অর্জন -(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


IMG20230827112137.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে আমার একটি অর্জন নিয়ে পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে।গুছিয়ে লেখার চেষ্টা করেছি ভূল ত্রুটি ক্ষমা করবেন।


বন্ধুরা আজ থেকে দুই মাস আগে আমি গবাদি পশুর চিকিৎসা এবং পালন বিষয়ে ট্রেনিং করতে যাই।এক মাসের ট্রেনিং করে আমি অনেক কিছু জানতে পারি আরো অনেক অজানা জিনিস রয়েছে জেগুলো এখনো আমাকে প্র‍্যাক্টিকালি জানতে হবে।তো চিকিৎসা বিষয়ে যেহেতু জেনেছি তাই একজন প্রাথমিক পশু চিকিৎসক হয়ায় যায়।মনে লাগবে সাহস তবেই হওয়া যাবে এমন ডাক্তার।গত কাল আমাদের গ্রুপে রিমন নামের একজন সবাইকে বলে আমাদের সনদ এসে গেছে নিয় আসতে হবে।

IMG20230827113525.jpg

IMG20230827113522.jpg

IMG20230827103544.jpg


অনেকে বলেন যে এই সনদ দিয় কি হবে।আসলে এগুলো যথাসময়ে কাজে লাগবে।যেহেতু সরকারি প্রজেক্ট তাই কাজে লাগবেই একদিন।আমরা সবাই কথা বলে রবি বারে আশার কথা জানায় কয়েকজন রাজি হয়েছে এবং রবি বার আশার পরথেকে কল দিতে থাকে।এরপরে কুমারখালী থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে চলে এলাম আমাদের ট্রেনিং এর জায়গাতে।পুরাতন স্যারদের সাথে স্টাফদের সাথে হেসে খেলে সুন্দর ব্যবহার দিয়ে কথা বললাম তারা আমাদের আগে থেকেই চিন্তো তাই সমস্যা নেই।

IMG20230827114504.jpg


এরপরে ঘুরাঘুরি শেষ করে আমরা সনদ নেয়ার জন্য স্যার এর রুমে যায়।স্যার আমাদের সব ডিটালস সম্পর্কে জানতে চাইলে আমরা আমাদের ডিটেইলস দি এবং কতো ব্যাচের সেটাও জানিতে চাই আমরা বলি।এপরে সনদ নিয়ে বের হয়ে যায়।বাইরে এসে আমরা সবাই অনেক ক্ষন গল্প করি এরপরে আমি বাসায় আসার জন্য যেখানে বাসের অপেক্ষা করি সেখান অবদি সবাই একসাথে যায় এরপরে যে যার মতো বাসায় চলে যায়।



পোস্টের বিবরণ

শ্রেনীরাইটিং পোস্ট" অর্জন "
ক্যামেরাঅপু এ ৫এস
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ভালো নাম রাসেল আহমেদ এবং আপনি পশু চিকিৎসকের ট্রেনিং নিচ্ছেন জেনে ভালো লাগলো।আসলে পশুর চিকিৎসক হলে প্রাণীর মনের ভাষা জানতে হয় যেটা খুবই কঠিন কাজ।আপনি এই কাজে সফল হবেন আশা করি, ধন্যবাদ আপনাকে।

 last year 

পরিশ্রম মানুষের সৌভাগ্য প্রসূতি। আপনি খুবই সুন্দর একটি কাজ করেছেন ভাই। বর্তমানে যুগের মানুষ প্রচুর পরিমাণে গবাদি পশু বাড়িতে পুষে থাকেন। আপনি গবাদি পশু চিকিৎসার উপর ট্রেনিং নিয়েছেন। এবং তার সার্টিফিকেট আপনি আজকে পেয়েছেন। আপনার সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দীর্ঘ একমাস যাবত আপনি গবাদি পশু পালনের প্রশিক্ষণ করেছেন। ক্লাসগুলো সম্পন্ন করে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। পশু চিকিৎসার ওপরে প্রশিক্ষণ নিয়ে একটি সার্টিফিকেট ও জ্ঞান অর্জন করেছেন। আশা করছি পরবর্তীতে আপনার অনেক উপকারে আসবে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আসলে শিখার কোন কিছুই বিফলে যায় না।আপনি দীর্ঘ একমাস প্রশিক্ষণ করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা অবশ্যই কাজে লাগবে।অনেক জায়গায় পশু চিকিৎসকের অনেক চাহিদা আছে।আপনি এই কাজে একদিন সফল হবেন। এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90