বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ রিভিউ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ9 months ago

হেলো বন্ধুরা


cricket-150554_1280.webp

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ রিভিউ চলুন শুরু করি।


আজকের ম্যাচটা ছিল দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশি সময়। যথাযথ লিটন দাশ এবং তামিম ওপেনিং নামেন কিন্তু প্রথম বলেই ডাক মেরে লীটন মাঠ ছাড়েন।প্রথম দিকে ভালোই রান আগাচ্ছিলো কিন্তু সমস্যা হলো তরুন সব ব্যাটিং গুলো ১০০ রানের মধ্যে পরে গেলো ৪ উইকেট বাংলাদেশ খুব চাপের মুখে পরে যায়।এদিকে তখন মুশফিক এবং সাকিব ক্রিজে একটা কথা আছে যে অভিজ্ঞতা হলো প্লাস পয়েন্ট দুজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে থাকে।কিন্তু শেষ অবদি থাকলো না।


দুজনেই পরে যায় এদিকে বুরো মাহমুদউল্লাহ দলে চান্স পেয়ে নিজের সেরাটা দেন।শেষ অবদি দারুন একটি ইনিংস খেলে মাঠ ছাড়েন সংগ্রহ দাঁড়ায় ২৪৫।এই রান নিউজিল্যান্ডের সামনে কিছুই না তবুও বাংলাদেশ এর বোলিং লাইন হিসাবে একটু দাড়ানো যেতেই পারে।ব্যাটিংয়ে নামলেন রাভিন্দ্র আর কোনওয়ে বোলিংয়ে অসাধারণ সুইং দিয়ে বেশ আশা যাগাচ্ছিলো বোলিং রা।কিন্তু উইকেট যেনো ফেলতেই পারছে না।শেষ মেস রাভিন্দ্র উইকেট টা নিলো মুস্তাফিজ।


এরপরে উইলিয়ামসোন ব্যাটিংয়ে আসলেন। তিনি অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ। কয়েকবার খেলেছেন ফাইনাল আসলে নিউজিল্যান্ড হলো ক্লাসের সব থেকে ভাল ছাত্র নিয়মিত স্কুলে আসে এক্সাম দেয় কিন্তু সোনার মেডেলটা অন্য কেউ এসে নিয়ে যায়।তো উইলিয়াম সোনের দারুন ব্যাটিংয়ে এগিয়ে যায় তারা এবং আরেকটা উইকেট হাড়িয়ে ফেলে তবুও তাদের হাতেই ম্যাচটা ছিল এবং বল থাকতেই তারা জয়লাভ করে।বাংলাদেশের জন্য সমবেদনা আমরা শুধু সেখানে ঘুরতে গেছি মনে হয় আমাদের খেলার প্রতি কোনো প্রকার ধৈর্য্য নাই।ধন্যবাদ সবাইকে।


পোস্টের বিবরণ

শিরোনামরাইটিং পোস্ট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

আসলে কালকের ম্যাচ নিয়ে কিছু বলার নেই শুধু একটা বিষয় ভালো লেগেছে সেটা মাহমুদুল্লাহ রিয়াদ অনেক দিন পরে দলে এসে কিছু রান করেছে যার মধ্যে তার হাঁকানো দুইটা ছক্কা সবচেয়ে বেশি ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঠিকি বলেছেন ধন্যবাদ।

 9 months ago 

অভিজ্ঞতার যে অনেক বড় একটা মূল‍্য আছ খেলার মাঠে সেটা গতকাল বাংলাদেশ বুঝেছে। মুশফিক এবং মাহদুল্লাহর রানে বেশ ভালো সংগ্রহ পাই বাংলাদেশ। কিন্তু সেরকম কিছু করতে পারেনি বাকিরা। থেকেছে আসার যাওয়ার মাঝেই। মোটামুটি বেশ সহজেই ম‍্যাচটা জিতে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের আরেকটা হার আরেকটা পরাজয়। এটা যেন নিত‍্যদিনকার রুটিন হয়ে দাঁড়িয়েছে।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

বাংলাদেশ ক্রিকেট কে ব্যান করে দিলেই ভাল হয়

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67003.49
ETH 3502.34
USDT 1.00
SBD 2.87