁদা ফুল অনেক ভালো লাগে। এই সময়ে এসে যে একটি গাঁদা ফুল দেখতে পারব তা আমি কল্পনাতেও আনতে পারিনি।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

Sort:  
 2 months ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি, দেখে তো জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। নিচে পড়ে থাকা ফুলগুলোর ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। এমনিতেই ফটোগ্রাফি অনেক পছন্দ করি দেখতে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। আমার কাছে কামিনী ফুল এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশি সুন্দর লেগেছে দেখতে।

 2 months ago 

আমিও ফুলের ফটোগ্রাফি অনেক পছন্দ করি। ছোট বেলা থেকেই আমার ফুলের প্রতি অন্যরকম ভালোবাসা। আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফির ভেতর নয়নতারা কামিনি ফুল আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এটা সত্যি বলেছেন মানুষের ভালোবাসায় কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আমার বাংলা ব্লগে পোস্ট করলে সুন্দর সুন্দর মন্তব্য গুলো কাজের গতি বাড়িয়ে দেয়। আজকে অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে সুন্দর লেগেছে।

 2 months ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন অনেক ভালো লাগলো। চেষ্টা করে ভাই ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান কিছু কথা আমার পোস্ট এ শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটো আগে অসাধারণ ছিল। আপনি আজকে শেয়ার করেছেন যা সে ফটোগ্রাফির মধ্যে কামিনী ফুল ও রঙ্গন ফুল দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি অ্যালবাম শেয়ার করার জন্য।

 2 months ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। কারণ আমি ফুলকে অনেক ভালোবাসি। কামিনী ও রঙ্গন ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার ধারণ করার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। বেশি দারুণভাবে আপনি সব ফটো ধারণ করেছেন। যেখানে বেশ কিছু ফুলের চিত্র দেখার সুযোগ করে দিয়েছেন এছাড়াও আরো অনেক কিছু। সব মিলিয়ে বেশ দারুন হয়েছে পোস্ট।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার পোস্টে প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ভিন্ন ধর্মী কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার টগর ফুলের ফটোগ্রাফিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বাড়ির পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরের পাশে অনেক বড় একটা টগরফুল গাছ ছিল। তো আমি যখন সকালে স্কুলে যাইতাম তখন এই টগর ফুলগুলো নিচে প্রচুর পরিমাণে পড়ে থাকতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম ভিন্নধর্মী কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে আমার ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়ার জন্য।

 2 months ago 

টগর ফুল দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেছে জেনে অনেক ভালো লাগলো। ছোটবেলায় কত কিছুর সাথে কত রকম স্মৃতি জড়িয়ে রয়েছে তা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 months ago 

গাছ থেকে ঝরে পড়ে থাকা ফুলগুলোর খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ক্যাপচার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। লাল রঙের এরকম রঙ্গন ফুল আগে কখনো দেখা হয়নি। ফুলগুলো দেখতে খুব সুন্দর। কামিনী ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

লাল রঙ এর রঙ্গন ফুল যে কোন জায়গায় পাওয়া যায় আপু। এই ফুলটি আপনি দেখেননি তবে আমার পোস্ট থেকে তো দেখতে পেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। রঙ্গন ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। নয়ন তারা ফুল দেখে খুব ভালো লাগলো ভাই। গাঁদা ফুলের সৌন্দর্য খুবই দারুণ। ‌এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টে গঠন মূলক অভিমত শেয়ার করার জন্য।

 2 months ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ধারণা করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ ছিল। কোনটা রেখে যে কোনটার প্রশংসা করবো ঠিক বুঝে উঠতে পারছি না। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68300.72
ETH 2426.77
USDT 1.00
SBD 2.36